IIT এর পুরো কথা হল Indian Institute Of Technology; বিজ্ঞান, প্রযুক্তি এবং রিসার্চ নিয়ে স্বপ্ন দেখা প্রত্যেক শিক্ষার্থীদের ইচ্ছে থাকে IIT থেকে পড়াশোনা করা। সহজভাবে বলতে গেলে IIT – গুলিকে ইঞ্জিনিয়ারিং-প্রযুক্তি টেকনোলজি নিয়ে পড়াশোনার জন্য শুধুমাত্র ভারতেরই নয় বিশ্বের সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়ে থাকে।
আজকের এই প্রতিবেদনে কিভাবে তোমরা IIT -তে পড়াশোনা সুযোগ পাবে, কোন পরীক্ষা দিতে হবে সমস্ত তথ্য পেয়ে যাবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকো।
আইআইটি (IIT) কি? Indian Institute of Technology: ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান
IIT (Indian Institute of Technology) হল ভারতের সরকার পরিচালিত কিছু স্বনামধন্য প্রযুক্তি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এগুলি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি (Technology), বিজ্ঞান (Science) এর পাশাপাশি বর্তমানে ব্যবস্থাপনা (Management), এবং সমাজবিজ্ঞান (Social Science)-এর মতো নানাবিধ বিষয়ে স্নাতক (Bachelor), স্নাতকোত্তর (Master) ও গবেষণা (PhD) পর্যায়ে শিক্ষা প্রদান করে।
বর্তমানে ভারতে ২৩টি আইআইটি রয়েছে। এর মধ্যে কিছু বিখ্যাত নাম—
তোমাদের সুবিধার্থে বলে রাখি, IIT থেকে B.Tech পড়ার জন্য উচ্চমাধ্যমিকের পর JEE Mains এবং Advanced পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় সফল হলে তবেই IIT – গুলিতে পড়াশোনার সুযোগ পাওয়া যায়।
IIT Admission Process & Exam: আইআইটি-তে কীভাবে ভর্তি হওয়া যায়?
আইআইটি-তে ভর্তির বিভিন্ন স্তর রয়েছে। প্রতিটি স্তরে আলাদা Exam এর মাধ্যমে ভর্তি হয়। নিচে বিস্তারিত জানো:
ভর্তি স্তর | Exam নাম | বিষয় |
---|---|---|
Bachelor (B.Tech) | JEE Advanced | Engineering |
Master (M.Sc) | IIT JAM | Science, Math, Physics, Chemistry, Biochemistry, Economics |
Master (M.Tech) | GATE | Engineering, Tech |
MBA | CAT | Management, MBA |
PhD | Dept. Test / GATE | Research in Any Field |
স্নাতক স্তর (Bachelor UG Level – B.Tech/B.Arch)
👉 Exam: JEE Advanced (Joint Entrance Examination – Advanced)
📌 প্রথমে তোমাকে JEE Main দিতে হবে, তারপরে যারা Main-এ সফল হবে, তারা JEE Advanced দিতে পারবে।
- সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে অবশ্যই বিজ্ঞান শাখায় নিয়ে পড়াশোনা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক স্তরে প্রার্থীদের Physics, Chemistry, Mathamatics এই তিনটি বিষয় থাকতেই হবে।
- সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক স্তরে ন্যূনতম 75% নম্বর নিয়ে পাশ করতে হয়।
স্নাতকোত্তর স্তর (Master Level – M.Tech, M.Sc, MBA)
M.Sc এর জন্য: Exam: IIT JAM (Joint Admission Test for M.Sc)
📌 Courses: Physics, Chemistry, Mathematics, Economics, Environmental Science, Geology ইত্যাদি।
M.Tech এর জন্য: Exam: GATE (Graduate Aptitude Test in Engineering)
📌 Courses: Core Engineering (CSE, ECE, ME, Civil, etc.), Data Science, AI, Robotics ইত্যাদি।
MBA / Management এর জন্য: Exam: CAT (Common Admission Test)
📌 কিছু IIT যেমন IIT Delhi, IIT Bombay, IIT Kharagpur-এ Management Studies বিভাগ রয়েছে।
গবেষণা স্তর (PhD/ Research Level)
আইআইটি গুলিকে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার স্থল হিসেবে ধরা হয়, শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্ৰাজুয়েট নয় এখানে রিসার্চের জন্য প্রত্যেক বছর অনেক মেধাবী পড়ুয়ারা Phd করে থাকেন। অনেক সরকারি রিসার্চের কাজ, প্রজেক্ট এখানে আর্থিক আনুকূল্যে হয়ে থাকে।
Direct Admission / GATE স্কোর / ইন্টারভিউ এর মাধ্যমে সুযোগ দেওয়া হয়।
📌 বিষয়: Engineering, Physics, Chemistry, Management, Humanities & Social Sciences, Policy ইত্যাদি।
IIT Fees: আইআইটিতে পড়াশোনার খরচ কত?
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে IIT – তে B.Tech – এর জন্য প্রায় 08 লক্ষ [Eight lakhs] টাকার আসেপাশে খরচ হয়, তবে কলেজ ভেদে তা ভিন্ন ভিন্ন হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, যেসমস্ত পড়ুয়াদের পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম, তাদের জন্য ফি মকুবের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্যও ছাড় দেওয়া হয়।
অন্যদিকে মাস্টার্স এবং রিসার্চ লেভেলে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি স্টাইপেন্ড, স্কলারশিপ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে তো হায়ার স্টাডির ক্ষেত্রে পড়াশুনার ক্ষেত্রে সেরকম কোনো খরচ লাগেনা।
আরো দেখো: How to Become a Pilot: পাইলট বা বিমানচালক কিভাবে হওয়া যায়? বিস্তারিত তথ্য দেখে নাও
IIT-তে পড়াশোনা করার সুবিধা!
তোমাদের প্রথমেই বলেছি IIT – গুলি হল ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিষয়ক রিসার্চ পড়াশোনার জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই মেধাবী ছাত্র-ছাত্রীদের আরও দক্ষ করা হয়, তাই সমগ্র বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলির নজর থাকেন বিভিন্ন IIT – এর Studentsদের উপর। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলোতে মোটা বেতনের চাকরী পেতে দেখা যায়।
কর্মক্ষেত্রে সব জায়গায় উচ্চস্তরে আইআইটিয়ানদের দেখা যায়। নেটওয়ার্ক, কানেকশন, বিজনেস, স্টার্ট-আপ, ইনোভেশন সব ক্ষেত্রে প্রচুর অ্যাডভান্টেজ পাওয়া যাবে, ইনফাইনাইট পসিবিলিটিজ – অর্থাৎ বহুমুখী দরজা খুলে যাবে।
অবশ্যই দেখবে: Career After HS Science: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন দেখে নাও
আজকের এই প্রতিবেদন থেকে আশা করছি IIT – সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারলে, যদি উপকৃত হয়ে থাকো তাহলে পরিচিতজনদের সাথে শেয়ার করে দিও। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »