CISF Recruitment 2024: সিআইএসএফ ১১৩০ টি পদে সরাসরি নিয়োগ! লাস্ট ডেট, আবেদন ফিলাপ দেখে নিন

Arpita Paul

Published on:

CISF Constable Recruitment 2024

কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ কিংবা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আধা-সেনাতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দেশিকা অনুসারে মোট ১১৩০ টি কনস্টেবল ফায়ারম্যান পদে প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, আবেদনের পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিষয় বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

   

CISF Constable Recruitment 2024: সরাসরি সিআইএসএফ কনস্টেবল নিয়োগ

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF হল কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত নিরাপত্তা রক্ষা বাহিনী। এই বিভাগের মূল কাজ হলো ভারত সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ নিরাপত্তা সুনিশ্চিত করা। আর আজকের প্রতিবেদন অনুসারে CISF এই ফায়ার constable পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

CISF আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরুর তারিখ৩০ আগস্ট ২০২৪
আবেদন শেষের তারিখ৩০ সেপ্টেম্বর ২০২৪
মোট শূন্য পদ১১৩০ টি
পে-লেভেল বেতনPay Level-3 (Rs.21,700 -69,100/-)*
ফর্ম আবেদন পদ্ধতিঅনলাইন পোর্টালে অফিশিয়াল

Eligibility Criteria: আবেদনের জন্য যোগ্যতা

সি আই এস এফ কনস্টেবল পদে নির্বাচনের জন্য বেশ কিছু ধাপ অবশ্যই অবলম্বন করতে হবে সেই ধাপ গুলি হল – প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা, প্রার্থীর শারীরিক ফিটনেস পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা। প্রার্থীদের যে সকল নূন্যতম যোগ্যতা গুলি অবশ্যই রাখতে হবে তা হল –

1. প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, সরকার স্বীকৃত কোন বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে, বিজ্ঞান বিভাগের সঙ্গে (with science subject)।

2. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে অবশ্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় রয়েছে।

মাধ্যমিক পাশে: SSC GD Recruitment 2024: কেন্দ্রীয় ৩৯ হাজার BSF, CISF, CRPF নিয়োগ!

Application Process for CISF Constable 2024: কিভাবে আবেদন করবেন?

CISF কনস্টেবল ফায়ারম্যান পদে আবেদনের জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল পোর্টাল cisfrectt.cisf.gov.in – প্রবেশ করতে হবে। এখানে হোমপেজেই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।

  1. এরপর লগইন অপশনে ক্লিক করলে আপনার কাছে নিউ রেজিস্ট্রেশন অপশন দিয়ে চলে আসবে এবং তাতে ক্লিক করুন।
  2. প্রয়োজনীয় তথ্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং মূল আবেদনপত্র প্রবেশ করুন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন মূল্য অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে। সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে একশো টাকা (₹100) তবে অনগ্রসর এবং তফসিলী জাতি প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্যে লাগবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের লিঙ্ক

সিআইএসএফ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিView Notice
অনলাইন ফর্ম ফিলাপ আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট লিংকApply Now
For any Queris Helpline011-24366431, 011-24307933
[email protected]

মিস করবেন না: RRB NTPC Recruitment 2024: ভারতীয় রেলে বিরাট নিয়োগ! অনলাইনে আবেদন সহ বিস্তারিত

আবেদন প্রক্রিয়া শেষে আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট ভবিষ্যতে রেফারেন্স এর জন্য রেখে দিন। তাই যোগ্য হয়ে থাকলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগান এবং নিজের স্বপ্ন পূরণ করুন দেশের সেবা করার জন্য। অবশ্যই শেয়ার করে দেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram