সকল অঙ্গনওয়ারী ICDS পরীক্ষার্থীদের জন্য আরো একটি দারুন সুখবর। রাজ্যের বিভিন্ন জেলা ভিত্তিকে আলাদা আলাদা ভাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িক পদের নিয়োগ নেওয়া হয়ে থাকে। নতুন করে আগস্ট মাসে কয়েকটি জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি জেলার আইসিডিএস রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হবে।
জেলায় নতুন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি
তো আজকের এই প্রতিবেদনে আলোচনা করব সম্প্রতি নদীয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আইসিডিএস এর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিভাবে আবেদন করবে এবং কি কি শর্তাবলী অবশ্যই মেনে আবেদন করতে হবে তা আজকে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব –
পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি নিয়োগ সংক্রান্ত তথ্য
পশ্চিম বর্ধমান (PASCHIM BARDHAMAN) জেলায় অন্ডাল, আসানসোল, বারবনি, দুর্গাপুর, ফরিদপুর ইত্যাদি ব্লকে অঙ্গনওয়াড়ি পদে কর্মী নেওয়া হবে।
সম্পূর্ণ অনলাইনে আবেদন হচ্ছে, এর জন্যওয়েবসাইট পোর্টাল খোলা হয়েছে সেখানে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন শুরুর তারিখ | ২০ আগস্ট ২০২৪ |
আবেদন শেষের তারিখ | ১৮ ই সেপ্টেম্বর ২০২৪ |
মোট শূন্য পদ | ৮৩৯ টি |
নিয়োগের পদ | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা |
আবেদনের পদ্ধতি | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | icdspsbdn.in |
পরবর্তী ক্ষেত্রে সমস্ত তথ্য পূরণ এবং ডকুমেন্ট কপি পিডিএফ আপলোড করতে হবে। সবশেষে অনলাইনে জমা করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।
বিনামূল্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন –
নদীয়া জেলায় অঙ্গনওয়াড়ি নিয়োগ সংক্রান্ত তথ্য
নদীয়া (Nadia) জেলায় মূলত তেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া এবং রানাঘাট অঞ্চল গুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ নেওয়া হচ্ছে –
আবেদনের শুরু তারিখ | ২৩ আগস্ট ২০২৪ |
আবেদন শেষের তারিখ | ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
আবেদনের মাধ্যম | অফলাইন |
মোট শূন্যপদ | ৫৯ টি |
নিয়োগের পদ | অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা |
▶ নদীয়া জেলার অঙ্গনওয়াড়ি ফর্ম আবেদন পত্র পিডিএফ: Download
নদীয়া জেলাতে অফলাইনে আবেদন নেওয়া হচ্ছে, যেহেতু শূন্য পদ কম তাই ফর জেলা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে জমা করতে হবে।
মিস করবেন না: ICDS Course: বিনামূল্যে ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতি কোর্স ও মক টেস্ট!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »