Westbengal Bandh: স্কুল-কলেজ অফিস খোলা রাখতে হবে! নবান্নের নির্দেশ, উপস্থিতি বাধ্যতামূলক, দেখে নিন

Westbengal Bandh News Today from Nabanna 27-28 August

২৭ আগস্ট নবান্ন থেকে জারি করা হলো এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা! পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল আগামী ২৮ আগস্ট ১২ ঘন্টার বন্ধ ডাকা সত্ত্বেও, রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে স্কুল-কলেজ, খোলা থাকবে। বিস্তারিত তুলে ধরবো আজকের প্রতিবেদনে, শেষে আপনারা বিজ্ঞপ্তিটির অফিশিয়াল লিংক পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন।

   

নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে?

নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ধের দিনে কোনও সরকারি কর্মচারী বা শিক্ষক অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। অসুস্থতা বা পারিবারিক কারণে যদি কেউ অনুপস্থিত থাকেন তবে তাকে যথাযথ নথিপত্রের সঙ্গে আবেদন করতে হবে।

সেই হিসাবে ছাত্র-ছাত্রীদের কেউ কালকে স্কুল কলেজের উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে। বন্ধের দিনে যাতায়াতে কোনও সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে, শিক্ষার্থী ও শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকা বাধ্যতামূলক হয়েছে।

নবান্নের অফিসিয়াল বিজ্ঞপ্তি
No. 3757-F(P2)
Dated Howrah, the 27thAugust, 2024
Download PDF

অবশ্যই দেখুন: শিক্ষা ক্ষেত্রে নিরাপত্তা নির্দেশ বিকাশ ভবনের! কি বলা হলো নোটিশে? দেখে নিন

এই প্রতিবেদনটি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শেয়ার করে দিতে পারেন আর পশ্চিমবঙ্গের পড়াশোনা সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেতে আমাদের সাথে EduTips Bangla-তে যুক্ত থাকুন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram