WBPSC Miscellaneous Exam Date 2024: মিসলেনিয়াস পরীক্ষার নতুন তারিখ এবং এডমিট কার্ড! দেখে নিন

Arpita Paul

Published on:

WBPSC Miscellaneous New Exam Date 2024

রাজ্য জুড়ে সকল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস রিক্রুটমেন্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী সেপ্টেম্বর মাসে সমগ্র রাজ্যে জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াসের জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য ২০২৩ সালে প্রকাশিত আবেদন পত্র পূরণ করেছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন। তার পাশাপাশি এডমিট কার্ডের ব্যাপারেও বলা হয়েছে নোটিশে, বিস্তারিত তুলে ধরবো।

   

WBPSC Miscellaneous Pre 2024: পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃক প্রকাশিত নির্দেশিকা অনুসারে, আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য সম্ভাব্য আসন কলকাতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এবং আশেপাশের বেশ কিছু কেন্দ্রে পড়তে পারে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো দুপুর বারোটা থেকে ১.৩০ পর্যন্ত।

WBPSC এর অফিসিয়াল পোর্টালে psc.wb.gov.in এডমিট কার্ড প্রকাশ হবে ৫ই সেপ্টেম্বর। প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের নিজের এডমিট কার্ড সংগ্রহ করে নেন।

পরীক্ষার নামMISCELLANEOUS SERVICES RECRUITMENT (PRELIMINARY) EXAMINATION, 2023
পরীক্ষার তারিখ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ (রবিবার)
Admit Card: এডমিট কার্ড দেবে৫ ই সেপ্টেম্বর ২০২৪
পরীক্ষার সময়12:00 Noon to 01:30 P.M
অফিসিয়াল ওয়েবসাইটpsc.wb.gov.in
বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload PDF

দেখে নিন: WBCS Exam: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা নিয়ে বড় ঘোষণা! সিলেবাস পরিবর্তন হবে না? 

Rules Guidelines: পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণ নির্দেশ

1. পরীক্ষার সময় নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হবে। অন্যথায় প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

2. প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের এডমিট কার্ড সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন । পরীক্ষা কেন্দ্রে কোনরকম অ্যাডমিট কার্ডের ডুপ্লিকেট কপি বের করা যাবে না।

3. এডমিট কার্ডের সঙ্গে যে কোন ফটো আইডি অর্থাৎ আধার বা ভোটার কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কাছে রাখতে হবে।

SSC CGL: ইস্টার্ন রিজিয়ন এসএসসি সিজিএল (Kolkata) Admit Card Status 2024: প্রকাশিত এডমিট কার্ডের স্ট্যাটাস

WBPSC পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা আগেও আমাদের পোর্টাল Edutips এই আলোচনা করেছি। আপনি যদি এই পোর্টালের নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের আগের প্রতিবেদন গুলি দেখে নেবেন। আজকের প্রতিবেদনটি অবশ্যই পরীক্ষার্থীদের কাছে শেয়ার করে দেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram