পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন‘ প্রকল্পের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বিতরণের দশ হাজার টাকা করে ঘোষণা দিয়েছিল, যা রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি অভিনব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে, শিক্ষক দিবসের আগ মুহূর্তে এই প্রকল্পটি স্থগিত করা হয়েছে, যা রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই প্রতিবেদনে আমরা বর্তমান আপডেট এবং কবে ছাত্রছাত্রীদের নতুন করে টাকা দেওয়া হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
Taruner Swapna Prakalpa Update: তরুণের স্বপ্ন প্রকল্প স্থগিত, শিক্ষা দপ্তরের আপডেট
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষায় ট্যাব বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, গবেষণা এবং অন্যান্য শিক্ষাগত কার্যকলাপে আরও সহজে অংশগ্রহণ করতে পারত। অনেক ছাত্র-ছাত্রী হয়তো ভেবে নিয়েছেন যে এই প্রকল্পের টাকা পুরোপুরি বাতিল হয়েছে, তা কিন্তু সত্যি না!
শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু কারণে এই প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করা হয়নি, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
বড় ঘোষণা: HS Exam Calculator Use: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ! শিক্ষা সংসদের নির্দেশ
তরুণের স্বপ্ন প্রকল্প 2024 টাকা কবে দেবে? Tab er Taka ছাত্রছাত্রীদের দাবি
এই স্থগিতের ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বলা চলে যে অনেক ছাত্র-ছাত্রীর আশা নিয়ে বসেছিল এই ট্যাব এর টাকা নিয়ে তারা মোবাইল বা স্মার্টফোন কিনে পুরোদমে পড়াশুনা শুরু করবে।
যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, যে ঠিক কবে টাকা দেওয়া হবে। তবে আশা করা যাচ্ছে পুজোর আগেই ছাত্রছাত্রীরা এই টাকা পেয়ে যেতে পারে। সরকারিভাবে অনুষ্ঠান করে আবারো এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
দেখে নাও: Madhyamik Pass Scholarship: প্রাপ্ত নম্বর থেকে কোন স্কলারশিপ পাবে? অনলাইনে চেক
তবে সরকারকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। পরবর্তী সকল আপডেট আমরা ছাত্র-ছাত্রীদের কাছে সবার আগে পৌঁছে দেব, সেটা নবান্ন থেকে শিক্ষা দপ্তরের। আমাদের সাথে যুক্ত থাকো পশ্চিমবঙ্গার খুঁটিনাটি পড়াশোনা থেকে ক্যারিয়ারের সমস্ত তথ্য পাওয়ার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »