CRPF Eligibility Exam: সিআরপিএফ কিভাবে হবে? যোগ্যতা, পরীক্ষা, বেতন, বিস্তারিত সমস্ত কিছু দেখে নাও

CRPF Eligibility Exam Details Joining Physical Standard Run

আমাদের দেশের অনেক ছেলেমেয়েদেরই স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর। আর সেখানে আজকাল রাজ্য সরকারের যা পরিস্থিতি, কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মত ব্যাপার।

কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনে অন্যতম একটি মর্যাদাপূর্ণ চাকরি হল CRPF – এর চাকরী, যা Ministry of Home Affairs – এর অন্তর্গত। আজকের এই প্রতিবেদনে CRPF – এ কীভাবে Join করবে, যোগ্যতাই বা কি কি লাগবে ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাতে চলেছি।

CRPF – সিআরপিএফ কি? সেন্ট্রাল পুলিশ ফোর্স

CRPF – এর পুরো কথা হল Central Reserve Police Force; সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যা Ministry Of Home Affairs – এর অন্তর্গত। সহজভাবে বলতে গেলে CRPF – হল কেন্দ্রীয় সরকারের সংরক্ষিত Police বাহিনী যারা দেশের অভ্যন্তরের নিরাপত্তা সুনিশ্চিত করে থাকে।

উচ্চপদস্থ বা অফিশিয়াল স্তরে UPSC-এর পুলিশ সার্ভিস IPS-এর মাধ্যমে নিয়োগ করা হয়। আমরা মূলত কনস্টেবল-এর হিসাবে আলোচনা করছি, এন্ট্রি লেভেল জয়েনিং SSC GD -স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার মাধ্যমে থাকে।

সিআরপিএফ কিভাবে হবে? যোগ্যতা (CRPF Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা (Education): CRPF – এ যোগদানের ক্ষেত্রে পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে –

  • CRPF – এ Constable পদের জন্য যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
  • ASI বা SI – পদের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে UGC – স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) হতে হবে।

বয়স (Age): CRPF – এ যোগদানের জন্য সংশ্লিষ্ট প্রার্থীর বয়স অবশ্যই 18-25 বছরের মধ্যে হতে হবে।

নাগরিকত্ব: CRPF – এ যোগদানের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

শারীরিক যোগ্যতা (Physical Standards) – পুরুষ ও মহিলা

যেহেতু এটি একটি পুলিশ সার্ভিস, সেক্ষেত্রে শারীরিক যোগ্যতার কিছু মাপকাঠি রয়েছে। উচ্চতা (Height), ওজন (Weight), বুকের মাপ (Chest) – বিস্তারিত টেবিল নিচে দেওয়া হল –

ক্যাটাগরিপুরুষ প্রার্থীদের জন্যমহিলা প্রার্থীদের জন্য
Height (উচ্চতা)170 সেমি157 সেমি
Chest (বুকের মাপ)80 সেমি (সাধারণ), 85 সেমি (ফুলিয়ে)প্রযোজ্য নয়
Weight (ওজন)উচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিকউচ্চতা ও বয়স অনুযায়ী আনুপাতিক

তপশিলি জনজাতি (Scheduled Tribes), উত্তর-পূর্ব ভারত, গড়ো হিল অঞ্চল, লাদাখ, জম্মু ও কাশ্মীরের প্রার্থীদের জন্য উচ্চতা এবং বুকের মাপে ছাড় প্রযোজ্য।

শারীরিক দক্ষতা (PET – Physical Efficiency Test)

শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) হল প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করার ধাপ।
পুরুষ প্রার্থীদের জন্য ৫ কিমি দৌড় ২৪ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয় অপরদিকে মহিলা প্রার্থীদের জন্য ১.৬ কিমি দৌড় ৮ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হয়।

Male/ Femaleদৌড় (Race)সময়সীমা
পুরুষ5 কিমি24 মিনিট
মহিলা1.6 কিমি8.5 মিনিট

এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে (Mandatory) প্রার্থী পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন না।

পরীক্ষা থেকে যোগদানের পর্ব (Exam & Joining Process)

CRPF – এ যোগদানের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের কয়েকটি ধাপে অতিক্রম করতে হয়। নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর পরবর্তী পর্যায়ে প্রথম ধাপ হিসাবে প্রার্থীদের Written Exam নেওয়া হয়। এরপর Physical Test এবং Medical Test হয়ে থাকে।

  1. কম্পিউটার বেসড টেস্ট (CBT)
  2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  3. শারীরিক পরিমাপ পরীক্ষা (PST)
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)
  5. মেডিকেল এক্সামিনেশন (Medical Test)

পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীদের Documents Verification করা হয়। এরপর সর্বশেষ পর্যায়ে প্রার্থীদের নির্দিষ্ট Training – এ যেতে হয় এবং Training সম্পন্ন হলে প্রার্থীদের CRPF – এ নিয়োগ সম্পূর্ন হয়।

অবশ্যই দেখবে: SSC GD Exam, Eligibility: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য

বেতন (CRPF Salary)

CRPF – এর বেতনের কথা বললে অন্যান্য সরকারি চাকরির মতোই পদ অনুযায়ী বেতন আলাদা আলাদা হয়। তবে কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ায় মোটা অংকের বেতন দেওয়া হয়ে থাকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, Constable – পদে প্রতিমাসে মোটামুটি 20,200 – 60,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে। SI – পদে প্রতিমাসে মোটামুটি 54,800 – 1,04,400 টাকার আসেপাশে বেতন দেওয়া হয়ে থাকে।

সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটcrpf.gov.in
স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটssc.gov.in

মিস করো না: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

CRPF – সম্পর্কিত সমস্ত তথ্য সম্পন্ন আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছো। নিয়মিত পড়াশোনা, কেরিয়ার, স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন আপডেট সর্বপ্রথম পেতে যুক্ত থাকো। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

Join Group

Telegram