SVMCM Renewal 2024-25: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল আবেদন ও নতুন আপডেট! অবশ্যই দেখে নাও

Swami Vivekananda scholarship Renewal Apply Documents

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যা “বিকাশ ভবন স্কলারশিপ” একটি দারুন দিক হলো “রিনিউয়াল“- যার মানে ছাত্র-ছাত্রীকে কোর্সের প্রথম বর্ষে আবেদন পত্র পূরণ করলেই হবে, পরবর্তী বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে পারবে

   

2024-25 শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল আবেদন বর্তমানে চালু হয়েছে কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবেবিকাশ ভবন থেকে নতুন কি আপডেট রয়েছে – সমস্ত সহজভাবে আজকের প্রতিবেদনে পড়ুন।

Swami Vivekananda Scholarship Renewal: রেনুয়াল আবেদনের সমস্ত তথ্য!

যেসব ছাত্র-ছাত্রী পূর্বে শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, শুধুমাত্র তারাই রিনিউয়ালের সুবিধা পাবে। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন, প্রতি কোর্সের প্রথম বছরে কিন্তু নতুন ভাবেই আবেদন করতে হবে। স্কলারশিপ বৃত্তির অধীনে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মেলে।

রিনিউয়াল আবেদনের জন্য যোগ্যতা (SVMCM Renewal Criteria)

  1. ছাত্র বা ছাত্রীকে তাদের পড়াশোনায় ভালো ফল করতে হবে, এবং পরবর্তী উচ্চতর শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  2. কলেজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেমে, উভয় সেমিস্টার কোন ব্যাক পেপার থাকা চলবে না।

মার্কস প্রয়োজন: উচ্চমাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এবং কলেজে পড়াকালীন ৬০% শতাংশ নম্বর পেতে হবে (ভয়ে সেমিস্টার মিলিয়ে)।

অবশ্যই দেখো: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! অবশ্যই এই বিষয়গুলো দেখে নাও

Renewal-এর জন্য Document আপলোড করতে হবে?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কলারশিপের রিনিউয়াল আবেদনের জন্য বেশি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হয় না। যেহেতু সমস্ত তথ্য ইতিপূর্বেই নতুন আবেদনের সময় পোর্টালে আপলোড করে দেওয়া থাকে।

  1. শেষ পরীক্ষায় উত্তীর্ণ/আগের বছরের মার্কশীটের কপি। (উভয় পেজকে পিডিএফ ফরম্যাট হিসাবে আপলোড করতে হবে, উভয় সেমিস্টারের মার্কশীট)।
  2. পরবর্তী উচ্চতর শ্রেণীতে ভর্তির রসিদ/ফি প্রদানের রসিদ
  3. ইউটিলাইজেশন সার্টিফিকেট (Optional): এটি স্কলারশিপ যা আগের বছর পেয়েছিল তার প্রমাণ হিসাবে দিতে হয়। রেনুয়াল লগইন করে সেখান থেকে এটা পাওয়া যাবে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সই করে আপলোড করতে হবে
কোন ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য কোন ডকুমেন্টস রেনুয়াল আবেদনের জন্য লাগে না।

বিস্তারিত: SVMCM Renewal Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল কি কি ডকুমেন্টস লাগবে?

রিনিউয়াল আবেদন প্রক্রিয়া (SVMCM Renewal Application)

ছাত্র-ছাত্রীদের প্রথমে তাদের পূর্ববর্তী আবেদন নম্বর এবং পাসওয়ার্ড সহযোগে ছাত্রছাত্রীদের ড্যাশবোর্ডে লগইন করতে হবে (svmcm renewal Status)। সেখান থেকেই রিনিউয়াল আবেদনের সমস্ত কিছু ফর্ম ফিলাপ সম্পন্ন হবে। আবেদনের সরাসরি লিঙ্ক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Application Date)

ক্লাস/শ্রেণিশুরু তারিখশেষ তারিখ
স্কুলের ছাত্রছাত্রী (দ্বাদশ শ্রেণী)বর্তমানে চলছে
কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের রিনিউয়ালবর্তমানে চলছে
স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ Renewalএর অফিসিয়াল New ওয়েবসাইটsvmcm.wb.gov.in

দেখে নাও: SVMCM Portal: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে সমস্যা! ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতে বলল বিকাশ ভবন

আরও তথ্যের জন্য, আমাদের সাথে আপডেট থাকুন আর এই আপডেটটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপের নিয়ে কোন প্রশ্ন থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram