Joint Entrance Examination (Main), JEE (Main) 2024: প্রবেশিকা পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! প্রকাশিত হয়েছে IIT JEE মেইনসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। NTA প্রকাশ্যে এনেছে পরীক্ষার সময়সূচিও। অনলাইনেই আবেদন করা যাবে। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য প্রত্যেক বছরের মত এই বছরেও জাতীয় স্তরের প্রবেশিকা IIT JEE এর ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে। যে সকল প্রার্থীরা ২০২৪ এর জন্য JEE MAINS এর আবেদন করতে ইচ্ছুক, তারা অফিসিয়াল সাইটে গিয়ে আজই রেজিস্ট্রেশন শুরু করতে পারেন।
প্রসঙ্গত বলে রাখি, জাতীয় স্তরের JEE দুটি ধাপে শিক্ষার্থী নির্বাচন করে থাকে। প্রথম ধাপ হল JEE MAINSএতে সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরাই কেবল JEE ADVANCED এ বসতে পারবেন। আর এর র্যাঙ্কের উপর নির্ভর করছে কোন লেভেলের কলেজে আপনি পড়বেন।
JEE MAINS-এর রেজিস্ট্রেশন পদ্ধতি
প্রথমে প্রার্থীকে jeemain.ntaonline.in অফিসিয়াল সাইটে যেতে হবে। ওয়েবসাইটে হোম পৃষ্ঠায় থাকা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ক্লিক করুন।
এরপর JEE MAIN 2024 এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন এবং আবেদনপত্রটি সঠিকভাবে পূরন করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করুন ও পরীক্ষা বাবদ ফি পেমেন্ট করে সিস্টেম জেনেরেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করিয়ে রাখূন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সী JEE মেনের অফিসিয়াল সাইটের লিংক: https://jeemain.ntaonline.in/
অবশ্যই দেখুন: WBJEE 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামের তারিখ প্রকাশ করল বোর্ড! কারা যোগ্য? কবে পরীক্ষা জেনে নিন
উল্লেখযোগ্য তারিখ
JEE Mains-এর আবেদন প্রক্রিয়া ২রা নভেম্বর,২০২৩ থেকে শুরু হয়েছে এবং এটি ৩০শে নভেম্বর অবধি চলবে। JEE Mains-এর প্রথম সেশনের পরীক্ষা ২৪ শে জানুয়ারি ২০২৪ থেকে ১ লা ফেব্রুয়ারি ২০২৪ অবধি হবে। ফল প্রকাশিত হবে ১২ ই ফেব্রুয়ারি,২০২৪।
পরীক্ষার আবেদন ফি
- JEE MAINS এর পরীক্ষার আবেদন ফি বাবদ General, OBC ও EWS ক্যাটাগোরির পুরুষ পরীক্ষার্থীদের ১০০০ টাকা করে জমা দিতে হবে।
- অন্যদিকে মহিলা প্রার্থীদের আবেদন ফি ৮০০ টাকা।
- এছাড়া SC, ST ক্যাটাগোরির পরীক্ষার্থীদের ফি ৫০০ টাকা জমা করতে হবে।
পাঠক পাঠিকা ও ছাত্রছাত্রীদের কাছে একান্ত অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে একদম ভুলবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »