SVMCM Renewal Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল কি কি ডকুমেন্টস লাগবে? দেখে নাও

Swami Vivekananda Scholarship Renewal Application Documents Required

আগের বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলেন এবং এই বছরের শুরুতেই বা এই বছর চলাকালীন টাকা পেয়েছ, সবাই আবার তাদের বর্তমান ক্লাসের নম্বরের ভিত্তিতে রেনুয়াল আবেদনের জন্য যোগ্য হবে। স্কুলের দ্বাদশ শ্রেণী ছাত্র-ছাত্রী থেকে কলেজের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

   

বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন খুব তাড়াতাড়ি পুজোর ছুটির পরেই আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। তবে আবেদন কাগজপত্র গুলি আগে থেকে রেডি রাখতে হবে তা অবশ্যই জানা দরকার।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল এপ্লিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে? (Documents for SVMCM Renewal Application)

Swami Vivekananda Scholarship রিনিউয়াল এপ্লিকেশনের ক্ষেত্রে বেশি ডকুমেন্ট লাগবে না। যেহেতু আগে থেকেই সমস্ত তথ্য সাইটে আপলোড থাকে। তবে নতুন যে ডকুমেন্ট লাগবে দেখে নেওয়া যাক –

মার্কসিট (Marksheet): শুধুমাত্র নম্বরের প্রমাণের জন্য ৬০% নম্বর পেয়েছে কিনা তার জন্য মার্কসিট আপলোড করতে হবে (কলেজের ক্ষেত্রে ২ সেমিস্টারের মার্কশিট অরিজিনাল Both Side আপলোড করতে হবে।)

Fees Payment Receipt (বর্তমান ক্লাস/সেমিস্টারে ভর্তি বা টাকা পেমেন্টের রশিদ): স্কুল বা কলেজের টাকা পেমেন্টের রশিদ আপলোড করতে হবে, অর্থাৎ পড়াশোনা যে চালিয়ে যাচ্ছে তার প্রমাণ।

Utilization Certificate (স্কলারশিপ বরাদ্দ প্রমাণ)

ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ স্কলারশিপ এর টাকা বরাদ্দ সঠিক খাতে খরচ হয়েছে কিনা তার জন্য ইনস্টিটিউশন অর্থাৎ স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের তরফ থেকে একটা সার্টিফিকেট লাগবে।

তবে এটি সবার জন্য না, যে ক্ষেত্রে স্কলারশিপের এমাউন্ট অনেকটাই বেশি বিশেষ করে মেডিকেল, নার্সিং এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ৬০০০০ টাকা প্রমাণ হিসাবে

অনেকের এটি আপলোড করার অপশন আছে শুধুমাত্র তাদেরই করতে হবে। সার্টিফিকেটের ফরমেট পোর্টালে আবেদনের সময়ই জেনারেট হয়ে যাবে। সেখানে শুধু সিগনেচার করিয়ে আপলোড করতে হবে।

অবশ্যই দেখে নাও: SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে? জেনে নাও

ব্যাংক একাউন্ট তথ্য আপডেট করতে পারবে

রিনুয়াল অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা পোর্টালে তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের আগের সমস্ত ডকুমেন্ট দেখতে পারে। অনলাইন আবেদনের ক্ষেত্রে তারা চাইলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারে, কিন্তু তার জন্য আলাদা করে কিছু আপলোড করতে হবে না।

তথ্যলিংক
স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wb.gov.in
SVMCM 2024-25 স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য ও আপডেটClick Here ↗

তোমরা যারা রেনুয়াল আবেদন করবে আগে থেকেই ডকুমেন্টগুলো রেডি রেখো। আর হ্যাঁ, চিন্তার কোন কারণ নেই আবেদন শুরু হয়ে গেলেও চার মাস থেকে পাঁচ মাস পর্যন্ত এর আবেদন খোলা থাকবে। তাই সময় নিয়ে যখন তোমরা রেজাল্ট পাবে মার্কশিট পাবে, তারপরও আবেদন করতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram