PM Internship Scheme: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা, চাকরির সুযোগ! অনলাইনে আবেদন করুন

PM Internship Scheme Application Online Form Fill Up Official Website

PM Internship Scheme Application Online Full Details: উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল কেন্দ্র। দেশে চালু হল মোদী সরকারের নতুন প্রকল্প PM Internship Scheme। এই স্কিমের মাধ্যমে দেশের ১ লাখের বেশি বেকার যুবক-যুবতীদের বড় বড় সংস্থায় ইন্টার্নশিপের মাধ্যমে প্রতি মাসে মিলবে টাকা।আসুন আজকের প্রতিবেদন থেকে এই নতুন স্কিমটি সম্পর্কে জেনে নিন।

   

PM Internship Scheme: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প 2024-25

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩রা অক্টোবর পিএম ইন্টার্নশিপ নামক নতুন স্কিম লঞ্চ করেছেন। এই স্কিমের মাধ্যমে দেশের তরুনরা শীর্ষস্থানীয় সংস্থায় ইন্তানশিপ করে কাজ শিখতে পারবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১.২৫ লাখ প্রার্থী ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

আগামী ৫ বছরে ১ কোটির বেশি যুবককে দেশের ৫০০ টি বড় সংস্থায় ইন্টার্নশিপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য ৮০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের নামপিএম ইন্টার্নশিপ প্রকল্প
সুবিধা৬০০০ টাকা, সঙ্গে অন্যান্য সুবিধা
সময়কালএক বছর (1 Year)
রেজিস্ট্রেশন ও আবেদনসম্পূর্ণ অনলাইনে

কোন কোন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ মিলবে? ITC, Reliance, TATA, TCS, Infosys, Wipro, Mahindra, Maruti Suzuki, Hindustan Unilever, ICICI, HDFC সহ দেশের শীর্ষস্থানীয় সংস্থায় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে।

Eligibility Criteria: কারা আবেদন করতে পারবে?

  1. দশম বা দ্বাদশ শ্রেণী পাশ হলে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে অংশ নেওয়া যাবে।
  2. এছাড়া ITI পাস, পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডার, বিএ, বিকম, বিফার্ম ইত্যাদি ডিগ্রি থাকলে করা যাবে আবেদন।
  3. এই স্কিমে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ২৪ বছর হতে হবে।

তবে স্নাতকোত্তর, IIT, NIT, IIM, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, MBA, CS, CA, MBBS এবং BDS পাশ হলে আবেদন করা যাবে না।

মিস করবেন না » কেন্দ্র সরকার শিক্ষা ঋণ প্রকল্প, ছাত্র-ছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা! কবে চালু? কিভাবে সুবিধা দেখে নিন

স্টাইপেন্ড টাকার পরিমান ও অন্যান্য সুযোগ সুবিধা

ইন্টার্নশিপে যোগদানকারী প্রতিটি ইন্টার্নকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। যেখানে ৪,৫০০ টাকা সরকার দেবে এবং ৫০০ টাকা কোম্পানির CRS তহবিল থেকে দেওয়া হবে। ১২ মাস অর্থাৎ এক বছর ধরে এই প্রোগ্রাম চলবে। প্রোগ্রাম চলাকালীন প্রতি মাসে পাওয়া যাবে এই টাকা।

পাশাপাশি যোগদানের পরে তাদের এককালীন ৬,০০০ টাকা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে বীমা কভারেজ দেওয়া হবে

কীভাবে আবেদন করবেন? (PM Internship Online Application Process)

ইতিমধ্যে গত ১২ই অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৫শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

  • আগ্রহী ও যোগ্য প্রার্থীরা PM Internship Scheme এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। www.pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।
  • আবেদনটি সম্পূর্ণ বিনামূল্য করা যাবে। আগামী ২রা ডিসেম্বর থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হবে।
অনলাইনে আবেদন এবং রেজিস্ট্রেশন এর সরাসরি লিংক (Free)Apply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং গাইডলাইন ডাউনলোডDownload PDF

রাজ্য সরকারের প্রকল্প: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram