“আমি কন্যাশ্রী কন্যা, ভবিষ্যতের অনন্যা” কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে আমরা সকলেই অবগত। বর্তমানে এই প্রকল্পের সুবিধা স্কুল – কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে। উচ্চশিক্ষা বিভাগের এই নতুন কন্যাশ্রী-3 প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা পড়াশোনার সমস্ত খরচ পাবেন। সমস্ত তথ্য নিচে তা সবিস্তরে জানানো হল –
SVMCM K3: বিকাশ ভবনের স্বামী বিবেকানন্দ K3 স্কলারশিপ
কন্যাশ্রী প্রকল্পকে মোট দুটি ভাগে ভাগ করা হত – K1 ও K2। তবে বর্তমানে তা বিস্তারিত করে K3 অবধি আনা হয়েছে। K3 প্রকল্প কন্যাশ্রীর অধীনে এই নতুন প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের স্তরের ছাত্রীরা আবেদন করতে পারেন। এক্ষেত্রে ছাত্রীরা মাসিক সরকারি অনুদানের সুযোগ পাবেন।
কন্যাশ্রী K3 বৃত্তি প্রকল্পের বিস্তারিত ধারনা
বিষয় | তথ্য |
---|---|
বৃত্তির নাম | কন্যাশ্রী K3 প্রকল্প |
আয়োজক | পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা বিভাগ (বিকাশ ভবন) |
আবেদনকারীর যোগ্যতা | কেবল স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। |
বৃত্তির পরিমান | কলা বিভাগ (Arts) এ মাসিক ২০০০ টাকা ও বিজ্ঞান বিভাগ ( সায়েন্স ) প্রতি মাসে ২৫০০ টাকা |
প্রয়োজনীয় যোগ্যতা | গ্র্যাজুয়েশন স্তরে সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৪৫ % নম্বর রাখতে হবে। |
K3 Eligibility: বৃত্তির জন্য আবেদনকারীর যোগ্যতা
- ১) আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি হতে হবে ও পূর্বের গ্রাজুয়েশন কোর্সে নূন্যতম ৪৫ % নম্বর পেয়ে রাখতে হবে।
- ২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় কোন মাপকাঠি নেই অর্থাৎ সকলেই এই সুযোগ নিতে পারবে।
- ৩) আবেদনের জন্য বয়সের কোন উধ্বসীমা নেই।
পড়তে পারেন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আজই করুন
K3 Application Process: অনলাইনে আবেদন পদ্ধতি
সমস্ত আবেদন প্রক্রিয়াটা স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ উচ্চশিক্ষা দপ্তরের (Banglar Uchchashiksha) পোর্টালে অনলাইনেই হয়ে থাকে, তাই সেক্ষেত্রে যদি কোন ছাত্রী 53% এর বেশি গ্রাজুয়েশনে পেয়ে যায়, সে স্বামী বিবেকানন্দ তে আবেদন করতে পারে তার জন্য কন্যাশ্রী লাগবে না। কারণ দুটি টাকার পরিমাণ একই।
অপরদিকে যেসব ছাত্রীর নম্বর তুলনামূলক কম কিন্তু ৪৫ শতাংশ বেশি তারা এই কন্যাশ্রী তিন প্রকল্পের সুবিধা নিতে পারে –
১) প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল পোর্টাল https://svmcm.wb.gov.in (সরাসরি লিংক নিচে দেওয়া থাকবে) প্রবেশ করতে হবে।
২) এরপর পাবলিক ইন্সট্রাকশন (ডিপিআই) ট্যাবের অধীনে ‘কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন (K3)’-এ রেজিস্ট্রেশন করতে হবে।
৩) প্রার্থীর কন্যাশ্রী আইডি, নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম নির্বাচন করুন ও K2 ভেরিফিকেশন সম্পন্ন করুন। K2 ID যদি না থাকে তাহলেও কোন সমস্যা নেই, তবে থাকলে অবশ্যই দিতে হবে।
৪) আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারেন ও সফল ভাবে রেজিস্টার করে অন্য নতুন একটি আইডি নিতে পারেন।
কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে (Documents Required)
আবেদনকারীর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে “এডিট অ্যাপ্লিকেশান” অপশনে গিয়ে আপনার তথ্য আপডেট করুন এবং স্ক্যান করা ফটোগ্রাফ এবং স্বাক্ষর আপলোড করুন।
- আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণও আপডেট করতে পারেন।
- গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করুন – শেষ পরীক্ষায় পাস করা মার্কশিট (স্নাতক বা গ্র্যাজুয়েশন রেজাল্ট), স্থানীয় পরিচয়ের শংসাপত্র (আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি)
অবশেষে রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ আবেদনটিতে চোখ বুলিয়ে নিন ও ফাইনাল সাবমিট করুন।
অবশ্যই দেখুন: Balika Samriddhi Yojana: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Important date & Link)
কন্যাশ্রী SVMCM k3 প্রকল্পে আবেদন শুরু হয়েছে | 20 নভেম্বর, 2024 |
আবেদনের শেষ তারিখ | এখনো ঘোষণা হয়নি ৪-৫ মাস চলবে । |
আবেদনের সরাসরি Link অফিসিয়াল ওয়েবসাইট | SVMCM K3 |
প্রতিবেদনটি আপনার বন্ধু বান্ধবী এবং অবশ্যই নিজের পরিচিত বোন এবং দিদিদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে তারাও রাজ্য সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »