আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে Indian Air Force – এ যোগদান করার। কিন্তু কিভাবে জয়েন করবে ইত্যাদী বিষয়গুলো সকলের জানা না থাকায় অনেক ক্ষেত্রেই ইচ্ছুক প্রার্থীদের পিছিয়ে পড়তে দেখা যায়।
আজকে তোমাদের কথা মাথায় রেখে কিভাবে Indian Air Force অর্থাৎ ভারতীয় বায়ু সেনাতে তোমরা যোগদান করতে পারবে, কেরিয়ার সহ কোন কোন পোষ্ট রয়েছে ইত্যাদি সমস্ত বিষয় বলে বিস্তারিতভাবে জানাবো। তাই তথ্যসমৃদ্ধ এই প্রতিবেদনটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত অবশ্যই পড়বে।
Indian Air Force এ কিভাবে জয়েন করবে?
তোমাদের সুবিধার্থে প্রথমেই জানিয়ে রাখি তোমরা সর্বমোট 04 ভাবে ভারতীয় বায়ুসেনা বা Indian Air Force – এ যোগদান করতে পারো –
NDA Exam (ডিফেন্স একাডেমি পরীক্ষা)
তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে উচ্চমাধ্যমিকের পর NDA (National Defence Academy) Exam হয়ে থাকে। তোমরাই পরীক্ষার মাধ্যমে ভারতীয় বায়ু সেনা সরাসরি Officer – হওয়ার সুযোগ পাবে।
CDS Exam (UPSC কমন ডিফেন্স সার্ভিস)
CDS বা Combined Defence Services examination – এ তোমরা Graduation – এর পর appear হওয়ার সুযোগ পাবে। এই পরীক্ষার মাধ্যমেও তোমরা ভারতীয় বায়ুসেনাতে অফিসার হওয়ার সুযোগ পাবে। UPSC– প্রত্যেক বছর এই পরীক্ষা নিয়ে থাকে।
AFCAT (Air Force Common Admission Test)
ভারতীয় বায়ুসেনা (IAF) কর্তৃক আয়োজিত AFCAT – এর মাধ্যমে Flying এবং Ground Duties (Technical and Non-Technical) – এর জন্য Class-I Gazetted Officers – নিয়োগ করা হয়ে থাকে। প্রসঙ্গত, এই পরীক্ষাটি বছরে 02– বার হয়ে থাকে। তোমরা এই পরীক্ষাটির মাধ্যমেও সরাসরি ভারতীয় বায়ুসেনাতে যোগদান করতে পারবে।
Indian Air Force Group X and Y
উচ্চমাধ্যমিকের পরবর্তীতে ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার X এবং Y Group – এ যোগদান করতে পারে। প্রসঙ্গত, তোমাদের জানিয়ে রাখি এই গ্রুপে নিয়োগের পরীক্ষা বছরে 02 বার হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা বায়ু সেনাতে সরাসরি যোগদান করতে পারবে।
NCC Special Scheme Entry
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি উপরিউক্ত তিনটি পরীক্ষা ছাড়াও Graduation – এর পরবর্তীতে NCC Special Scheme Entry – এর মাধ্যমে তোমরা Indian Air Force – এ যোগদান করতে পারবে।
বিস্তারিত দেখে নাও: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য দেখে নাও
Indian Air Force Eligiblity: নিয়োগের ক্ষেত্রে Branch অনুযায়ী কি কি যোগ্যতা লাগে ?
তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে Indian Air Force – এ প্রধান 03 টি Branch রয়েছে (Flying Branch, Technical Branch, Ground Duty Branches); যেগুলিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয় –
Flying Branch (ফ্লাইং শাখা)
Flying Branch – এ নিযুক্ত হতে গেলে প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে অবশ্যই Math এবং Physics থাকতে হবে। পাশাপাশি Graduation – এ ন্যূনতম 60% নম্বর থাকা আবশ্যক। এখানে Fighters, Helicopters – প্রভৃতি শাখায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
Technical Branch (টেকনিক্যাল শাখা)
ভারতীয় বায়ুসেনার Technical Branch – এ নিযুক্ত হতে গেলে নূন্যতম 60% নম্বর সহ Engineering – এর Degree থাকা আবশ্যক। এখানে Mechanical, Electronics – প্রভৃতি শাখায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
Ground Duty Branches (গ্রাউন্ড ডিউটি)
Ground Duty Branches – এ নিযুক্ত হতে গেলে প্রার্থীদের ন্যূনতম 60% নম্বর সহ প্রয়োজনীয় ডিগ্রী এবং অন্যান্য যোগ্যতাগুলি থাকতে হবে। এই শাখায় Administration, Accounts– প্রভৃতি শাখায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হয়ে থাকে।
অবশ্যই দেখবে: IAS Officer Eligibility, Exam Details: IAS হতে চান? শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত জেনে নিন
Exam Pattern & Procedure: পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস
বায়ুসেনা বিভিন্ন পদের নিয়োগের পরীক্ষা যেহেতু ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটি পরীক্ষার আলাদা আলাদা প্যাটার্ন এবং আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিজস্ব পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশগুলি থেকে দেখে নিতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
ভারতীয় বায়ুসেনা যোগদান এর অফিশিয়াল ক্যারিয়ার পেজ | IAF Career |
AFCAT পরীক্ষার সমস্ত তথ্য | Click Here |
Indian Air Force – নিয়ে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »