পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য টেস্ট পরীক্ষার (Final Test Exam) গুরুত্বপূর্ণ আপডেট দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE Board)। ২৮ শে অক্টোবর সেটা নিয়েই বিস্তারিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে – জানাবো আজকের প্রতিবেদনে।
উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষার সময় এবং রুটিন নিয়ে বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ শে নভেম্বর এর মধ্যেই, যেন স্কুলের টেস্ট পরীক্ষা সম্পন্ন করে নেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা পরবর্তী ক্ষেত্রে ফাইনাল বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পেতে পারে।
তবে সেক্ষেত্রে স্কুলের পরিকাঠামো হিসাবে রুটিন এবং পরীক্ষা সুচি প্রত্যেক স্কুল নিজেরাই ঠিক করবে। অনেক হাইস্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একই সঙ্গে দুটি বড় ক্লাস থাকে, কাজে সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় – কারণ দুটি ক্লাসেরই বোর্ডের ফাইনাল পরীক্ষা এবং তার টেস্ট পরীক্ষা রয়েছে।
মিস করবে না: HS Exam Routine 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 দিল সংসদ! অফিশিয়াল pdf
টেস্ট পরীক্ষার পরেই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট জমা
উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষার পরেই স্কুলে তাদের প্রাকটিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট এর কাজ জমা নেওয়ার সময়সূচীও দেওয়া হয়েছে। যেটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হবে।
WBCHSE HS Test Exam Update 2024: সংসদের বিজ্ঞপ্তি
Notification Regarding Test Examination for the examinees of H.S. Examination 2025
Date: 28-Oct-2024
Attention: All the Head of the Institutions. students and Guardians
This is for information to all the stakeholders that the Test Examination for the examinees of H.S. Examination 2025 should preferably be completed within 30th November, 2024.
The schedule of the Test Examination should be prepared by the concerned institutions.
নোটিসের পিডিএফ ডাউনলোড করে দেখুন | Download PDF |
উচ্চমাধ্যমিকের পরীক্ষার সাজেশন | Visit Here ↗ |
ফাইনাল বোর্ড পরীক্ষার আগে প্রাক প্রস্তুতিতে স্কুলের এই টেস্ট পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ! সম্পূর্ণ সিলেবাসের উপর প্রস্তুতিকে প্রাথমিকভাবে যাচাই করতে পারে এবং তার ওপরই ভুল ত্রুটি গুলোকে শুধরে নেওয়ার সুযোগ থাকে। কাজে ছাত্রছাত্রীরা তাদের প্রস্তুতি আরো ভালো করে মন দিয়ে তাদের স্কুলের টেস্ট পরীক্ষা দাও।
আরও আপডেট »