WBBSE: নবম শ্রেণি মাধ্যমিক রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ও সংশোধন অনলাইনে! মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি জারি

WBBSE Class 9 Madhyamik Registration Verification Online Notice Date 2024

ছাত্রছাত্রীদের স্কুল জীবনের সবথেকে বড় মাধ্যমিক পরীক্ষার জন্য, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এর গুরুত্ব যথেষ্ট। বিশেষ করে মাধ্যমিকের এডমিট এবং রেজাল্টের ওপর একাডেমিক অনেক কিছু নির্ভর করে, সেটা নামের বানান থেকে শুরু করে নম্বর পর্যন্ত।

   

সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই ও সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করেন।

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধন হবে অনলাইনে! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ নোটিশ

কোন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশনে যাতে কোন ভুল তথ্য না আসে তার জন্য অনলাইনে চেকের পাশাপাশি ভেরিফিকেশন এবং যদি কোন ক্ষেত্রে ভুল ডেটা এন্ট্রি হয়ে থাকে তার সংশোধনের সংশোধনের ব্যবস্থা থাকে।

সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এই যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকে, তবে তা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বিদ্যালয়গুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি সম্পন্ন করার জন্য পর্ষদ থেকে বিশেষভাবে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু

বিষয়বিস্তারিত
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৬ই নভেম্বর, ২০২৪
রেজিস্ট্রেশন যাচাইয়ের সময়সীমা১১ই নভেম্বর, ২০২৪ সকাল ১১টা থেকে ২০শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬টা পর্যন্ত
প্রযোজ্য শ্রেণিনবম শ্রেণি
প্রক্রিয়াwww.wbbsedata.com ওয়েবসাইটে অনলাইনে যাচাই ও সংশোধন

অবশ্যই দেখুন: November School College Holiday: নভেম্বর মাসে অনেক ছুটি! টেস্ট পরীক্ষাতে বন্ধ স্কুল?

রেজিস্ট্রেশন তথ্য যাচাই নির্দেশিকা ও ডাউনলোড

যাচাই ও সংশোধনের প্রক্রিয়ার সময়— এই প্রক্রিয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক নবম শ্রেণির ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন তথ্য যেমন নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, ছবি, স্বাক্ষর ইত্যাদি যাচাই করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করবেন।

তথ্য ডাউনলোড ও সংরক্ষণ— সংশোধিত রেজিস্ট্রেশন তথ্য ডাউনলোড করে স্কুলে সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের পরবর্তী সময়ে কোনো সংশোধন করা যাবে না, তাই তথ্য সঠিকভাবে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ লিংক
Verification, Correction and Editing, of Registration of students of Class IX (2024)
বিজ্ঞপ্তি সংখ্যা: DS(C)/129/24
Download PDF
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইটwbbse.wb.gov.in

জেনে নিন: Right to Information: RTI কি? কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক খাতা দেখবে? কত খরচ? সবকিছু দেখুন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram