উচ্চমাধ্যমিকে যে সকল ছাত্রছাত্রীরা বসবে বা যারা বসতে চলেছ তাদের জন্য নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ সাজেশন। আজকের এই প্রতিবেদনে আমরা উচ্চমাধ্যমিকের ইভিএস (এনভাইরনমেন্টাল স্টাডি) WBCHSE Environmental Studies অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশনের বিষয় আলোচনা করব।
Hs Environmental Studies Suggestion 2025 | |
---|---|
বিষয় | পরিবেশ বিদ্যা |
পরীক্ষার তারিখ | ৮ই মার্চ, ২০২৫ (শনিবার) |
পিডিএফ ফাইল | নীচে দেওয়া হয়েছে |
HS Environmental Studies Suggestion 2025: WBCHSE EVS Suggestion
কোন কোন বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ? কোন টপিকগুলি অবশ্যই কভার করবে? তা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি কোন অংশে মিস না করে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বে।
জীববৈচিত্র্য
- জীববৈচিত্র বিনাশের কারণগুলি আলোচনা কর। জীববৈচিত্রের মূল্য বলতে কী বোঝো।
- জীববৈচিত্র কাকে বলে? বাস্তুতন্ত্র সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা গুলি আলোচনা করো।
- পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ গুরুত্ব গুলি আলোচনা কর।
- জীববৈচিত্রের উপরে অপরিকল্পিত উন্নয়ন ও আগন্তুক প্রকৃতির প্রভাব আলোচনা কর।
- বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা গুলি/পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা কর।
- অস্থানিক সংরক্ষণ বলতে কী বোঝো? জীববৈচিত্রের ধরন বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র সম্পর্কে আলোচনা কর।
উল্লেখযোগ্য নোট –
- Green Data Book
- গার্হস্থ জীববৈচিত্র আলফা বৈচিত্র ধারণ ক্ষমতা বলতে কি বোঝো?
- বিপন্ন প্রজাপতি কি হটস্পট বলতে কী বোঝো? উদাহরণ লেখ
- ইন সিটু সংরক্ষণ কি?
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ?
- গ্রিন ট্রাইবুনাল কি?
- বিরল প্রজাতি কি?
- Gene Bank/Seed Bank
- ক্রায়ো সংরক্ষণ কি?
- এন্ডেমিক /বহিরাগত প্রজাতি বলতে কী বোঝো?
- প্রজাতি সাম্যতা কি?
- Green Data Book অভয়ারণ্য কি?
- বায়োস্ফিয়ার রিজার্ভ কি?
পরিবেশ ব্যবস্থাপনা
- পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনা সংক্ষেপে আলোচনা কর।
- কার্বন ব্যবসা (Carbon Tax)কী? পরিবেশ সুরক্ষা আইনের উপরে টীকা লেখ।
- পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বুঝ? পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের ভূমিকা আলোচনা কর।
- পরিবেশ ব্যবস্থাপনার দিক গুলি/উপাদানগুলি সম্পর্কে লেখ। এর কৌশলগত পদক্ষেপ গুলি আলোচনা করো। Or
- পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ গুলি লেখ। সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন?
উল্লেখযোগ্য নোট –
- এজেন্ডা 21 কি?
- স্ক্রাবার কি?
- কম্পোস্ট/ভার্মি কম্পোস্ট কি?
- বিপদজনক বর্জ কাকে বলে?
- ল্যান্ডফিল কি?
- জলভূমি টীকা লেখ।
- বর্জ্য ব্যবস্থাপনার টীকা লেখ?
সুস্থায়ী উন্নয়ন
- সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? জীবন যাত্রার মানোন্নয়নে সুস্থায়ী উন্নয়নের ভূমিকা লেখ।
- স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা গুলি লেখ।
- সুস্থায়ী উন্নয়নে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখ।
- জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব উদাহরণসহ আলোচনা কর।
- 4R বলতে কী বোঝো? বর্তমান এবং ভবিষ্যৎ জীবন যাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকার পরিবেশ শ্রেণীতে সমস্যা এবং তার সমাধানের উপায় গুলি বর্ণনা করো।
- সৌর মূলধন কি?
- সুস্থায়ী ভোগ কি?
- পার্থিব মূলধন কি?
- জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে? উদাহরণ লেখো,
- নীল বিপ্লব কি? জল সভ্যতা বলতে কি বোঝো?
সুস্থায়ী কৃষি
- সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব আলোচনা কর।
- শর্স্যাবর্তন কাকে বলে?পরিবেশের উপর কৃষির রাসায়নিক প্রভাব গুলি আলোচনা করো।
- শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ বলতে কি বোঝো?
- ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা কর।
- মাইকোরাইজা কি?
- ভার্মি কম্পোস্ট কি?সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গুলি আলোচনা করো।
- মিশ্র শস্য বলতে কী বোঝ?Or
- সুস্থায়ী কৃষির উপাদান গুলি আলোচনা করো।
- সবুজ সার বলতে কী বোঝো?
- সুস্থায়ী কৃষি পদ্ধতির কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর।
- বাজার বাগান কৃষি বলতে কি বোঝো?
উল্লেখযোগ্য নোট –
- নিবিড় মিশ্র চাষ কি?
- ল্যাটেরাইট মাটি কি?
- হিউমাস কি?
- মিশ্র সার কি?
- বায়োসাইড কি?
- মেজর পেস্ট কাকে বলে?
- ফিউমিগ্যান্ট কি? উদাহরণ লেখ।
- পেস্টিসাইড/হার্বিসাইড কি?
- অ্যাগ্রো ফরেস্ট্রি কি? ঝুম চাষ কি?
- স্থানান্তর কৃষি কি?
- লেগ হিমোগ্লোবিন কি?
- ক্রায়ো প্রোটিন কি?
- বায়োফার্টিলাইজার কাকে বলে?
- ইন্টারক্রপিং কি?
- Bt Toxin কি?
- IPM কী?
- DDT কী?
পুরো নাম লেখ –
NAEB, NCEP, SPM, RSPM, WCED, JFM, WWF, BOD, COD, CDM, ICAR, EMP, EPA, PAN, PPM, CITES, SPCB, ETL, UNESCO, VAM
HS Environmental Studies Suggestion PDF Download: উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা সাজেশন pdf ডাউনলোড
আজকে তোমাদের সঙ্গে পরিবেশ বিজ্ঞানের সাজেশন শেয়ার করা হলো। । অন্যান্য বিষয়গুলো ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে কিছু বাকি রয়েছে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে।
উচ্চমাধ্যমিক ২০২৫ ভূগোল অধ্যায় ভিত্তিক সমস্ত সাজেশন পিডিএফ ডাউনলোড | 390 KB |
PDF Download ↓ | ✅ |
উচ্চমাধ্যমিক Arts এর অন্যান্য বিষয় নোটস এবং সাজেশন জন্য আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
অন্যান্য আরো কিছু বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন:
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »