পড়ুয়াদের অ্যাকাউন্টে আবারো ট্যাবের টাকা দিতে পারে সরকার! তরুণের স্বপ্ন প্রকল্পে বড় আপডেট

Anjan Mahata

Published on:

Taruner Swapna Tab er Taka Re Disburse Big Update Govt of Westbengal

পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায়, রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়। এই অর্থ প্রত্যেক শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়। তবে সাম্প্রতিক ঘটনায় অভিযোগ উঠেছে যে, কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্টে এই টাকা জমা না হয়ে অন্য কারও অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

   

সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আবারো ছাত্রছাত্রীদের সেই ট্যাব এর টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। তুলে ধরব আজকের প্রতিবেদনে

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে সমস্যা, আবারও হবে বরাদ্দ

রাজ্যের তরুণ শিক্ষার্থীদের পড়াশোনায় প্রযুক্তির সহায়তা দিতে ট্যাব কেনার জন্য অর্থ প্রদান করা হচ্ছে। স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শিক্ষা দপ্তরে পাঠানো হয় এবং সেখান থেকে অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে, শিক্ষার্থীদের টাকা অন্য অ্যাকাউন্টে জমা হচ্ছে, যা প্রকল্পের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ঘটনার প্রসার

পূর্ব বর্ধমানের ২৮ জন শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেছে যে, তাদের বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। শিক্ষা দপ্তর ও সাইবার থানা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনাগুলির ফলে লক্ষ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবশ্যই দেখুন: সরকারি শিক্ষা পোর্টাল হ্যাক! উধাও পড়ুয়াদের ট্যাবের ৭ লক্ষ টাকা, বিস্তারিত দেখুন

এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যেসব শিক্ষার্থীর অ্যাকাউন্টে বরাদ্দ টাকা পৌঁছায়নি, তাদের পুনরায় অর্থ প্রদান করা হবে। সেই অনুযায়ী, সংশ্লিষ্ট DI অফিসের মাধ্যমে স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও শিক্ষার্থী ট্যাবের টাকা না পেয়ে থাকে, তা দ্রুত জানাতে বলা হয়েছে এবং অন্য কারও অ্যাকাউন্টে টাকা গেলে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানশিক্ষকদের প্রতিক্রিয়া ও অসন্তোষ

তবে এই ঘটনায়, কিছু প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে FIR দায়ের করা হয়েছে, যার ফলে প্রধানশিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রধানশিক্ষকরা বলছেন, সরকারের উচিত শিক্ষার্থীদের সরাসরি উপকরণ প্রদান করা। যদি সরকার প্রধানশিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা FIR প্রত্যাহার না করে, তাহলে তারা শিক্ষা বহির্ভূত কাজ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।

তরুণের স্বপ্ন প্রকল্পের সমস্ত তথ্য ও লেটেস্ট আপডেটClick Here

বড় ঘোষণা: ভোকেশনাল ছাত্রছাত্রীদেরও দেওয়া হবে ট্যাবের টাকা? কবে পাবে দেখে নাও, নোটিশ দিল শিক্ষা দপ্তর

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram