UGC NET Online Application Started, December 2024: পরীক্ষার ডিসেম্বর পর্বের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ইউজিসি গত মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই অনাইনে আবেদন গ্রহন করা হচ্ছে। আগ্রহী পড়ুয়ারা আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
প্রতি বছর দুটি করে UGC NET পরীক্ষার আয়োজন করা হয়। জুন ও ডিসেম্বর মাসে এই পরীক্ষা দুটি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। চলতি বছরে জুন মাসে পরীক্ষা আয়োজিত হলেও, প্রশ্ন ফাঁস সহ একাধিক বিতর্কে জড়িয়ে পরীক্ষা নতুন করে নেওয়া হয়। যে কারনে ডিসেম্বর পর্বের পরীক্ষার দিনক্ষণও পিছিয়ে গিয়েছে।
UGC NET পরীক্ষা কবে শুরু হচ্ছে?
ডিসেম্বর পর্বের নেট পরীক্ষা ২০২৫ সালের জানুয়ারিতে নেওয়া হবে। নতুন বছরের ১লা জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। মোট ৮৫টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট বা CBT-এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। কার কবে কোথায় পরীক্ষা পড়বে, তা অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। যদিও অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এ বিষয়ে অফিসিয়াল ভাবে এখনো কিছু জানায়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
মিস করবেন না! SSC GD Exam Date 2024-25: জিডি কনস্টেবল পরীক্ষার তারিখ ঘোষণা! ফেব্রুয়ারিতে পরীক্ষা, দেখে নিন
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আসন্ন UGC NET December 2024-এ রেজিস্টার নিম্নে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন
- অনলাইনে রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in এ যান এবং Registration লিঙ্কে ক্লিক করুন। আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ দিন। একবার রেজিস্টার হলে, আপনি ভবিষ্যতে লগইন করার জন্য একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবেন।
- আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য লেখা এবং পরীক্ষার কেন্দ্র বেছে নেওয়ার মতো বিশদ বিবরণ প্রদান করে আবেদনপত্রটি পূরণ করুন।
- এরপর আপনার সাম্প্রতিক পাসপোর্ট-আকারের ছবি এবং স্বাক্ষর সহ প্রয়োজনীয় স্ক্যান করা নথিগুলি আপলোড করুন।
- পরবর্তী স্টেপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI এর মতো উপলব্ধ অনলাইন পেমেন্ট মোডগুলির মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।
- পেমেন্ট হয়ে গেলে আবেদনপত্রের একটি প্রিন্টআউট ডাউনলোড করুন, এটি ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রয়োজনীয়।
আবেদন ফি কত টাকা লাগবে?
NET পরীক্ষায় আবেদন করতে গেলে প্রত্যেক আবেদনকারীকেই আবেদন ফি জমা করতে হয়। তবে ক্যাটাগরি অনুযায়ীয় আবেদন ফি কম বেশি হয়ে থাকে।
ক্যাটাগরি | আবেদন ফি |
---|---|
জেনারেল | ১,১৫০ টাকা |
OBC | ৬০০ টাকা |
SC/ST | ৩২৫ টাকা |
উল্লেখ্য, আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সময় পাবেন। ১১ই ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আবেদনে কোনো ভুল থাকলে ১২ই ডিসেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন।
অবশ্যই পড়ুন » Graduation PhD: কলেজ পাশ করেই সরাসরি হওয়া যাবে প্রফেসরও! UGC নতুন ঘোষণা
UGC NET এর অফিসিয়াল ওয়েবসাইট | ugcnet.nta.nic.in |
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন | Download Pdf |
পরীক্ষার সিলেবাস ডাউনলোড করুন | Download Pdf |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »