Banking Job Eligibility, Exam: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

Banking Jobs Eligibility Education Skills and Exams

ভারতের মতো উন্নয়নশীল দেশে ব্যাংকিং সেক্টর একটি নিরাপদ ও সম্মানজনক চাকরির ক্ষেত্র হিসেবে পরিচিত। গোটা দেশে প্রতিবছর হাজার হাজার ছাত্র-ছাত্রী ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নেন কারণ:

  • স্থায়ী সরকারি চাকরি
  • মাসিক ভালো বেতন
  • পেনশন সুবিধা
  • চাকরির নিরাপত্তা
  • প্রোমোশনের সুযোগ

স্বাগতম তোমাদের আজকের প্রতিবেদনে। অনেকের ইচ্ছা থাকে Banking Sector – এ চাকরি করার। কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেক সময় তারা লক্ষ্যভ্রষ্ট হয়। তাই তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই বিশেষ প্রতিবেদন। Banking Sector – এ কোন কোন চাকরি রয়েছে, কি কি যোগ্যতা লাগবে ইত্যাদি সমস্ত তথ্য তোমরা জানতে পারবে।

Bank Job Eligibility: ব্যাংকে চাকরির পড়াশোনা, যোগ্যতা ও দক্ষতা

সবার প্রথমেই একটা ভুল ধারণা সঠিক করে জানিয়ে দিই, কমার্স হিসাব পড়াশোনা করলে যে শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে যাওয়া যায় সেটা না, সায়েন্স/আর্টস সকলেই যেতে পারে। যেকোনো বিষয়ে নূন্যতম গ্রাজুয়েট (Graduate) থাকতে হবে।

প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা যোগ্যতা, বয়সসীমা ও সিলেবাস নির্ধারিত থাকে। তবে সাধারণভাবে নিচের বিষয়গুলোতে দক্ষ থাকতে হবে:

  • English Language (ইংরেজি ভাষা), সঙ্গে স্থানীয় ভাষা বাংলা
  • Reasoning Ability (যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা)
  • Quantitative Aptitude (গণিত ও পরিমাপ দক্ষতা)
  • General Awareness (সাধারণ জ্ঞান)
  • Computer Knowledge (কম্পিউটার জ্ঞান)

Banking Sector – এ ভিন্ন ভিন্ন পদের চাকরির জন্য যেহেতু ভিন্ন ভিন্ন Exam – দিতে হয়, তাই প্রতিটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ গুলি দেখতে পারো।

Bank Job Profile: ব্যাংকে অফিসার, ক্লার্ক – স্যালারি, কাজের ধরন

ব্যাংকে সাধারণ পপুলার ভাবে ক্লার্ক বা কাস্টমার সাপোর্ট এবং অফিসার হিসাবে নিয়োগ হয়ে থাকে। তার পাশাপাশি বিশেষ ডিপার্টমেন্ট সেলস, মার্কেটিং এই সম্পর্কীয় থাকে, যদিও সেটা কর্পোরেট হিসাবে। আমরা সরাসরি ব্যাংকিং সেক্টরের কাজ টাকা পয়সার লেনদেন এই সম্পর্কিত কথা বলব –

পদের নাম সংস্থা (Recruiting Body)যোগ্যতা (Qualification)বেতন (Starting Salary)কাজের ধরণ
(Job Profile)
ক্লার্ক (Clerk / Junior Associate)SBI, IBPS (Public Sector Banks),
Private Banks
যেকোনো বিষয়ে স্নাতক (Graduate)₹২৮,০০০ – ₹৩০,০০০টাকা লেনদেন, গ্রাহক পরিষেবা, তথ্য এন্ট্রি
প্রবেশনারি অফিসার (Probationary Officer – PO)SBI, IBPSস্নাতক (Graduate)₹৫২,০০০ – ₹৫৫,০০০ম্যানেজমেন্ট, লোন প্রসেসিং, কাস্টমার যাচাই
RBI অ্যাসিস্ট্যান্ট (Assistant)RBI (Reserve Bank of India)স্নাতক (Graduate)₹৩২,০০০ – ₹৩৫,০০০প্রশাসনিক সহায়তা, নথিপত্র পরিচালনা
RBI গ্রেড B অফিসার (Grade B Officer)RBIন্যূনতম ৬০% সহ স্নাতক (60% in Graduation)₹৮৪,০০০ – ₹৯০,০০০অর্থনৈতিক বিশ্লেষণ, নীতিনির্ধারণ
স্পেশালিস্ট অফিসার (Specialist Officer – SO)IBPS, SBIসংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি (যেমন IT, HR, Law, Finance, Engineer)₹৪৫,০০০ – ₹৫৫,০০০টেকনিক্যাল/প্রফেশনাল কাজ

Clerk পদে নিয়োগ সাধারণত গ্রাহক পরিষেবা, টাকা লেনদেন, পাসবই আপডেট ইত্যাদি কাজে হয়। কাজ তুলনামূলকভাবে সহজ হলেও এর মাধ্যমে প্রোমোশনের মাধ্যমে অফিসার হওয়া যায়।

PO বা Probationary Officer হল ব্যাংকের মূল কর্মকর্তা। তাদের কাজ হলো বিভিন্ন শাখার ম্যানেজমেন্ট, ঋণ মঞ্জুরি, কাস্টমার ভেরিফিকেশন ইত্যাদি।

RBI Grade B Officer পদ হলো ভারতের অন্যতম সম্মানজনক ও হাই-পেইং সরকারি চাকরির একটি। এখানে বিভিন্ন মনিটরিং, নীতি প্রণয়ন ও আর্থিক বিশ্লেষণের কাজ করা হয়।

SO (Specialist Officer) এই পদে Banking এর পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে (আইটি, মানবসম্পদ, আইন) দক্ষতা দরকার হয়।

অবশ্যই দেখবে: UPSC-তে কি কি সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে? বিস্তারিত তালিকা সহ তথ্য

Banking Jobs Exam List: কোন পদের জন্য কি কি পরীক্ষা হয়?

সরকারি এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রত্যেক বছর নিয়োগ হয়ে থাকে, অপরদিকে প্রাইভেট ব্যাংকগুলোতে বিভিন্ন রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি বের করে ইন্টারভিউ এর মাধ্যমে জয়েন করানো হয়।

IBPS Clerk Exam

IBPS বা The Institute of Banking Personnel Selection এই পরীক্ষাটি নিয়ে থাকে। পরীক্ষাটি PreliminaryMains এই দুটি ধাপে হয়ে থাকে। পরীক্ষাটির মাধ্যমে দেশজুড়ে Nationalized ব্যাংকগুলোতে ক্লার্ক নিয়োগ করা হয়ে থাকে।

IBPS PO

The Institute of Banking Personnel Selection ভারতের Public Sector ব্যাংকগুলিতে Probationary Officers নিয়োগ করে থাকে।

SBI Clerk Exam

ভারতের অন্যতম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল State Bank Of India যাকে সংক্ষেপে SBI বলা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে State Bank Of India দেশজুড়ে তাদের বিভিন্ন শাখায় Junior Associates নিয়োগ করে থাকে।

SBI PO

এটি State Bank Of India – এর Probationary Officers নিয়োগের পরীক্ষা। এর মাধ্যমে SBI দেশজুড়ে তাদের বিভিন্ন শাখা গুলিতে Probationary Officers নিয়োগ করে থাকে।

RBI Grade B Exam

ভারতের কেন্দ্রীয় ব্যাংক হল Reserve Bank Of India যাকে সংক্ষেপে RBI বলা হয়ে থাকে। এটি অফিসার নিয়োগের পরীক্ষা। RBI – Grade B Officer হওয়াটা ভারতে অনেক চাকরিপ্রার্থীদের স্বপ্ন। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্নাতক হতে হবে।

ব্যাংকিং রিক্রুটমেন্ট IBPS ওয়েবসাইটwww.ibps.in
SBI PO এবং অফিসারProbationary Officers

মিস করবে না: WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য

আজকের এই প্রতিবেদনে Banking Sector – সমস্তটাই তোমাদের জানালাম। সবার আগে এমনই তথ্যমূলক নানা পোস্ট পাওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো। তাই একবার সব তথ্য জেনে সঠিক পরিকল্পনা করে প্রস্তুতি শুরু করো

Join Group

Telegram