SVMCM Monthly Income Certificate Valid or Not? মান্থলি ইনকাম সার্টিফিকেট ও প্রশ্নের উত্তর? আপডেট দেখে নাও

Swami Vivekananda Scholarship Income Certificate Monthly or Annually

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট বা পরিবারের বার্ষিক আয় প্রমাণপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীরা অনেকটাই প্রশ্নের মধ্যে রয়েছে যে বার্ষিক ইনকাম সার্টিফিকেট নাকি মান্থলি ইনকাম সার্টিফিকেট কোনটি দিলে তাদের স্কলারশিপে কোন সমস্যা হবে না!

   

নতুন পোর্টালে আবেদন শুরুর সঙ্গে সঙ্গে, অনেক ছাত্রছাত্রীরাই মান্থলি ইনকাম সার্টিফিকেট দিয়ে আবেদন করে ফেলেছে? তার মানে কি তাদের আবেদন বাতিল হবে বা কোন সমস্যা হবে? বিস্তারিত পড়ুন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপডেট (Swami Vivekananda Scholarship Income Certificate Monthly or Annually)

এক কথায় যদি উত্তর বলতে হয় কোন সমস্যা হওয়ার কথা না, তার কারণ অনেক ছাত্র-ছাত্রী ইনকাম সার্টিফিকেট দিয়ে ইতিমধ্যে আবেদন করে ফেলেছে তো একজনের বাতিল করলে অনেকজনেরই বাতিল হবে।তাই তখন বিকাশ ভবনের থেকেই ইনকাম সার্টিফিকেট গ্রহণযোগ্য করা হবে।

যারা এখনো আবেদন ফরম পূরণ করনি? তারা অবশ্যই অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করো। সেক্ষেত্রে মডেল প্রফর্মার (SVMCM Model Income Certificate Proforma) ডাউনলোড করে অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে BDO এবং পৌরসভার ক্ষেত্রে গ্রুপ এ গ্যাজেটেড এক্সিকিউটিভ অফিসার এর থেকে সিল এবং সাক্ষর করিয়ে সার্টিফিকেট তৈরি কর।

ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে মূল যেটা: পরিবারের ইনকাম আড়াই লক্ষ (2.5 Lakhs) টাকার কম হতে হবে।

ই ডিস্ট্রিক্ট 2.0 অনলাইন পোর্টালে ও ইনকাম সার্টিফিকেট সম্পর্কিত কিছু প্রশ্ন

আসলে নতুন e-District 2.0 পোর্টালে ছাত্রছাত্রীদের বার্ষিক ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছেই না, সেখানে বার্ষিক যাওয়া হলেও মান্থলি হিসাবে ভাগ করে সার্টিফিকেট এ আসছে। তো সে ক্ষেত্রে বিকাশ ভবনকেও এই নতুন ধরনের সার্টিফিকেট নিতে হবে।

অবশ্যই দেখো: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে

  • ইনকাম সার্টিফিকেট কার নামে হবে?

    ইনকাম সার্টিফিকেট অবশ্যই আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নামে হবে, তবে সেক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় উল্লেখ করা থাকবে।

  • ইনকাম সার্টিফিকেট এর বৈধতা (Validity) কতদিন?

    অনলাইন বা অফলাইন যেকোন আয় সার্টিফিকেট স্কলারশিপের জন্য বানানো হলে তার বৈধতার ছ-মাস (6 Months) থাকে।

দরকারি তথ্যলিংক
MODEL PROFORMA FOR INCOME CERTIFICATE(2023-24) LatestDownload PDF
স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপের নতুন অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wb.gov.in

আশা করি সহজ ভাবে তোমাদের সমস্যাটা এবং তার সমাধান বোঝাতে পারলাম, এই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমরা ইউটিউব চ্যানেলেও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম EduTips Bangla আপনারা ইউটিউবে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram