UGC: সময়ের আগেই গ্রাজুয়েশন ডিগ্রি! সুবিধা পাবে ছাত্র-ছাত্রীরা, ঘোষনা ইউজিসির

UGC New graduation rule

কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য আবারো একটি আপডেট। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফ থেকে গ্রাজুয়েশন কোর্সের উপর নতুন নিয়ম জারি করা হতে চলেছে অর্থাৎ চার বছর কমপ্লিট করার আগেই পড়ুয়ারা গ্রাজুয়েশন ডিগ্রি হাতে পাবেন।

   

ইউজিসির তরফে নয়া ঘোষণা! সময়ের আগেই পাবে ডিগ্রি

নতুন শিক্ষানীতি অনুযায়ী চার বছরের কলেজের কোর্স চালু করা হয়েছে! তবে পড়ুয়ারা চাইলে ৩ বছরের মধ্যেই সম্পন্ন করতে পারেন Graduation ডিগ্রি, তবে তিন বছরের মাথায় তারা হাতে পেয়ে যাবেন গ্রাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট।

কেন্দ্রের নির্দেশিকা অনুসারে জাতীয় শিক্ষানীতি পরিবর্তন করে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চার বছরের কোর্সের সূচনা করা হয়েছিল, কিন্তু বর্তমানে কেন্দ্রের এই সিদ্ধান্তে যে রীতিমত দ্বন্দ্বে রয়েছে রাজ্য। কেন্দ্রীয় নীতি অনুসারে চার বছরের কোর্স যদি তিন বছরের শেষ হয় এবং তিন বছরের কোর্স যদি আড়াই বছরে শেষ হয় তাদেরই আদতেই লাভ হবে শিক্ষার্থীদের।

জেনে রাখুন » Graduation PhD: কলেজ পাশ করেই সরাসরি হওয়া যাবে প্রফেসরও! UGC নতুন ঘোষণা দেখে নিন

কবে চালু হচ্ছে এবং কিভাবে লাভ পাবে ছাত্রছাত্রীরা

আগামী শিক্ষাবর্ষ থেকেই ইউজিসির পক্ষ থেকে কেন্দ্রের তরফে জাতীয় শিক্ষানীতিতে এই অদল বদল আনতে চলেছে। তবে এই পরিবর্তন পশ্চিমবঙ্গ এবং কেরল, তামিলনাড়ু রাজ্যের শিক্ষা পরিষদ।

নয়া শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে মন্তব্য, কেন্দ্রের নয়া শিক্ষানীতি অনুসরণ করলে তাতে শিক্ষার্থীদেরই লাভ হবে। তাদের পড়াশোনার সময় এক্ষেত্রে অনেকটাই কমে যাবে এবং তারা গ্রাজুয়েশন পরবর্তী বিভিন্ন পেশাদারী কোর্সে তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারবে।

চার বছরের কোর্স এর পরিবর্তে তিন বছরের মধ্যে সেই কোর্স যদি কমপ্লিট করানো হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রেই বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন: College Exam CGPA, SGPA, Supplementary: কলেজে নতুন? গ্রেড পয়েন্ট, সাপ্লি পেপার – সমস্ত নিয়ম দেখে নাও!

পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbsche.wb.gov.in
UGC এর অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.ugc.gov.in

আদৌ তা বাস্তবায়িত করা মোটেই সম্ভব হবে না। তাই শিক্ষানীতি প্রবর্তনের আগে অবশ্যই ভারতের আর্থিক ব্যবস্থা এবং যুব সমাজের ক্ষমতার বিষয়ে খুটিয়ে দেখা উচিত। রাজ্যের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram