দক্ষিণ-পূর্ব রেলওয়েতে হাজারেরও বেশি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে তোমরা যারা নিজেদের কর্মজীবন শুরু করতে চাও, কি কি যোগ্যতা লাগবে, বেতনই বা কত দেওয়া হবে সমস্ত তথ্য তুলে ধরবো এই প্রতিবেদনে। প্রতিবেদনটি তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে।
South Eastern Railway Apprentices Recruitment 2024-25
দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern railway) বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1785 টি শূন্যপদ রয়েছে, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে অ্যাপ্রেন্টিস পদে যোগ্যদের নিয়োগ করা হবে।
কি কি যোগ্যতা লাগবে?
অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের যে যে যোগ্যতাগুলি থাকতে হবে সেগুলি হল –
- শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে ITI – পাশ করতে হবে।
- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স 24 বছর এবং সর্বনিন্ম বয়স 15 বছর হতে হবে। প্রসঙ্গত, SC/ST/OBC – দের ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় রয়েছে।
কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দক্ষিণ – পূর্ব রেলওয়ে যে ট্রেডগুলিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সেগুলি হল – ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান ইত্যাদী।
গুরুত্বপূর্ণ: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য দেখে নাও
কিভাবে আবেদন করবে? অনলাইন ও অফিশিয়াল নোটিশ
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আবেদনকারীদের Academic নম্বরের ভিত্তিতে Short Listing – করা হবে। পরবর্তীতে মেডিকেল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন – এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে।
অ্যাপ্রেন্টিস পদের জন্য কিভাবে আবেদন করবে সেই সংক্রান্ত Step by Step সমস্ত তথ্য রেলের তরফে প্রকাশ করা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে।
আবেদন কবে থেকে শুরু হয়েছে? | 28/11/2024 |
আবেদন শেষ তারিখ কবে? | 27/12/2024 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF | View/Download |
অনলাইনে আবেদনের সরাসরি লিংক | Apply Link ↗ |
আরো দেখুন: Rail Group-D Recruitment: ভারতীয় রেলে ৫০ হাজার গ্রুপ ‘ডি’ পদে নিয়োগ, আবেদন শুরু ডিসেম্বরে!
প্রকাশ করা বিজ্ঞপ্তিতে স্টাইপেন্ড সংক্রান্ত কিছু বলা হয়নি। তবে আশা করা যায় অল্প কিছু পরিমাণ হলেও তোমরা স্টাইপেন্ড পেতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট -এর জন্য আমাদের ওয়েবসাইটটি তোমরা নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »