Govt Scholarship Apply Rules: একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করলে টাকা পাবে? সরকারি নিয়ম দেখে নাও

Westbengal Govt Scholarship Application Rules for Students new Update

বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেসকল স্কলারশিপগুলি রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্কলারশিপ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে যে প্রশ্নটি সবথেকে বেশিসেটি হল একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো সরকারি স্কলারশিপের আবেদন করতে পারবে? বা সুবিধা নিতে পারবে -আজকের এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া হল।

   

WB Govt Scholarship: একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে?

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রশ্ন পড়ুয়ারা কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে?

স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশের মধ্যে হতে হবে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) আবেদনের জন্য পড়ুয়াদের নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই এই দুটি স্কলারশিপে ছাত্র ছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবে না

আবেদন করুন: শুরু হল নবান্ন স্কলারশিপ 2024-25, পাবেন ১০০০০ টাকা! বাড়িতে বসেই অনলাইনে

স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ (SVMCM & OASIS Scholarship)

স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপে (OASIS) পড়ুয়ারা একসঙ্গে আবেদন করতে পারবে না, সরকারি নিয়ম অনুযায়ী। এর আগে অনেক ছাত্র-ছাত্রী একসঙ্গে এই দুটি স্কলারশিপের সুবিধা ভোগ করেছে। তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হতে পারে

অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদন পত্র অ্যাপ্রুভ করে আবার এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্র-ছাত্রীদের একের বেশি সরকারি স্কলারশিপের আবেদন পত্র অ্যাপ্রুভ করে না। তাই সে ক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে এ বিষয়ে কথা বলে নেওয়া জরুরি।

বিস্তারিত দেখো: Can I apply OASIS and SVMCM both? একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!

ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ

ছাত্র-ছাত্রী একই সঙ্গে ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একসাথে এই দুই স্কলারশিপের সুবিধাও নিতে পারবে।

স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ

যেসকল ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে, সেই ছাত্র বা ছাত্রী ন্যাশনাল স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত থাকবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা একসাথে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না।

ওয়েসিস এবং ঐকশ্রী স্কলারশিপ

ঐকশ্রী স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ OBC-A এর অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। তাই যেসকল ছাত্র-ছাত্রীরা ঐকশ্রী স্কলারশিপের সুবিধা পাবে তারা OBC-A ভুক্ত হওয়া সত্ত্বেও ওয়েসিস স্কলারশিপের সুবিধা পাবে না।

দেখে নাও: Private Scholarship: প্রাইভেট স্কলারশিপ এখানে সবার আগে আপডেট পাবে, টাকা পেতে দেখে নাও

সরকারের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি সরকারের স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারে, সেক্ষেত্রে পড়ুয়াদের কোন প্রকার অসুবিধা হবে না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram