স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। যে সকল ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে (Fresh/Renewal) তাদেরকে আবেদনের ফর্ম সহ বিভিন্ন ডকুমেন্ট স্কুল বা কলেজে জমা করতে হবে? যদি জমা করতে হয় তাহলে কি কি ডকুমেন্ট জমা করতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Swami Vivekananda Scholarship Form Submission: আবেদনপত্র কি স্কুল বা কলেজে জমা করতে হবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর সমস্ত পড়ুয়ারায় চিন্তিত রয়েছে যে এবার কি আবেদন পত্র এবং বিভিন্ন ডকুমেন্টস স্কুল বা কলেজে জমা করতে হবে? এ ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন স্কুল বা কলেজ ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট সময় দেয় আবেদন পত্র সহ বিভিন্ন ডকুমেন্টস শিক্ষা প্রতিষ্ঠানের জমা করার জন্য। কিন্তু কিছু কিছু স্কুল এবং কলেজে ছাত্রছাত্রীরা যেকোনো দিনেই এই ডকুমেন্টসগুলো জমা করতে পারবে।
বৃত্তির নাম | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ |
---|---|
বৃত্তির পরিমাণ | বার্ষিক ১২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা |
আপডেট | ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা |
ফ্রেশ এবং রেনুয়াল | বর্তমানে আবেদন খোলা রয়েছে |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্কুল এবং কলেজে জমা করা বাধ্যতামূলক নয়, কিন্তু যদি স্কুল চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জমা করতে হবে এবং যদি স্কুল না চায় তাহলে ছাত্রছাত্রীরা জমা করতেও পারে আবার না করতেও পারে।
গুরুত্বপূর্ণ: Can I apply OASIS and SVMCM both? একই সঙ্গে কি দুটি স্কলারশিপেই আবেদন করা যাবে!
SVMCM Application সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর ছাত্রছাত্রীরা আবেদনপত্রের যে প্রিন্ট আউট পাবে এর সঙ্গে যে যে ডকুমেন্টগুলো স্কুলে বা কলেজে জমা করতে হবে সেগুলি হল।
ফ্রেশ আবেদনের ক্ষেত্রেঃ– (১) ভর্তির রশিদ জেরক্স কপি, (২) ইনকাম সার্টিফিকেট কপি, (৩) একাউন্টের প্রথম পাতার কপি, (৪) আধার কার্ডের জেরক্স কপি (৫) বাসস্থানের প্রমাণপত্র জেরক্স কপি (আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি), (৫) মার্কশিট জেরক্স কপি, উচ্চমাধ্যমিকের মার্কশিট জেরক্স কপি (কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে)।
রিনুয়াল আবেদনের ক্ষেত্রেঃ- (১) ভর্তির রশিদ (Xeroex), (২) বিগত পরীক্ষার মার্কশীট (সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি), (৩) আধার কার্ডের জেরক্স কপি।
আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা জরুরি ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর স্কুল এবং কলেজে অবশ্যই আবেদন পত্র এবং বিভিন্ন ডকুমেন্টস জমা করা জরুরী কারণ এ ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় যদি কোন ছাত্র-ছাত্রী ভুল করে থাকে, তাহলে স্কুল বা কলেজে ভেরিফিকেশনের সময় স্যারেরা ছাত্র ছাত্রীদের জমা করা ডকুমেন্টের কপি দেখে তার ঠিক করে দেয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট » https://svmcm.wb.gov.in/
লেটেস্ট আপডেট: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »