WBBSE Madhyamik MAP pdf: মাধ্যমিক পরীক্ষার ম্যাপ (মানচিত্র) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে দেওয়া হল

WBBSE Official Map PDF for Madhyamik Exam

ছাত্র-ছাত্রীরা যাতে বাড়িতে পরীক্ষার পরিবেশে প্র্যাকটিস করতে পারে, সেজন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অফিশিয়াল ম্যাপ রয়েছে যেটি বিশেষ করে ভূগোল পরীক্ষাতে তাদের কাজে লাগে! সংগত বলা উল্লেখযোগ্য ইতিহাসেও ম্যাপ পয়েন্টিং রয়েছে, তবে সেটি বাজারে যেকোন ম্যাপে প্র্যাকটিস করলেই হয়ে যাবে।

WBBSE Madhyamik Map: মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ম্যাপ ডিজিটাল কপি

WBBSE পর্ষদের দেওয়া ম্যাপে কোনরকম নাম লিখতে হয় না, শুধুমাত্র রোল নম্বর উল্লেখ অবশ্যই করতে হয় – এবং পরীক্ষা শেষে উত্তরপত্তের ভেতরে ঢুকিয়ে সেটি বেঁধে দিতে হয়

Madhyamik MAP Pointing PDF Practice WBBSE
মাধ্যমিকের ভূগোল পরীক্ষার ম্যাপ
(ডিজিটাল কপি)
↓ Download PDF
মাধ্যমিক সমস্ত বিষয় ভিত্তিক সাজেশনClick Here ↗

দেখো তোমরা বাজার থেকে ম্যাপ কিনলেও তোমাদের এক বা দু টাকা নেয় (প্রতি পাতা), আর তোমরা যদি এটার এক কপি প্রিন্ট করে নাও, দিয়ে জেরক্স কর – বাড়তি শুধুমাত্র প্রিন্টের পাঁচ টাকা খরচ যাবে। বাকি তোমরা একদম পরীক্ষার মতো করে নিজেরা প্রস্তুতি নিতে পারবে বাড়িতে।

মাধ্যমিক 2025 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗ (ইতিমধ্যেই কোন গ্রুপে জয়েন থাকলে আর জয়েন করবে না!)

Join Group

Telegram