ভারতীয় রেলওয়ে (Railway Recruitment Board – RRB) RRB Group D ২০২৫-এর জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং অনলাইন আবেদন শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৫ থেকে, বিস্তারিত, জেনে নিন আজকের পোস্টে।
RRB Group D নিয়োগ ২০২৫: ৩২,০০০+ শূন্যপদে রেলওয়ে চাকরির সুবর্ণ সুযোগ
RRB Group D-এর মাধ্যমে পয়েন্টসম্যান (Pointsman), অ্যাসিস্ট্যান্ট (Assistant), ট্র্যাক মেইন্টেনার (Track Maintainer), অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (Assistant Loco Shed), অ্যাসিস্ট্যান্ট অপারেশন (Assistant Operations), অ্যাসিস্ট্যান্ট টিএল ও এসি (Assistant TL & AC) প্রভৃতি পদে নিয়োগ করা হবে।
RRB Group D: অফিসিয়াল বিজ্ঞপ্তি এক নজরে
পরীক্ষার নাম | RRB Group D |
---|---|
প্রতিষ্ঠান | রেলওয়ে নিয়োগ বোর্ড (Railway Recruitment Board) |
কর্মস্থল | সারা ভারত |
মোট শূন্যপদ | ৩২,৪৩৮ (প্রত্যাশিত) |
আবেদন পদ্ধতি | অনলাইন (Online) |
যোগ্যতা | দশম শ্রেণী উত্তীর্ণ |
বয়সসীমা | ১৮ থেকে ৩৩ বছর |
আবেদন শুরু হওয়ার তারিখ | ২৩ জানুয়ারি ২০২৫ |
আবেদন চলবে | ২২ ফেব্রুয়ারি ২০২৫ |
RRB Group D আবেদন ফি ২০২৫
শ্রেণি | ফি (Fee) |
---|---|
সাধারণ/ওবিসি (GEN/OBC) | ₹৫০০ (₹৪০০ ফেরতযোগ্য)* |
এসসি/এসটি/প্রতিবন্ধী/নারী/অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (SC/ST/PWD/Women/EWS) | ₹২৫০ (পূর্ণ ফেরতযোগ্য)* |
* নোট: প্রার্থীরা CBT 1 পরীক্ষায় উপস্থিত হলে নির্ধারিত ফি আংশিক/পূর্ণ ফেরত পাবে।
অফিসিয়াল ওয়েবসাইট: rrbapply.gov.in
Rail চাকরির সব তথ্য: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত দেখে নাও
RRB Group D দশম শ্রেণী পাস করলেই এবং নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই আগ্রহী প্রার্থীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন এবং প্রস্তুতি শুরু করুন।
আরও আপডেট »