Railway Group-D Notification: রেলের গ্রুপ ডি চাকরি শর্ট নোটিফিকেশন প্রকাশ! আবেদন শুরু কবে? দেখে নিন

Dibyendu Dutta

Published on:

Railway Group D Notification Published Vacancy Application Start Date

ভারতীয় রেলওয়ে (Railway Recruitment Board – RRB) RRB Group D ২০২৫-এর জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং অনলাইন আবেদন শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৫ থেকে, বিস্তারিত, জেনে নিন আজকের পোস্টে।

   

RRB Group D নিয়োগ ২০২৫: ৩২,০০০+ শূন্যপদে রেলওয়ে চাকরির সুবর্ণ সুযোগ

RRB Group D-এর মাধ্যমে পয়েন্টসম্যান (Pointsman), অ্যাসিস্ট্যান্ট (Assistant), ট্র্যাক মেইন্টেনার (Track Maintainer), অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (Assistant Loco Shed), অ্যাসিস্ট্যান্ট অপারেশন (Assistant Operations), অ্যাসিস্ট্যান্ট টিএল ও এসি (Assistant TL & AC) প্রভৃতি পদে নিয়োগ করা হবে।

RRB Group D: অফিসিয়াল বিজ্ঞপ্তি এক নজরে

পরীক্ষার নামRRB Group D
প্রতিষ্ঠানরেলওয়ে নিয়োগ বোর্ড (Railway Recruitment Board)
কর্মস্থলসারা ভারত
মোট শূন্যপদ৩২,৪৩৮ (প্রত্যাশিত)
আবেদন পদ্ধতিঅনলাইন (Online)
যোগ্যতাদশম শ্রেণী উত্তীর্ণ
বয়সসীমা১৮ থেকে ৩৩ বছর
আবেদন শুরু হওয়ার তারিখ ২৩ জানুয়ারি ২০২৫
আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫
RRB Railway Group D Notification Out 2025

RRB Group D আবেদন ফি ২০২৫

শ্রেণিফি (Fee)
সাধারণ/ওবিসি (GEN/OBC)₹৫০০ (₹৪০০ ফেরতযোগ্য)*
এসসি/এসটি/প্রতিবন্ধী/নারী/অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (SC/ST/PWD/Women/EWS)₹২৫০ (পূর্ণ ফেরতযোগ্য)*

* নোট: প্রার্থীরা CBT 1 পরীক্ষায় উপস্থিত হলে নির্ধারিত ফি আংশিক/পূর্ণ ফেরত পাবে।

অফিসিয়াল ওয়েবসাইট: rrbapply.gov.in

Rail চাকরির সব তথ্য: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত দেখে নাও

RRB Group D দশম শ্রেণী পাস করলেই এবং নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই আগ্রহী প্রার্থীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন এবং প্রস্তুতি শুরু করুন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram