যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবছর নবম শ্রেণী পাস করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য আজকের এই প্রতিবেদনে রয়েছে সেরা পাঠ্যবই ও সহায়িকা বইয়ের সম্পূর্ণ লিস্ট। তাই আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের জন্য সেরা বই এর লিস্টটি তৈরি করার জন্য সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষকের পরামর্শ ও মাধ্যমিকের টপার স্টুডেন্টদের চয়েস অনুযায়ী নির্বাচন করা হয়েছে।
Madhyamik 2025-26 Class 10 Best books list & Sahaika
সেরা বই নির্বাচন করার আগে কয়েকটি জানা জরুরি
WBBSE দশম শ্রেণীর তথা মাধ্যমিকের জন্য বাজারে একাধিক পাঠ্যবই ও সহায়িকা বই রয়েছে। তাই বই কেনার আগে ছাত্র-ছাত্রীদের মনে একাধিক তথ্য জানা জরুরী।
- টিভি খুললেই যে কোম্পানিগুলোর বই এর বিজ্ঞাপন সবসময় দেখায় সেই কোম্পানির সব বইগুলি যে ভালো হবে তা কিন্তু নয়।
- স্কুলের বুক লিস্টে যে সমস্ত বইয়ের নাম রয়েছে সেই সমস্ত বইগুলিও যে ভালো হবে তা কিন্তু নয়। কারণ স্কুলের বুক লিস্টে বই এর নাম ছাপানোর জন্য কোম্পানিগুলি স্কুলকে টাকা দিয়ে থাকে। এছাড়াও অনেক সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আগে যে বইগুলি ভালো ছিল সেইবই গুলি রেকমেন্ড করে থাকে কিন্তু বর্তমান সময়ে সেই বইগুলোর থেকেও আরো উন্নত মানের বই রয়েছে।
- কোন কোম্পানির ভালো নাম থাকলেই যে সেই কোম্পানির সমস্ত বই ভালো হবে তা কিন্তু নয়, হ্যাঁ হতে পারে সেই কোম্পানির কিছু কিছু সাবজেক্ট এর বই সত্যিই সেরা কিন্তু সবই যে ভালো হবে তার কোন গ্যারান্টি নেই।
- বই কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে সেই বইটি শেষ সংস্করণ কবে হয়েছে। কারণ সেই বইটি যদি পুরনো হয় তাহলে অনেক কিছু তথ্য মিসিং থাকতে পারে, তাই সর্বদা অবশ্যই সাম্প্রতিক সংস্করণ যুক্ত বই কেনা জরুরী।
- আর যে লেখকের পাঠ্য বই কিনবে সেই লেখকের সহায়িকা বই কিনবে না কারণ দুটি বইয়ের লেখার ধরন একই থাকবে কিন্তু যদি দুটি বই আলাদা লেখকের কেন তাহলে উত্তর লেখার একাধিক ধরন শিখতে পারবে।
Best Book for Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬ এর সেরা পাঠ্যবই ও সহায়িকা বই
এবার দেখে নাও যাক ২০২৬ সালের যে সকল পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কোন পাঠ্যবই ও সহায়িকা বইগুলি সেরার সেরা।
বাংলা (প্রথম ভাষা)
মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা পাঠ্যবই তথা সাহিত্য সঞ্চয়ন ও কোনি বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়।
বাংলা ব্যাকরণ (সহায়িকা নিয়ে থাকলে, যদি বাজেটের সমস্যা থাকে এটা স্কিপ করতে পারো) | ১) বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ, কালিপদ চৌধুরী (বাণী সংসদ) ২) ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিত, উজ্জল মজুমদার ও পতিত পাবন নাগ (পাবলিশিং প্লাস) |
বাংলা সহায়িকা | ১) সরল মাধ্যমিক বাংলা সহায়িকা, সুদীপ্ত সিকদার (মৌলিক লাইব্রেরী) ২) মাধ্যমিক বাংলা শিক্ষক, অমল পাল (ছায়া প্রকাশনী) |
ইংরেজি (দ্বিতীয় ভাষা)
বাংলা বিষয়ের মত ইংরেজি পাঠ্য বইটি স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়।
সহায়িকা | ১) English Tutor, Satyajit Basu & Maity (Chhaya prakashani) ২) English Digest, Jeet Moulik (Moulik Library) |
Question Practice বই | ১) Ray and Martin Question Bank ২) Duff & Dutt Question Bunch |
ভূগোল (Geography)
মাধ্যমিকের ভূগোল পাঠ্যবই কিনতে হবে। তবে ভূগোল বিষয়ের ক্ষেত্রে সহায়িকা কেনার কোনো প্রয়োজন নেই, পাঠ্যবই যথেষ্ট।
পাঠ্য বই | ১) দশম ভূগোল ও পরিবেশ – সমরেন্দ্রনাথ মোদক (B.B. Kundu Grandsons) **** ২) আধুনিক ভূগোল ও পরিবেশ, যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা (বুক ইন্ডিয়া) |
ইতিহাস (History)
মাধ্যমিক পড়ুয়াদের কোন ইতিহাস বইটি সেরা কোন বইটি পড়লে ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারবে ও কোন বই থেকে সবচেয়ে বেশি কমন পাবে সেই বইয়ের লিস্ট দেওয়া হল।
পাঠ্য বই | ১) ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা, শচীন্দ্রনাথ মন্ডল (দীপ প্রকাশন) ২) IP ইতিহাস ও পরিবেশ, সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত (ছায়া প্রকাশনী) ৩) আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা, এ কে এম শারিফুজ্জামান (প্রান্তিক প্রকাশনী) |
গণিত (Mathematics)
গণিত বিষয়ের পাঠ্য বইটি স্কুলের তরফ থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়। গণিত বিষয়ের ক্ষেত্রে কোনরকম সহায়িকা বই কেনার প্রয়োজন নেই, স্কুল ও টিউশনের ভালোভাবে প্র্যাকটিস করলে মাধ্যমিকে ভালো ফল পাবে।
জীবন বিজ্ঞান (Life Science)
জীবন বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে কোন কোন পাঠ্যবই গুলি ভালো একনজরে দেখে নেওয়া যাক।
পাঠ্য বই | ১) জীবন বিজ্ঞান ও পরিবেশ, দুলাল চন্দ্র সাঁতরা (সাঁতরা পাবলিকেশন) **** ২) মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ, মন্ডল ও বসু (প্রান্তিক প্রকাশনী) |
ভৌত বিজ্ঞান (Physical Science)
এবার সবার শেষে দেখে নেওয়া যাক ভৌত বিজ্ঞান বিষয়ের সেরা পাঠ্যবই বইগুলি।
পাঠ্য বই | ১) ভৌত বিজ্ঞান ও পরিবেশ, দুয়ারী, গাঙ্গুলী ও মাইতি (ছায়া প্রকাশনী) *** ২) অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার ও অশোক কুমার ঘোষ (ভট্টাচার্য ব্রাদার্স) ৩) মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভূঁইয়া ও সাহা (প্রান্তিক প্রকাশনী) |
প্রথম থেকেই মাধ্যমিক ২০২৬ প্রস্তুতির জন্য Target26 হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে রেগুলার নোট সাজেশন, প্র্যাকটিস টিপস, ভিডিও সমস্ত কিছু আসতে থাকবে:
সংগ্রহ করুন: WBBSE Madhyamik Answer Sheet PDF: মাধ্যমিকের খাতার প্রথম পাতা, PDF ডাউনলোড করে নিন!
আমাদের তরফ থেকে বিশেষভাবে বলা হবে, সাইন্স বই গুলোর ক্ষেত্রে সহায়িকা কেনা কোন প্রয়োজন নেই। পারলে বাড়তি একটা করে টেক্সট বই তোমরা কিনতে পারো। এক্ষেত্রে পাঠ্যবই খুঁটিয়ে পড়াটা খুব ইম্পরট্যান্ট কারণ সায়েন্সের ক্ষেত্রে বড় প্রশ্ন আসেই না, যত খুঁটিয়ে প্রথম থেকে পড়ে যাবে যত ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তত সুবিধা পাবে সায়েন্স বিষয়গুলোর ক্ষেত্রে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »