Madhyamik English Suggestion 2025: মাধ্যমিক ইংরেজি সাজেশন (Seen & Writing) লাস্ট মিনিট! গুরুত্বপূর্ণ দেখে নিন

Anjan Mahata

Published on:

WBBSE English Suggestion 2025

WBBSE মাধ্যমিক ইংরেজি শেষ মুহূর্তের সাজেশন (Madhyamik English Last Minute Suggestion) দেওয়া হল। ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সাজেশন দেওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ প্রতিবছরই কিছু না কিছু নতুন ধরনের রাইটিং এবং প্রশ্নের সঙ্গে ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে হয়। ইংরেজি পরীক্ষাটি ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রেই দেয়।

   
Madhyamik English Suggestion 2025
বিষয়English (সেকেন্ড ল্যাংগুয়েজ)
পরীক্ষার তারিখ১১ই ফেব্রুয়ারী, মঙ্গলবার

মাধ্যমিক ইংরেজি প্রশ্ন কাঠামো (Madhyamik English Question Pattern)

মাধ্যমিক ইংরেজি নম্বর বিভাজন (Madhyamik English Mark Distribution) –

TopicM.C.Q
(1 Mark)
S.A.Q
(1 Mark)
L.A.Q
(2 Mark)
D.A.Q
(10 Mark)
Total
Prose1×5=51×3=32×2=412
Poem1×4=42×2=408
Unseen1×6=61×6=62×4=820
Grammar & Vocabulary1×3=31×9=92×4=820
Writing10×3=3030

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2025 (Madhyamik English Suggestion 2025)

Madhyamik English Seen Suggestion 2024

এই বছরের জন্য মাধ্যমিকে Prose: The Cat আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই অবশ্যই সম্পূর্ণ চ্যাপ্টারটা ভালো করে একবার রিডিং করে মানে সবকিছু দেখে নেবে। একইভাবে কবিতার ক্ষেত্রে Verse: The Snail সর্বাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে।

তোমাদের চ্যাপ্টারগুলো ভালো করে রিডিং পড়ে রাখতে হবে এবং গল্পগুলো বেশি গুরুত্ব দিতে হবে।

VerseProse
The Snail ***
Fable **
Sea Fever
The Cat ***
Our Runaway Kite **
The Passing Away Of Bapu

তোমাদের সুবিধার জন্য এছাড়া True/False, শূন্যস্থান পূরণ এবং গ্রামারগুলি সম্পূর্ণ প্র্যাকটিসের উপরেই তোমরা করতে পারবে। ইংরেজির মতো বিষয়ের গুরুত্বটা অনেকটাই, সেক্ষেত্রে সমস্ত ধরনের সিলেবাসের মধ্যে গ্রামার গুলি ভালো করে প্র্যাকটিস করে সেখানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই করা যাবে

Madhyamik English Writing Suggestion 2025 (মাধ্যমিক ইংরেজি রাইটিং সাজেশন)

মাধ্যমিক ইংরেজিতে তিনটে রচনা লিখতে হয়, এবং তিনটি বিভিন্ন ধরনের দেওয়া থাকে। সম্ভাবনা রয়েছে সে রকম কিছু রাইটিং তোমাদের জন্য সাজেশন হিসেবে দেওয়া রইল যেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে।

প্রশ্নপত্রেই Hints দেওয়া থাকে, তাই তোমাদের প্র্যাকটিস থাকলে সেখান থেকেই তোমরা বানিয়ে লিখে আসতে পারবে

Section CategorySuggested writing
Letter Writing (চিঠি লেখা)
Formal Letter: Letter to Editor
Letter to H.M Letter to Officer

Imformal Letter: Letter to Friend Letter to Brother
➦ Write a letter to the O.C Reporting the Loss of Mobile Phone.
➦ Write a letter to the editor of an English daily complaining about the irregular clearance of garbage in your locality.
➦ Write a letter to the editor of an English daily expressing Your Grave concerned over the excessive use of microphones and loudspeaker during the festivals.
➦ Write a letter to the editor of an English daily expressing your concerned over the pollution caused by frequent use of Polythene.
➦ Write a letter to your younger brother by advising him about the addiction of social media.
➦ Write a letter to your friend by describing about your visit to a museum.
➦ Write a letter to your friend by advising her/him to visit the public library in her/his locality as frequently as possible.
Paragraph & Process
(প্যারাগ্রাফ ও প্রসেস রাইটিং)
➤ How School Magazine Published
➤ Preparation of Tea
➤ Making of Mango Pickle
➤ Benefits of Outdoor Sports & Workouts for Students
➤ Use and Misuse of Mobile Phones
➤ Benefits of Newspaper Reading Daily
Story Writing (স্টোরি রাইটিং)➦ The Ant and the Dove
➦ The Cap Seller and the Monkeys
➦ The Clever Fox and the Foolish Crow
➦ The Tiger and the Clever Shepherd
Answer??সমস্ত গুরুত্বপূর্ণ writing উত্তর সহ নোটস পেতে অবশ্যই আমাদের টার্গেট মাধ্যমিক সাকসেস প্রিমিয়াম সাজেশন সংগ্রহ করতে হবে, – যেখানে আরো অনেক কিছু বাড়তি আছে!

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2025 (PDF Download)

মাধ্যমিক English সাজেশন (Pattern, Seen & Writing Skills Suggestion) 5+ PAGES1 MB
PDF Download ↓
Madhyamik Bangla English Suggestion Notes Book

এছাড়াও শর্ট প্রশ্ন এবং গ্রামার প্র্যাকটিসের এবং মকটেস্ট জন্য আমাদের “EduTips” অ্যাপ বিনামূল্যে ছাত্রছাত্রীরা দিতে পারবে, এবং তাদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে

আরো অন্যান্য বিষয়ের সাজেশন:

তোমাদের যদি কোন জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সব ধরনের সাহায্য করার চেষ্টা করব। সাজেশন হিসেবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোই বেশি জোর দেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাবে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram