India Post GDS Recruitment January 2025: রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ থেকে শুরু হচ্ছে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? কত শূন্য পদ রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
এছাড়াও প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে আবেদনকারীরা সরাসরি নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবে।
India Post GDS Recruitment 2025: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ
গত ১৬ ই জানুয়ারি ২০২৫ ভারতীয় ডাক ভবনের তরফ থেকে সমস্ত পোস্ট অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন পোস্ট অফিসে কতজন স্টাফ কম আছে তার লিস্ট তৈরি করতে। এই লিস্ট আগামী ১৭ই জনুয়ারি থেকে ২২ শে জানুয়ারির মধ্য জমা করতে হবে। এরপর এই লিস্ট যাচাই করা হবে 23 শে জানুয়ারি থেকে 24 শে জানুয়ারির মধ্য। এরপর আগামী ২৯ শে জানুয়ারি ২০২৫ পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে।
বিস্তারিত পড়ুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও।
Activity | Date |
---|---|
Data entry and freezing of the vacancies by the Divisions | ১৭ই জানুয়ারি,২০২৫ থেকে ২২শে জানুয়ারি,২০২৫ |
Rechecking data entry, Approval byCircles after freezing the data entry byDivisions | ২৩ শে জানুয়ারি,২০২৫ থেকে ২৪ শে জানুয়ারী,২০২৫ |
Issue of online notification | ২৯শে জানুয়ারি, ২০২৫ |
মোট শূন্যপদ ( Total Vacancy)
গ্রামীণ ডাক সেবক পদে কত শূন্যপদ রয়েছে আজ তথা ১৭ই জানুয়ারি থেকে গণনার কাজ শুরু হয়েছে। এরপর আগামী ২৯শে জানুয়ারি বিস্তারিত নোটিফিকেশনের সঙ্গে কত শূন্য পদে নিয়োগ করা হবে বিস্তারিত জানানো হবে।
আবেদন শুরুর তারিখ (Application Date)
আগামী ২৯ শে জানুয়ারি পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হওয়ার ১ থেকে ২ দিন অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে একটানা ২০ থেকে ২৫ দিন পর্যন্ত।
অবশ্যই পড়ুন: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন (Circular) | Download Pdf |
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »