HS Class 11 2nd Semester Notes Suggestion Course: পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এবং প্রস্তুতির জন্য আমাদের তরফ একটি সম্পূর্ণ বিনামূল্যে কোর্স শুরু করা হয়েছে। যেখানে তারা তাদের পরীক্ষার জন্য নোটস, সাজেশন, প্রশ্ন উত্তর পিডিএফ পেয়ে যাবে। তবে এই কোর্সটি শুধুমাত্র আমাদের EduTips App-এ পাওয়া যাবে।
Class 11 2nd Semester: উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি ও সাজেশন
নমস্কার প্রিয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা, তোমাদের দ্বিতীয় সেমিস্টার এর পরীক্ষা শুরু হচ্ছে 03 মার্চ 2025 থেকে। তাই তোমাদের পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতিকে আরো জোরদার করার জন্য আমাদের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে তোমরা আমাদের অ্যাপের মধ্যে Free এই কোর্সে এনরোল করতে পারবে।
এই কোর্সের মধ্যে তোমরা বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের সম্পূর্ণ নোটস, সাজেশন প্রশ্ন-উত্তর পেয়ে যাবে। সাথে অন্যান্য সাবজেক্ট গুলির কিছু মডেল প্রশ্ন বা কিছু কিছু নোটসও আসতে পারে।
বাংলা ও ইংরেজিতে কনফার্ম সাক্সেস
বাংলার ক্ষেত্রে সমস্ত গল্প, কবিতা, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে সমস্ত সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন (SAQ) অথবা, বিশ্লেষণধর্মী প্রশ্ন (Descriptive Answer type question) রয়েছে সেগুলোর সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে যাবে।
- তোমাদের পরীক্ষাতে আসতে চলা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এখানে উত্তর সহ দেওয়া থাকবে।
- সংসদ নমুনা যে প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে মূল্যায়ন করে সমস্ত প্রশ্ন সাজেশন এবং সেই সাজেশন প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে।
এছাড়াও এই কোর্সের শেষে তোমরা সংসদ প্রকাশিত প্রশ্ন কাঠামো অনুযায়ী মক টেস্টের প্রশ্ন পাবে সেগুলিতে তোমরা একদম পরীক্ষার মতোই প্র্যাকটিস করতে পারবে, যেটাকে তোমরা টেস্ট পেপার বলতে পারো।
ইংরেজির ক্ষেত্রে গল্প কবিতা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে সেগুলির সম্পূর্ণ উত্তর করা দেওয়া রয়েছে। সেই প্রশ্নোত্তর গুলির মধ্যেই তোমরা টেক্সট বইয়ের এবং সংসদ নমুনা যে প্রশ্নপত্র রয়েছে সেখানে দেওয়া প্রশ্নগুলির সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। যা তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেকটা হেল্প করবে।
কিভাবে এই কোর্সে এনরোল করতে পারবে?
EduTips অ্যাপ ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে কোর্সে বিনামূল্যে এনরোল করতে পারবে।
অ্যাপ ডাউনলোডের সরাসরি লিংক ▶ | EduTips App |
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’হোয়াটসঅ্যাপ গ্রুপ) | Join Group |
তোমাদের জন্য কিছু রাইটিং উত্তর সহ দেওয়ার চেষ্টা থাকবে। এর সাথেই কিছু কিছু বিষয়গুলির সংসদের প্রকাশিত মডেল প্রশ্নপত্র পিডিএফ এই কোর্সের মধ্যেই দেওয়া থাকবে। এছাড়াও অন্যান্য সাবজেক্ট গুলির মক টেস্ট প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা থাকবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »