মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক চলাকালীন ক্লাস বন্ধ, প্রাইমারি স্কুলেও ছুটি? দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal Board Exam School Holiday

পশ্চিমবঙ্গের উচ্চ-শিক্ষা সংসদ থেকে গুরুত্বপূর্ণ আপডেট! সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, অতিরিক্ত সুরক্ষার কারণেই কয়েকদিন বন্ধ থাকে হাই স্কুল। তবে এবার প্রাইমারি স্কুলেও ছুটি থাকার কথা বলা হয়েছে। কোন কোন স্কুলে ছুটি থাকবে বিস্তারিত সমস্ত কিছু আজকের প্রতিবেদনে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি থাকবে স্কুল

প্রথমেই যেই সব মাধ্যমিক স্কুলে পরীক্ষা সেন্টার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ ১২ দিন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর পঠন পাঠন বন্ধ থাকবে, 10ই ফেব্রুয়ারি থেকে ২২ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত।

অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেইসব স্কুলের সেন্টার হবে, সেখানের সাধারণ ক্লাস গুলির পঠন পাঠন বন্ধ থাকবে, তার পাশাপাশি যেসব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের সঙ্গে একই চত্বরে অবস্থিত, সেগুলো নির্দিষ্ট পরীক্ষার দিনগুলিতে বন্ধ থাকবে। বন্ধ থাকার কারণে পঠন-পাঠনের ক্ষতি পূরণ করতে পরবর্তী সময়ে অতিরিক্ত ক্লাস নিতে হবে।

আরো দেখুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা! সম্পূর্ণ গাইডলাইন দেখে নিন

ছুটি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি

প্রসঙ্গত বলা প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রথম পর্বে উচ্চ মাধ্যমিক দ্বাদশ বোর্ড পরীক্ষা হবে, এবার একইভাবে দ্বিতীয় পর্বে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে।

মাধ্যমিক পরীক্ষা শুরু১০ ফেব্রুয়ারি ২০২৫
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু৩ মার্চ ২০২৫
🔗 ছুটি সংক্রান্ত অফিসিয়াল নোটিশ📥 ডাউনলোড PDF

তবে যেসব স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার হচ্ছে না সেখানের পঠন পাঠন সাধারণভাবে চলবে, কোন রকম প্রভাব পড়বে না। কোন স্কুলে ছুটি থাকবে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা সুপারভাইজার।

👇 উত্তরসহ মাধ্যমিকের নমুনা প্রশ্নের সাতটি বিষয়ের সেট! [মাত্র ২৫ টাকা]

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF

অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! সমস্যা হলে থাকছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট 9907260741

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram