HS Subjects Madhyamik Marks Required: উচ্চমাধ্যমিকে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর লাগবে? দেখে নিন

HS Madhyamik Subjects Marks Required

Minimum percentagc of marks to be obtain the Madhyamik Pariksha for Taking Elective Subject in Higher Secondary: গত ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিষয় নির্বাচনের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন (HS Subject Choice) নিয়ে প্রকাশ করা হল নয়া বিজ্ঞপ্তি

চলতি শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাসে নানা রকম বদল আসার কথা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে পড়ুয়ারা যে বিষয়কে পছন্দ করবেন তাতে মাধ্যমিকে কত নম্বর পেতে হবে সে বিষয়েও নির্দেশিকা দিয়েছে সংসদ

HS Subject Minimum Marks in Madhyamik WBCHSE Rules

মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর মোট ৪ টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে পড়ুয়াদের প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া তিনটি সেট ভিত্তিক ঐচ্ছিক বিষয় নির্বাচনের সুযোগ দেওয়া হবে।

উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট এবং মাধ্যমিকের নম্বরের লিস্ট

To be eligible for opting for an elective subject, as specified in the column (1) ol the table below, a student must obtain minimum percentage of marks in the subject, as noted in the column (2) of the table:

উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট নম্বর দরকার
বায়োলজিক্যাল সায়েন্স (Biology)জীবন বিজ্ঞানে ৩৫ শতাংশ
ভূগোল (Geography)ভূগোল ৩৫ শতাংশ
অ্যাকাউন্ট্যান্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্সমাধ্যমিকে অঙ্কে ৩৫ শতাংশ
ফিজিক্স এবং কেমিস্ট্রি (Physics & Chemistry)মাধ্যমিক ভৌত বিজ্ঞানে ৩৫ শতাংশ
উচ্চ মাধ্যমিক অংক (Mathematics)মাধ্যমিক অংকে ৩৫ শতাংশ

অফিশিয়াল বিজ্ঞপ্তি লিস্ট ডাউনলোড করুন: Notification PDF

অবশ্যই দেখুন: উচ্চ মাধ্যমিক সেমিস্টারের সমস্ত খুঁটিনাটি আপডেট এবং নিয়ম কানুন

উচ্চমাধ্যমিক বিষয় নিতে মাধ্যমিকের নম্বর বাধ্যতামূলক! (WBCHSE Notification)

সাবজেক্ট কম্বিনেশন এর বিষয়ে কথা বলতে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি প্রিয়দর্শিনী মল্লিক বলেছেন পড়াশোনার গুণমান বজায় রাখার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়ারা যে বিষয় নেবেন, তাতে নূন্যতম জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি, ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু ‘অ্যামালগামেটেড’ বিষয়ও রাখা হয়েছে। যাতে বিভিন্ন জটিল বিষয়কে সরলীকৃত ভাবে পড়ুয়াদের কাছে নিয়ে যাওয়া যায়।”

Join Group

Telegram