উচ্চ মাধ্যমিক স্তরে (HS) পঞ্চম বিষয়ের পর আরও একটি অতিরিক্ত বিষয় রাখা হয়, যেটি ফোর্থ সাবজেক্ট নামে পরিচিত। মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বাধ্যতামূলকভাবে পেয়ে থাকে। এরপর শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি প্রধান বিষয় নির্বাচন করে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আরও একটি অতিরিক্ত বিষয় নির্বাচন করার সুযোগ থাকে, যেটি ফোর্থ সাবজেক্ট বা অপশনাল পেপার (Optional Ellective) হিসেবে পরিচিত।
HS 4th Subject Rules: উচ্চ মাধ্যমিকে ফোর্থ সাবজেক্ট কেন রাখা জরুরি?
ফোর্থ সাবজেক্টের মূল গুরুত্ব হলো শিক্ষার্থীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ছয়টি বিষয়ে ৬০০ নম্বরের জন্য পরীক্ষা দিতে হয়। এই ছয়টি বিষয়ের মধ্যে যে পাঁচটিতে শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পাবে, সেই পাঁচটির নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়। ফলে, যদি কোনো বিষয়ে কম নম্বর পাওয়া যায়, তাহলে সেটি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে এবং ওই বিষয়ের নম্বর চূড়ান্ত মার্কশিটে যোগ করা হবে না।
ফোর্থ বা অপশনাল সাবজেক্ট কিভাবে কাজ করে?
একজন শিক্ষার্থী যদি বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয় নির্বাচন করে এবং অতিরিক্ত ফোর্থ সাবজেক্ট হিসেবে জীববিদ্যা নেয়, তাহলে এই ছয়টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এখন যদি সেই শিক্ষার্থী পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় ভালো নম্বর পায় কিন্তু গণিতে তুলনামূলক কম নম্বর পায়, তাহলে গণিত ফোর্থ সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে এবং চূড়ান্ত নম্বর গণনার ক্ষেত্রে গণিতের নম্বর বাদ দেওয়া হবে পরিবর্তে জীববিদ্যার নম্বরটি যুক্ত হবে।
বাংলা ও ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হতে পারে?
বাংলা ও ইংরেজি ফোর্থ সাবজেক্ট হিসাবে গণ্য হয় না। অর্থাৎ, যদি কোনো শিক্ষার্থী বাংলা বা ইংরেজিতে ফেল করে, তাহলে ফোর্থ সাবজেক্ট থাকা সত্ত্বেও সে ফেল বলে গণ্য হবে। তাই এই দুটি বিষয়ে ভালো নম্বর পেতে হবে, নইলে উচ্চ মাধ্যমিক পাশ করা সম্ভব হবে না।
অপরদিকে, অন্যান্য চারটি বিষয়ে বেশি নম্বর পেয়ে থাকলে, বাংলা বা ইংরেজি ফোর্থ সাবজেক্ট হতে পারে – সেক্ষেত্রে বেস্ট অফ ফাইভ (BEST OF 5)-এর নম্বর গণনা হবে। তবে বাংলা এবং ইংরেজিতে আবশ্যিকভাবে পাস করতে হবে।
আরো দেখবে: WBCHSE HS Semester Pattern (1st, 2nd, 3rd, 4th): সেমিস্টার প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন ও পাশের সমস্ত
ফোর্থ সাবজেক্ট রাখার অ্যাডভান্টেজ:
অনেক সময় কিছু ক্ষেত্রে নির্বাচনী বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিপূরক বিষয় ফোর্থ সাবজেক্ট হিসেবে নেওয়া থাকলে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন ছাত্র বা ছাত্রী যদি ভূগোল বিষয় নিয়ে থাকে, সে তার সঙ্গে স্ট্যাটিসটিক্স বা ইকোনমিক্স এই ধরনের পেপার একটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে পারে।
ফোর্থ সাবজেক্ট না রাখার ফলাফল:
বর্তমানে অনেক শিক্ষার্থী ফোর্থ সাবজেক্ট নিতে চায় না কারণ এটি অতিরিক্ত চাপ হিসেবে মনে হয়। তবে, ভালো ফলাফল নিশ্চিত করতে এবং পরীক্ষার সময় নম্বরের সুরক্ষা পেতে অধিকাংশ শিক্ষার্থী এই বিষয়টি নির্বাচন করে।
অবশ্যই দেখবে: HS Semester Supplementary Exam: একাদশ ও দ্বাদশ সাপ্লি পরীক্ষা, সেমিস্টারে ফেল? নিয়ম কানুন
ফোর্থ সাবজেক্ট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং ভালো ফলাফলের সম্ভাবনা বাড়ায়। তাই শিক্ষার্থীদের উচিত বিষয় নির্বাচন করার সময় ফোর্থ সাবজেক্টকে গুরুত্ব সহকারে বিবেচনা করা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »