WB Govt Holidays 2024: থাকছে অতিরিক্ত ছুটি! তালিকা প্রকাশ নবান্নের, এক্ষুনি ডাউনলোড করে নিন

WB Govt Holidays 2024 Nabanna

দুর্গাপুজো পার হয়ে হালকা শীতের আমেজের দীপাবলী হল পার! বাকি রয়েছে ভাইফোটা, ছটপুজো আর শেষে বড়দিনের লম্বা ছুটি। এর পরেই নতুন বছর ২০২৪ এর আগমন। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর থেকে প্রকাশিত হল নতুন বছরের ছুটির তালিকা।তবে কিছু ছুটিতে ঘাটতি পড়েছে এই বছরের তুলনায় পাশাপাশি অনেক বাড়তি ছুটিও পাবেন। তাই নেহাতই এই ছুটির তালিকা কম নয়। বিস্তারিত জানতে প্রতিবেদনে চোখ রাখুন। সম্প্রতি পরবর্তী বছরের কেন্দ্রীয় সরকার কতৃক প্রকাশিত ছুটির তালিকার উপর ভিত্তি করে নবান্ন থেকে ফের ছুটির তালিকা প্রকাশিত হল।

   

২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ

অর্থদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বছরের দুর্গাপুজো হতাশ করতে পারে জনসাধারণের কারন দুর্গাপুজোতে মোট তিন দিন ছুটি থাকছে। অষ্টমী ও নবমী একই সঙ্গে একই দিনে পড়ায় ছুটি মার যাচ্ছে। পাশাপাশি ছুটি ঘাটতি পড়ছে মহালয়াতেও কেননা মহালয়া ও গান্ধীজয়ন্তী একই দিনে পড়েছে। আর পাঁচটি সরকারি ছুটি রবিবার পড়ায় তার জন‍্য বরাদ্দ অতিরিক্ত ছুটি পাচ্ছেন না। তবে সরস্বতী পুজোর পরের দিন, দোলযাত্রার পরের দিন অতিরিক্ত ছুটি মঞ্জুর হয়েছে। এন আই অ‍্যাক্ট মেনে রাজ‍্যজুড়ে সকল দপ্তরের সরকারি ছুটি জারি থাকবে। কেবল কলকাতায় কালেক্টরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই ছুটির তালিকা জারি হবে না।

কোন কোন দিন থাকছে ছুটি?

নতুন বছরের ছুটির তালিকা অনুসারে ১২ ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ‍্যজুড়ে সরকারি ছুটি থাকবে। এরপর ফেব্রুয়ারি মাসে থাকছে ১৪ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ২৫ শে মার্চ দোলযাত্রা, ২৯ শে মার্চ গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকছে। তবে এপ্রিলে মাত্র একদিনই ছুটি পাবেন তা হল ১১ ই এপ্রিল ইদ উল ফেতর উপলক্ষ্যে ছুটি।

মে মাসে তিনটি সরকারি ছুটি থাকছে যথাক্রমে,১ ই মে দিবস, ৮ ই মে রবীন্দ্রজয়ন্তী, ২৩ শে মে বুদ্ধপুর্নিমা উপলক্ষে ছুটি থাকছে। অন‍্যদিকে ১৭ জুন বকরি ইদ, ১৭ জুলাই মহরমের ছুটি, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের কারনে এই তিনটি মাসে একটি করে ছুটি থাকছে। সেপ্টেবরে কোন ছুটি না থাকলেও অক্টোবরে ২ তারিখ গান্ধী জয়ন্তী ও মহালয়ার একসঙ্গে ছুটি থাকবে।

এরপর শুরু হচ্ছে দুর্গোৎসবের ছুটি ১০,১১ ও ১২ ই অক্টোবর। ১১ ই অক্টোবর অষ্টমী ও নবমী একসঙ্গে থাকায় ছুটি একদিন কম পড়ছে। এরপর ১৬ ই অক্টোবর লক্ষীপুজো ও ৩১ শে অক্টোবর কালীপুজোর ছুটি!১৫ ই নভেম্বর থাকছে গুরুনানকের জন্মদিন পাশাপাশি বিরসা মুন্ডার জন্মদিন আর ২৫ শে ডিসেম্বর বড়দিন হয়ে সরকারি ছুটির পর্ব শেষ হচ্ছে।

অবশ্যই আবেদন করুন: HDFC Scholarship: এই ব‍্যাঙ্ক প্রত‍্যেক ছাত্রছাত্রীকে দিচ্ছে স্কলারশিপ! টাকা পেতে আজই অনলাইনে আবেদন করুন

অতিরিক্ত ছুটির দিনগুলি

তবে এবারের ২০২৪ সালে সরকারের নির্দেশে বেশ কিছু অতিরিক্ত ছুটি পাবেন। ১ ই জানুয়ারি নতুন বছরের ছুটি, ১৩ ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন থাকছে ছুটি, পরের দিন অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যেও ছুটি থাকছে। ২৬ শে ফেব্রুয়ারি সবেবরাতের ছুটি ও ৮ ই মার্চ শিবরাত্রির ছুটি থাকছে। ১৬ শে মার্চ দোলের পরের দিনেই থাকছে ছুটি। ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি। ইদ উল ফেতরের আগের দিন ১০ ই এপ্রিল ছুটি থাকছে। দার্জিলিং ও কালিম্পং এ ১৩ ই জুলাই কবি ভানুর জন্মদিন উপলক্ষ্যে ছুটি থাকছে।

এছাড়াও ১৯ আগস্ট রাখি, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ফতেয়া দোয়াজের কারনে সারা রাজ‍্যজুড়ে ছুটি থাকছে।অন‍্যদিকে দুর্গাপুছো উপলক্ষ্যে চতুথী থেকে ষষ্ঠী এবং দুর্গাপুজোর পরেও ১৪ ও ১৫ ই অক্টোবর ছুটি থাকছে। ছুটি থাকছে লক্ষীপুজোর পরেও দুদিন ১৭ ও ১৮ ই অক্টোবর। কালীপুজোর পরের দিন ১ ই নভেম্বর ছুটি থাকছে। ৩ ই নভেম্বর ভাতৃদ্বিতীয়ায় রবিবার থাকলেও সোমবার ৪ ই নভেম্বর ছুটি থাকছে। ৭ই নভেম্বর ও ৮ ই নভেম্বর ছট পুজো উপলক্ষ্যে ছুটি থাকবে। এছাড়াও ২৪ শে ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষ্যে ছুটি থাকছে। এরপরেও ২১ শে এপ্রিল মহাবীর জয়ন্তী ও ৭ ই জুলাই রথযাত্রা উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি থাকবে।

WB Govt Holidays List 2024 by Nabanna PDF

WB Govt Holidays 2024 Official Notification
WB Govt Holidays 2024 Official Notification

Notification no. 6112-f(p2), Dated: 9/11/2023 of the finance department, Government of WestBengal, Nabanna. ছুটির তালিকা ডাউনলোড করা সরাসরি লিংক: Download

আরও দেখুন: Employment Exchange Scheme: বেকারদের ঘরে বসেই ২৫০০ টাকা দেবে সরকার! এখনই আবেদন করুন এই প্রকল্পে

পাঠক পাঠিকাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram