WBCHSE HS Semester New Syllabus Class 11 Bengali Book: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি তাদের নতুন সেমিস্টার সিস্টেমের আওতায় একাদশ শ্রেণীর জন্য বাংলা পাঠ্যপুস্তক প্রকাশ করেছে। এই নতুন সিলেবাসে শিক্ষার্থীরা দুইটি সেমিস্টারের মাধ্যমে তাদের পাঠ সম্পন্ন করবে। প্রথম সেমিস্টার (সেমিস্টার ১) এবং দ্বিতীয় সেমিস্টার (সেমিস্টার ২) উভয়ই শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষায় সহায়ক হবে।
এই পোস্টে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা পাঠ্যসূচির বিস্তারিত তালিকা, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বাংলা বইয়ের পিডিএফ (WBCHSE Bengali Book PDF New Syllabus) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।
WBCHSE Class 11 Bengali Test Book: উচ্চ মাধ্যমিক সেমিস্টার একাদশ শ্রেণীর বাংলা বই
বিষয় | রচনা | লেখক |
---|---|---|
গদ্য | পুঁইমাচা | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
প্রবন্ধ | বিড়াল | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
কবিতা | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | মাইকেল মধুসূদন দত্ত |
কবিতা | সাম্যবাদী | কাজী নজরুল ইসলাম |
আন্তর্জাতিক গল্প | বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো | গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ (অনুবাদ-মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়) |
ভারতীয় কবিতা | চারণ কবি | ভারভারা রাও (অনুবাদ-শঙ্খ ঘোষ) |
সাহিত্যানুশীলন: পাঠ্যসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য (Bengali Book Curriculum)
এই নতুন সিলেবাসের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের সাহিত্যিক রচনা পড়ার সুযোগ পাবে। গদ্য, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা সহ বিভিন্ন ধরণের রচনা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “পুঁইমাচা”, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বিড়াল”, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কাজী নজরুল ইসলামের “সাম্যবাদী”, গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজের অনুবাদিত গল্প এবং ভারভারা রাওয়ের কবিতা পড়ার মাধ্যমে তাদের সাহিত্য জ্ঞান সমৃদ্ধ করতে পারবে।
WBCHSE Class 11 Bengali Book PDF (New Semester Syllabus)
ছাত্র-ছাত্রীদের সরকার থেকে পাঠ্যবই দেওয়া হবে, তবে তা ভর্তি প্রক্রিয়ার সম্পন্ন হলে যা এখন থেকে প্রায় তিন থেকে চার মাস দেরি। তাই ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা এগিয়ে রাখতে পারে সেজন্য প্রথম সেমিস্টারের অংশটি “Free Digital” কপি হিসেবে আমরা শেয়ার করলাম।
উচ্চ মাধ্যমিক সংসদের একাদশ শ্রেণি বাংলা পাঠ্যপুস্তক পিডিএফ (নতুন সিলেবাস অনুযায়ী) Bengali Text Book PDF (New Syllabus Semester) | 3 MB |
↓ DOWNLOAD PDF | ✅️ |
বিনামূল্যে পাঠ্যবই PDF তো তোমরা পেয়ে গেলে, এটির ডিজিটাল নোট+MCQ সহায়িকা মাত্র 30 টাকা তে তোমরা কিনে নিতে পারবে 👇
পরবর্তীকালে পাঠ্য পুস্তক পেয়ে গেলে তখন সেখান থেকেই তোমরা পড়াশোনা করবে। এটি আপাতত রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তোমাদের হ্যান্ডবুক হিসেবে মোবাইলের মধ্যে রেখেই দেখে পড়াশোনা করবে।
অবশ্যই দেখবে: উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমের সকল নিয়ম ও আপডেট
নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমের মাধ্যমে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সর্বত্রভাবে আমরা সহায়তা করার জন্য পাশে রয়েছি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »