WB Entrance Exam Calender 2025: নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার তারিখ, দেখে নিন!

Dibyendu Dutta

Published on:

WBJEE Exam Calender 2025 All Important Exam Dates

পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB) সম্প্রতি ২০২৫ সালের একাধিক প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিকেল, এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন।

WBJEE Board Exam Calender 2025: নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার তারিখ!

🔹 গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ও বিশদ বিবরণ

🏛️ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি কোর্স (WBJEE-2025)

📅 পরীক্ষার তারিখ: ২৭ এপ্রিল ২০২৫ (রবিবার)

🏥 B.Sc নার্সিং ও প্যারামেডিকেল কোর্স (JENPAS (UG)-2025)

📅 পরীক্ষার তারিখ: ২৫ মে ২০২৫ (রবিবার)

🏗️ ইঞ্জিনিয়ারিং (ল্যাটারাল এন্ট্রি) কোর্স (JELET-2025)

📅 পরীক্ষার তারিখ: ১৫ জুন ২০২৫ (রবিবার)

🎓 প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা (PUBDET-2025)

📅 পরীক্ষার তারিখ: ২১ ও ২২ জুন ২০২৫ (শনিবার ও রবিবার)

🏥 ANM ও GNM নার্সিং কোর্স (ANM & GNM -2025)

📅 পরীক্ষার তারিখ: ২৯ জুন ২০২৫ (রবিবার)

এছাড়া অন্যান্য আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ গুলি নিচে ছকের আকারে আপনাদের সঙ্গে সহজে শেয়ার করা হলো, শেষে আপনাদের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া থাকবে আপনারা সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন।

রাজ্যের প্রবেশিকা পরীক্ষা WBJEEB ২০২৫ সম্পূর্ণ সময়সূচি (সহজ ছকে)

WBJEEB Tentative Schedule of Examination 2025

পরীক্ষার নামভর্তি কোর্সপরীক্ষার তারিখ (২০২৫)
আন্ডারগ্রাজুয়েট বা উচ্চ মাধ্যমিকের পরে
WBJEE-2025ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচার২৭ এপ্রিল (রবিবার)
JENPAS(UG)-2025B.Sc নার্সিং ও প্যারামেডিকেল২৫ মে (রবিবার)
JELET-2025ইঞ্জিনিয়ারিং (ল্যাটারাল এন্ট্রি)১৫ জুন (রবিবার)
PUBDET-2025প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়২১ ও ২২ জুন (শনিবার-রবিবার)
ANM & GNM -2025ANM ও GNM নার্সিং২৯ জুন (রবিবার)
পোস্টগ্রাজুয়েশন এডমিশন কোর্স
JEPBN-2025পোস্ট বেসিক B.Sc নার্সিং১২ জুলাই (শনিবার)
JEMScN-2025M.Sc নার্সিং১৩ জুলাই (রবিবার)
JEMAS(PG)-2025প্যারামেডিকেল ও অ্যালাইড সায়েন্স PG১৯ জুলাই (শনিবার)
JECA-2025MCA কোর্স২০ জুলাই (রবিবার)
PUMDET-2025প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (PG)২৭ জুলাই (রবিবার)

ডাউনলোড করুন: WBJEEB Exam Schedule Official PDF

WBJEEB-এর এই সময়সূচি সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার তারিখ আগেভাগে প্রকাশিত হওয়ায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://wbjeeb.nic.in) থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ উৎস:

শুধুমাত্র রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফরম ফিলাপ আগে হয়ে গিয়েছে বাকি আর অন্য কোন পরীক্ষার ফর্ম ফিলাপ এখনো শুরু হয়নি খুব তাড়াতাড়ি সেগুলো হলে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো।🚀

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram