দেশ বা রাজ্যের সরকারি বাজেট হোক কিংবা বড় কোম্পানির প্রসঙ্গ উঠলে তোমরা সেখানে Accountant – শব্দটা বিভিন্ন সময়ে শুনে থাকবে। এমনকি Start Up বা প্রাইভেট লিমিটেড কোম্পানি সবক্ষেত্রেই টাকা পয়সার ক্ষেত্রে এই শব্দটা শোনা যায়। কোম্পানিগুলির Financial পরিচালনা করার জন্য Accountant প্রয়োজন হয়ে থাকে।
আজকের এই প্রতিবেদনে Accountant আসলে কি? কত ধরনের প্রোফাইল হয় – এর বিভিন্ন প্রকার Job Duties সম্পর্কে জানাবো। সঙ্গে থাকবে বিশেষ কিছু Career Tips, শুধুমাত্র তোমাদের জন্য – সহজ করে তোমরাও কিভাবে এই সম্পর্কিত ক্যারিয়ার শুরু করতে পারবে।
How To Become An Accountant: Step-By-Step Guide – একাউন্টেন্ট হওয়ার গাইড
Accountant হলেন একজন Professional ব্যক্তি যিনি বিভিন্ন কোম্পানি তথা ব্যক্তি বিশেষের (High Net Worth Individuals) আর্থিক পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি দেখে থাকেন। এরা Investors, Managers, Business Owners – দের Financial Decisions – নিতে সহায়তা করে থাকেন। কোম্পানির Financial Performance পর্যালোচনা করে Financial Statements তৈরি করা একজন Accountants – এর কাজ।
Types of Accountants: বিভিন্ন ধরনের অ্যাকাউন্টেন্ট
Accountants – বেশ কয়েকটি Types রয়েছে –
Auditor (অডিটর): Auditor হলেন এমন একজন Accountant যিনি প্রতিষ্ঠানের Financial Systems, Financial Statements – এর Audit করে থাকেন। এছাড়া, Clients – দের Financial Advice দেওয়াটাও এদের কাজ।
Financial Accountant (ফাইন্যান্সিয়াল একাউন্টেন্ট): Financial Accountant হলেন এমন একজন Professional যিনি কোন প্রতিষ্ঠানের বা কোম্পানির Transactions – গুলিকে Summarising করেন এবং Financial Statements – এর মাধ্যমে সেগুলিকে Reporting করে থাকেন। এছাড়া, Budgets এবং Investment Decisions নিতে এরা প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে।
Forensic Accountant (ফরেন্সিক একাউন্টেন্ট): বিভিন্ন Financial Fraud – এর investigation করে থাকে Forensic Accountants – রা। এরা প্রতিষ্ঠানের Financial Records – এর মধ্যে অসঙ্গতি আছে কিনা তা জানার জন্য Detail Research and Analysis করে থাকে।
Government Accountant (সরকারি একাউন্টেন্ট): Government Accountant – রা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করে থাকেন। সরকারের Financal Plan বা বাজেট – নির্ধারণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের সামগ্রিক হিসাব-নিকাশেও এনারা যুক্ত থাকেন (Divisional Accountant)।
Management Accountant (ম্যানেজমেন্ট): Organisation – এর আর্থিক ব্যবস্থা Management এর দায়িত্ব থাকে Management Accountant – দের উপর। কোন প্রতিষ্ঠানের লাভ – লোকসান অনেকখানি এদের ওপর নির্ভর করে।
Investment Accountant (ইনভেস্টমেন্ট): নাম শুনে তোমরা বুঝতেই পারছো এই প্রকার Accountants – রা Investment বা বিনিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে। এরা সাধারণত Stocks, Bonds, Currencies – এর ব্যাপারে Highly Knowledgeable হয়ে থাকে।
আরো দেখো: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন!
Accountants দের কাজ তথা Job Profile
Accountants – দের Duties সাধারণত Clients-দের Requirements – এর উপর নির্ভর করে। সাধারণভাবে একজন Accountants Daily Basis – এ যে কাজগুলি করে থাকেন সেগুলো হল –
- Tax Returns Prepare করা এবং সময়মতো Tax Filing তা লক্ষ্য রাখা।
- Profit এবং Loss – এর উপর Statement তৈরি করা।
- প্রতিষ্ঠানের Budget তৈরি করা এবং Review করা।
- Cost Reduction, Profit Maximisation, Revenue Enhancements – এর জন্য ও Strategies – তৈরি করা।
- Invoices Review এবং Process করা।
বেতন বা স্যালারি: প্রাথমিকভাবে 50000 টাকা প্রত্যেক মাসে স্যালারি হয়ে থাকে একজন একাউন্টেন্টের, তবে সেটা কোম্পানি ভিত্তিতে ভিন্ন হয়ে থাকে আর চ্যাটার্ড একাউন্টেন্টের (CA) আরো বেশি হয়ে থাকে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বাড়ে।
জেনে নাও: BDO (Block Development Officer) হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে? সবকিছু
Accountants কিভাবে হবে? কি নিয়ে পড়তে হবে?
এরপর আসি, তুমি কিভাবে অ্যাকাউন্টেন্ট হতে পারবে? কয়েকটি Steps উল্লেখ করা হলো যেগুলির মাধ্যমে তুমি ব্যাপারটা বুঝতে পারবে –
- Class 10 – এর পরবর্তীতে Commerce শাখায় ভর্তি হও।
- 12th standard এর পরবর্তীতে Commerce – এর উপর Bachelor’s Degree (BCom) করতে হবে, Accountancy বিষয়ের ওপর।
- Intern অথবা Junior Accountant – হিসাবে Experience নিতে হবে ৬ থেকে ১ বছর পর্যন্ত কোন জায়গায় কাজ শেখার জন্য।
- Accounting – এর উপর Speciality (Financial Accounting, Auditing or Management Accounting) Choose করতে পারো, এবং পরবর্তীকালে হায়ার স্টাডিও করতে পারো।
চার্টার্ড একাউন্টেন্ট (CA) হতে চাইলে সেই সম্পর্কিত পড়াশোনা তথা Course Complete করতে হবে, এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে চ্যাটার্ড হতে পারবে। অন্যথায় সাধারণ অ্যাকাউন্টেন্ট হিসেবেও কাজ করতে পারবে।
অবশ্যই দেখবে: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন
আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে তোমরা Accountant সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবে। প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ক্যারিয়ার আপডেট, পড়াশোনার গাইডেন্স সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের অ্যাপের মাধ্যমে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »