পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (W.B.C.H.S.E) কর্তৃক ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৭ মে ২০২৫ তারিখে (বুধবার) দুপুর ১২:৩০ টায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে প্রকাশিত হবে। অনলাইনে ফলাফল দেখা এবং ডাউনলোড করার সুযোগ থাকবে দুপুর ২:০০টার পর থেকে। সমস্ত কিছু বিস্তারিত দেখে নিন –
WB HS Result Date 2025 Official: উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫
WBCHSE HS 2025 Result Date Out Official Notice: এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের জন্য। শেষবারের মতো চিরাচরিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি এবং রেজাল্ট প্রকাশের সমাপ্তি ঘটবে। পরের বছর থেকে সেমিস্টার সিস্টেমে সমস্ত কিছু হচ্ছে।
ফলাফল দেখার ওয়েবসাইট (Result Checking Website)
ফলাফল দেখতে এবং ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন:
- https://result.wb.gov.in
- https://results.digilocker.gov.in/
- www.indiaresults.com
(মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে)
- iResults App
- Result.Shiksha
- EduTips App
আমাদের অ্যাপের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের যেই পোর্টালে সবথেকে তাড়াতাড়ি রেজাল্ট দেখা যাবে, সেই সুবিধা পৌঁছে দেব।
দেখে রাখুন: RTI কি? কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক রেজাল্ট খাতা দেখবে? কত খরচ? সবকিছু দেখুন
উচ্চমাধ্যমিক রেজাল্ট মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ (HS Result Marksheet Distribution)
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং পাস সার্টিফিকেট আগামী ৮ মে ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের ৫৫টি বিতরণ কেন্দ্রে সকাল ১০:০০ টায় বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা অথবা টিচার-ইন-চার্জ মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে ৮ মে’র মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবেন, সময় স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
উচ্চমাধ্যমিক রেজাল্ট অফিসিয়াল নোটিস দেখুন (WBCHSE Official PDF Notice) No.: L/PR/251/2025 Date: 28/04/2025 | ↓ Download PDF |
EduTips রেজাল্ট দেখার পোর্টাল (রেজাল্টের দিন একটিভ হবে) | result.edutips.in |
সংসদের অফিসিয়াল পোর্টাল | https://wbchse.wb.gov.in/ |
মিস করবেন না: উচ্চ মাধ্যমিক পাশের পর কি কি স্কলারশিপ আছে? দেখে নিন
এই সময়ে, ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে তাঁদের পরিবারের সদস্যরা বিশেষভাবে উদ্বিগ্ন থাকেন। একদিকে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক-নির্দেশনা, আর অন্যদিকে, শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের সফলতার প্রতি গর্ব।
২রা মে সকাল থেকেই শুরু হতে চলেছে আনন্দের উল্লাস! ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো EduTips-এর তরফ থেকে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »