Ishan Uday Scholarship: ইশান উদয় বৃত্তি প্রকল্পে প্রত‍্যেক ছাত্রছাত্রী পাবে ৫০০০ টাকা! এখনই আবেদন করুন

Arpita Paul

Updated on:

Ishan Uday Scholarship Application Online Form Fill Up Last date

বহু আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর্থিক অনটনের জন‍্য তারা পড়াশুনা চালিয়ে যেতে অপারগ তাদের সাহায্যের জন‍্য সরকার ইতিমধ্যে বিভিন্ন স্কিম ও প্রকল্প চালু করেছেন, বিভিন্ন ভাতার আয়োজন করেছেন। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা একটি বেসরকারী স্কলারশিপ “ইশান উদয় প্রকল্প“। আজকে এই স্কলারশিপের বিষয়ে আমরা বিস্তৃত জানাবো তাই এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই পুরো প্রতিবেদনটি পড়ুন।

   

Ishan Uday Scholarship: ইশান উদয় স্কলারশিপ 2023-24

ইউজিসিএর দ্বারা পরিচালিত ইশান উদয় হল ২০১৪ সাল থেকে প্রচলিত একটি বৃত্তি প্রকল্প যা দেশজুড়ে বিভিন্ন বিভাগ মেডিকেল এবং প্যারামেডিক্যাল ডিগ্রী সহ সাধারণ ডিগ্রি, প্রযুক্তিগত, এবং পেশাদার ডিগ্রি প্রোগ্রামগুলিতে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন। প্রত‍্যেক বছর মেধার ভিত্তিতে নির্বাচিত ১০০০০ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। মাসিক কিস্তি ভিত্তিতে এই স্কলারশিপে ভাতা পান শিক্ষার্থীরা।

বৃত্তির পরিমান

মেধার ভিত্তিতে নির্বাচিত মোট ১০০০০ নির্বাচিত শিক্ষার্থীদের মধ‍্যে সাধারন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা মাসিক ৫৪০০/- টাকা ও পেশাদারি স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারা মাসিক ৭৮০০/- হিসেবে পাবেন। চলতি কোর্স চলাকালীন মাসিক এই ভাতা পাবেন ও ছাত্রছাত্রীদের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সরাসরি তা ট্রান্সফার করা হবে।

আবেদনকারীর যোগ‍্যতা

১) এই স্কলারশিপে ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই উত্তর-পূর্ব অঞ্চলের (আসাম, অরুণাচল Switch, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং সিকিম) অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরো পড়ুন: কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ দেখেনিন? এবার সবার জন্য রয়েছে সরকারি স্কলারশিপ

২) শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক, কারিগরি বা পেশাদার স্তরে প্রথম বর্ষে পাঠরত হতে হবে,

৩) ছাত্রছাত্রীর বাৎসরিক আয় বাৎসরিক ৪.৫ লক্ষের নিচে হতে হবে।

যেভাবে আবেদন করতে হবে? (Online Application Process)

১) প্রথমে প্রার্থীকে ন‍্যাশনাল স্কলারসিপ পোর্টাল www.scholarships.gov.in তে যেতে হবে

২) এরপর ‘new registration’ অপশনে ক্লিক করে registration কমপ্লিট করতে হবে,

৩) এরপর আপনার ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে ওটিপি নির্বাচিত স্থানে বসান, এরপর ফোন নম্বর যুক্ত আধার নম্বর বসান ও তা ভেরিফাই করুন।

৪) এরপর পুনরায় ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে পার্সোনাল ডিটেলস ও শিক্ষাগত যোগ‍্যতার তথ‍্য ফিল আপ করুন।

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন এবং জমা করা তথ‍্যাদি পুনরায় চেক করে ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করুন।

আরো বিস্তারিত জানুন: https://ner.ugc.ac.in/

** স্কলারশিপ প্রকল্পর অফিশিয়াল গাইডলাইন ডাউনলোড করুন: Download

Apply More: National NSP Scholarship ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন

কী কী ডকুমেন্টস লাগবে

১) প্রার্থীর বাৎসরিক আয়ের প্রমানপত্র, ২) প্রারম্ভিক পরীক্ষার মার্কশিট, ৩) শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বোনাফাইড সার্টিফিকেট, ৪) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র, ৫) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান

আবেদনের শেষ তারিখ (Ishan Uday Scholarship Last Date 2023)

যেসকল প্রার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে আগ্রহী তারা আগামী ৩১ শে ডিসেম্বরের মধ‍্যে আবেদন সম্পন্ন করবেন

প্রতিবেদনটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার জন‍্য ধন‍্যবাদ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram