Madhyamik English Suggestion 2024: মাধ্যমিক ইংরেজি সাজেশন (Seen & Writing PDF) ডাউনলোড করুন!

Madhyamik English Suggestion 2024 Seen Grammer Writing

সামনেই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছে। কিন্তু পড়ুয়াদের চিন্তার কোন কারণ নেই, আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সাজেশন সিরিজ। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 (Madhyamik English Suggestion 2024) ।

   

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 (Madhyamik English Suggestion 2024)

ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সাজেশন দেওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ প্রতিবছরই কিছু না কিছু নতুন ধরনের রাইটিং এবং প্রশ্নের সঙ্গে ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে হয় ইংরেজি পরীক্ষার পেপারটিতে। যেহেতু ইংরেজি পরীক্ষাটি ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রেই দেয় তাই সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের এক্ষেত্রে অতিরিক্ত থাকা দরকার।

Madhyamik English Suggestion 2024
বিষয়English (সেকেন্ড ল্যাংগুয়েজ)
পরীক্ষার তারিখ৩ ফেব্রুয়ারী, ২০২৪
PDF ফাইলপোস্টের শেষে নীচে দেওয়া হয়েছে

মাধ্যমিক ইংরেজি প্রশ্ন কাঠামো (Madhyamik English Question Pattern)

টপিকপূর্নমান
Seen২০
Unseen২০
Grammar২০
Writing৩০

মাধ্যমিক ইংরেজি নাম্বার বিভাজন (Madhyamik English Mark Distribution)

TopicM.C.Q
(1 Mark)
S.A.Q
(1 Mark)
L.A.Q
(2 Mark)
D.A.Q
(10 Mark)
Total
Prose1×5=51×3=32×2=412
Poem1×4=42×2=408
Unseen1×6=61×6=62×4=820
Grammar & Vocabulary1×3=31×9=92×4=820
Writing10×3=3030

Madhyamik English Seen Suggestion 2024

Lessonগল্প বা কবিতার নামবিগত কোন সালগুলিতে এসেছিল২০২৪ সালে আসার সম্ভাবনা
1Father’s Help2019⭐⭐⭐⭐⭐
2Fable2022⭐⭐
3The Passing Away of Bapu2018, 2023
4My own True Family2019⭐⭐⭐⭐⭐
5Our Runaway Kite2022⭐⭐
6Sea Fever2018, 2023
7The Cat2020⭐⭐⭐
8The Snail2020⭐⭐⭐

Father’s Help M.C.Q

নিজে Father’s Help থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য দেয়া হলো, বিশেষ করে সিনের প্রশ্ন জন্য তোমরা উত্তর প্রশ্ন করতে দেওয়া সিম থেকেই পেয়ে যাবে এর জন্য তোমাদের চ্যাপ্টারগুলো ভালো করে রিডিং পড়ে রাখতে হবে এবং গল্পগুলো বেশি গুরুত্ব দিতে হবে।

নংপ্রশ্নউত্তর
১)Realising that it was Monday morning Swami–(a)shuddered (b)yawned. (c)smiled. (d) laughed.(a)shuddered
২)Swami suffered from–(a) malaria (b)toothache. (c) Stomach-ache. (d)headache.(d)headache
৩)Swami hoped he did not have to go to–(a)circus. (b) college. (c) school (d)office.(c) school
৪)When Swami ought to have been in the school prayer hall, he was lying on the –(a)table (b)bed (c)desk. (d) Bench.(d) Bench
৫)Swami knew his father to be–(a) angry (b)generous (c)happy (d) stric.(d) stric
৬)Swami considered himself to be a/an– (a) indifferent boy (b)intelligent boy (c)good boy (d)bad boy.(d)bad boy
৭)Swami stopped on the roadside– (a)To make Delay (b)to wait for his friend (c)to take a decision(d) to play with friends.(c)to take a decision
৮)While thinking about Samuel, Swami was filled with–(a)Cheerfulness (b)sorrow (c)irritation (d)nervousness.(b)sorrow
৯)All the allegations against Samuel were raised by– (a)All students (b)the headmaster (c) Swaminathan (d)the guardians. (c) Swaminathan
১০)As for Swaminathan’s recollection Samuel had –(a)a clean shaved. (b) stubborn moustache. (c) butterfly moustache (d)thin moustache (d)thin moustache
১১)While entering at school gate Swami was struck with– (a) a trick (b)plan (c)idea (d)chance.(c)idea
১২)An idea occurred to Swami when he entered the–(a) headmaster’s room (b)the school gate (c)the classroom (d)the home. (b)the school gate
১৩)Swami decided to deliver the letter to the headmaster–(a)at the beginning of the day (b)in the first period (c)before prayer (d)at the end of the day.(d)at the end of the day
১৪)Swami wanted Samuel to do something in the class to– (a)forget his anger (b)meet the headmaster (c)to offend the headmaster (d)to justify the letter.(d)to justify the letter
১৫)When Swami reached his classroom, Samuel was teaching–(a)English (b)geometry (c)algebra (d) arithmetic. (d) arithmetic

তোমাদের সুবিধার জন্য এছাড়া True/False, শূন্যস্থান পূরণ এবং গ্রামারগুলি সম্পূর্ণ প্র্যাকটিসের উপরেই তোমরা করতে পারবে। ইংরেজির মতো বিষয়ের গুরুত্বটা অনেকটাই, সেক্ষেত্রে সমস্ত ধরনের সিলেবাসের মধ্যে গ্রামার গুলি ভালো করে প্র্যাকটিস করে সেখানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই করা যাবে।

Madhyamik English Writing Suggestion 2024 (মাধ্যমিক ইংরেজি রচনা সাজেশন)

মাধ্যমিক ইংরেজিতে তিনটে রচনা লিখতে হয়, এবং তিনটি বিভিন্ন ধরনের দেওয়া থাকে। কোন সময় জীবনী দেওয়া হয় কোন সময় গল্প কোন সময় কোন অফিশিয়াল চিঠি লিখতে দেওয়া থাকে এবং এই রাইটিং এর সাজেশন খুব একটা কাজ করে না। তবুও আশা সম্ভাবনা রয়েছে সে রকম কিছু রাইটিং তোমাদের জন্য সাজেশন হিসেবে দেওয়া রইল যেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে।

প্রশ্নপত্রেই হিংস দেওয়া থাকে বায়োগ্রাফি এবং অন্যান্য স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তাই তোমাদের প্র্যাকটিস থাকলে সেখান থেকেই তোমরা বানিয়ে লিখে আসতে পারবে। আর এটা মনে রাখতে হবে, কোন প্রশ্ন ছেড়ে আসবে না – যেটুকু জানো প্রশ্নটার উত্তর যেটুকু বুঝতে পেরেছ সেটুকুই লিখে দিয়ে আসবে এবং তার ওপর তোমরা নাম্বার পাবে। এখন কিছু সাজেশন দেখে নেয়া যাক –

  1. Health awareness camp
  2. Blood donation camp
  3. An educational tour from school
  4. Dengue awareness and prevention
  5. Awareness of Ban plastic
  6. Observation of tree plantation day
  1. How to prepare masks in factory
  2. Preparation of chicken biryani
  3. Preparation of fried rice
  4. Preparation of mango pickle
  1. Environment Day observed in school
  2. A serious train accident
  3. A grevious Road accident
  4. Flash Flood
  5. Balasore train accident
  6. Outbreak of fire in your local market

Chandrayaan 3 Report Writing (10 Marks) Madhyamik & HS

  1. Benefits of daily newspaper reading
  2. Benefits of physical exercise daily
  3. The annual Prize Distribution and cultural program
  4. Advising About Too much time Spend on mobile screen
  1. Importance of water conservation
  2. A book you have recently read
  3. Uses and abuses of mobile phone
  4. Safe drive save life

এই ধরনের অফিসিয়াল চিঠিপত্র গুলো প্রায়শই আসার সম্ভাবনা থাকে খেতে ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি লিখতে দেওয়া হয় যেমন- খবর কাগজের সম্পাদককে চিঠি, হেডমাস্টার কে চিঠি, BDO/SDO সাহেব কে চিঠি।

  1. Write a letter to Complain to local people about loss of your mobile phone.
  2. Write a letter to the editor of an English daily, requesting him to take up his pen to create awareness among people regarding random misuse and harmful effects of mobile phone.
  3. Write a letter to the editor of an English daily complaining about the irregular clearance of garbage in your locality.
  4. Write a letter to the editor of an English daily expressing your views about unsafe journey in the pool cars.
  5. Write a letter to the Headmaster of your school requesting him for organizing an educational trip to place of historical interest.
  6. Write a letter to the HM of your school requesting him/her to organize a science exhibition/a blood donation camp in your school.
  7. Write an application to the HM of your school for the improvement of the school library.
  8. Write a letter to the HM of your school requesting him/her to make available text and reference boo in your library.

ইংরেজি সাজেশন মাধ্যমিক পিডিএফ ডাউনলোড (PDF Download)

মাধ্যমিক English সাজেশন (Pattern & Writing)700 KB
PDF Download ↓

তোমাদের যদি কোন জায়গায় বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সব ধরনের সাহায্য করার চেষ্টা করব। সাজেশন ভিত্তিক পড়বে না বইয়ের সমস্ত সিলেবাস ধরে ধরে পড়বে, তবে সাজেশন হিসেবে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোই বেশি জোর দেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাবে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram