WBJEE 2024 Exam Bulletin: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন প্রকাশ করল রাজ্য বোর্ড! ডাউনলোড করে রাখুন

WBJEE 2024 Exam Bulletin Download @WBJEEB.NIC.IN

WBJEE 2024 Bulletin @wbjeeb.nic.in: বহু ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষায় বসবে। এবার সেই সব ছাত্র ছাত্রীদের জন্য দারুন সুখবর। প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন। ২২সে ডিসেম্বর জয়েন্ট এন্ট্রান্সের বুলেটিন প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। ২০২৪ সালে কবে থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা? চলুন বিস্তারিত ভাবে এই প্রতিবেদন থেকে জেনে নিন।

   

আগামী ১৬সে ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে আগামী ২৯সে ফেব্রুয়ারি। এরপরই অনেক উচ্চ মাধ্যমিক পড়ুয়া ইঞ্জিনিয়ারিং কিংবা ফার্মাসি কোর্স করবে বলে পরিকল্পনা নিয়েছে। সেই সমস্ত পরীক্ষার্থীকে আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। এই প্রবেশিকা পরীক্ষায় পাস করলে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্স ভর্তি হতে পারবে।

কবে থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা?

গতকাল অর্থাৎ ২২সে ডিসেম্বর ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন প্রকাশিত হলো wbjeeb.nic.in ওয়েবসাইটে। এই বুলেটিন অনুযায়ী, আগামী বছরের ২৮সে এপ্রিল (রবিবার) থেকে শুরু হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে শুরু হবে পরীক্ষা এবং পরীক্ষা চলবে বিকাল ৪টে পর্যন্ত। একই দিনে দুটি পেপারের পরীক্ষা হবে। ১১টা থেকে ২টা পর্যন্ত পেপার ১ অর্থাৎ অঙ্ক পরীক্ষা হবে। মাঝে ১ ঘন্টার ব্রেক থাকবে। তারপর আবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পেপার ২ অর্থাৎ ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে।

জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ পরীক্ষায় কারা আবেদন করতে পারবেন?

শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবেন। এই পরীক্ষাটি দেওয়ার জন্য অবশ্যই প্রার্থীকে উচ্চমাধ্যমিক কিংবা সমতুল্য যে কোনো ডিগ্রি সম্পন্ন করতে হবে কিংবা উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছেন এমন ছাত্র ছাত্রীরাও এই পরীক্ষায় বসতে পারেন। এই পরীক্ষায় বসার জন্য ২০২৪ সালের ৩১সে ডিসেম্বরের মধ্যে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৭ বছর। তবে সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছর।

আরো পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স JEE (Main)-এর রেজিস্ট্রেশন শুরু ঘোষনা NTA এর! কারা যোগ্য জেনে নিন?

জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ পরীক্ষায় কীভাবে আবেদন করবেন?

জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ পরীক্ষায় বসতে গেলে প্রথমে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। www.wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। এই ওয়াবসাইট থেকে নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। একবার যে তথ্য দিয়ে সাবমিট করবেন, তা আর সংশোধন করা যাবে না। এরপর প্রয়োজনীয় নথি সহ কালার ফটোগ্রাফ ও সিগনেচার আপলোড করতে হবে।

জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ পরীক্ষার আবেদন মূল্য কত?

এই পরীক্ষায় বসার জন্য জেনারেল পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা জমা করতে হবে। জেনারেল মহিলা সহ SC, ST, OBC-A, OBC-B, EWS, TFW শ্রেণীর পুরুষ প্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা জমা করতে হবে। অন্যদিকে থার্ড জেন্ডার সহ SC, ST, OBC-A, OBC-B, EWS, TFW শ্রেণীর মহিলা প্রার্থীদের ৩০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে

WBJEE 2024 Exam Bulletin @wbjeeb.nic.in
WBJEE 2024 Exam Bulletin @wbjeeb.nic.in

ওয়েস্টবেঙ্গল জয়েন্ট ২০২৪ বুলেটিন লিংক: ডাউনলোড করুন

WBJEE 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামের তারিখ প্রকাশ করল বোর্ড! কারা যোগ্য? কবে পরীক্ষা জেনে নিন

উল্লেখ্য, এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানার জন্য বুলেটিনটি ডাউনলোড করুন। বুলেটিন ডাউনলোড করার জন্য wbjeeb.nic.in এই ওয়েবসাইটে গিয়ে WBJEE অপশনে ক্লিক করুন, তারপর Information Bulletin WBJEE 2024 এ ক্লিক করে Open এ ক্লিক করে PDF টি ওপেন করে বুলেটিনটি পড়ে নিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram