Colgate Scholarship: কোলগেট স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবে ৭৫,০০০ টাকা! দেরী না করে এখনি আবেদন করুন

Colgate Keep India Smiling Scholarship Program Application Online Last Date Form Fill Up

মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যেতে ফের নব উদ‍্যোগে হাজির কোলগেট ইন্ডিয়া (Colgate India Scholarship)। আর্থিক সহায়তা প্রদান করে তাদের পঠনপাঠনের সাক্ষী ইতিমধ্যে অনেক সরকারি বেসরকারী সংস্থা হয়ে এসেছে। যাতে অর্থাভাবে কোন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনায় না পিছিয়ে পড়তে হয় তাইজন‍্যই এই উদ‍্যোগ। তবে আজকের স্কলারশিপের বিষয়টি কোলগেট ইন্ডিয়ার তরফ থেকে প্রচারিত। কারা কারা আবেদন করতে পারবেন ও কী ভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

   

কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ প্রোগ্রাম (Colgate Keep India Smiling Scholarship Program)

স্কলারশিপের বিষয়ে সংক্ষিপ্ত বিবরন –

স্কলারশিপের নাম
কোলগেট কিপ ইন্ডিয়া স্মাইলিং স্কলারশিপ প্রোগ্রাম
উদ‍্যোক্তাকোলগেট ইন্ডিয়া
প্রার্থীর যোগ‍্যতাব‍্যাচালর বা মাস্টার্স ইন ডেন্টাল সার্জারি
বৃত্তির পরিমানবাৎসরিক ৭৫০০০ টাকা
আবেদনের শেষ তারিখ৩১ শে জানুয়ারী ২০২৪

আবেদনকারীর যোগ‍্যতা (Eligibility Criteria)

১. আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ডেন্টাল সার্জারিতে ব‍্যাচালর বা মাস্টার্স ডিগ্রি করতে হবে।

২. প্রার্থীদের উচ্চমাধ‍্যমিক পরীক্ষায় নূন‍্যতম ৬০ % নম্বর রাখতে হবে।

৩. আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত সরকারি বা বেসরকারী ইনস্টিটিউটে বিডিএস নিয়ে পাঠরত হতে হবে।

৪. প্রার্থীর বার্ষিক আয় ৪ লক্ষের নিচে হতে হবে।

৫. আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর জাতীয় প্রমান পত্র (আধার কার্ড)
  • প্রার্থীর মাসিক আয়ের প্রমান (সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র/বিপিএল সার্টিফিকেট/বেতন স্লিপ )
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান (কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)
  • আবেদনকারীর ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের রসিদ
  • দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট

অবশ্যই দেখে রাখো: Oasis Scholarship Application Update: ওয়েসিস স্কলারশিপ নিয়ে বিরাট খবর! সমস্যার সমাধান হলো ছাত্র-ছাত্রীদের

কোলগেট স্কলারশিপ আবেদনের পদ্ধতি (Colgate Scholarship Application Online Buddy4Study)

১. প্রথমে আপনার রেজিস্টারড আইডি দিয়ে Buddy 4 study তে লগইন করুন। আইডি রেজিস্টার না থাকলে ফোন নম্বর আর ইমেইল দিয়ে রেজিস্টার করে নিন।

২. এরপর Colgate Keep India Smiling Scholarship Program’ আবেদনের পৃষ্ঠায় যান ও start application করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।

৩. সমস্ত তথ‍্য নির্ভুলভাবে পূরন করুন ও প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।

৪. ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করে ফাইনাল চেক করে submit now অপশনে গিয়ে আবেদন পদ্ধতি সম্পন্ন করুন।

অনলাইন আবেদনের সরাসরি লিংক » Apply Now

আরও স্কলারশিপ: TATA Steel Scholarship: আবারো পড়ুয়াদের স্কলারশিপ দেবে টাটা গ্রুপ, পাবেন ১ লক্ষ টাকা! আবেদন দেখে নিন

বৃত্তির পরিমান (Scholarship Money Amount)

আবেদনকারী প্রার্থীরা বাৎসরিক ৭৫০০০ টাকা সাহায্য হিসেবে পাবেন। প্রার্থীরা বৃত্তি তহবিলটি শুধুমাত্র একাডেমিক-সম্পর্কিত খরচ, টিউশন ফি, হোস্টেল ফি, খাবার, ইন্টারনেট অ্যাক্সেস, ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, পাঠ্যপুস্তক, স্টেশনারি এবং অনলাইন শিক্ষার উপকরণগুলির ক্ষেত্রেই ব‍্যবহার করতে পারবেন।

আবেদনের শেষ তারিখইচ্ছুক প্রার্থীরা ৩১ শে জানুয়ারী ২০২৪ এর মধ‍্যে আবেদন করতে পারবেন।
যোগাযোগটেলিফোন – 011-430-92248 (এক্সট-125)
(সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM (IST))
ইমেইল[email protected]

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram