HS English Suggestion 2025: উচ্চ মাধ্যমিক ইংরেজি (PROSE, POEM, PLAY with Writing) PDF ডাউনলোড!

Nitya Gorai

Updated on:

HS English Suggestions 2024 with Writing Skills Westbengal

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাংলা মিডিয়ামে যেসব ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের জন্য ফাইনালি ইংরেজি (WB HS English Suggestions 2024) সম্পূর্ণ সিলেবাসের উপর সাজেশন নিয়ে চলে এসেছি আমাদের EduTips টিমের পক্ষ থেকে!গল্প গদ্য কবিতা নাটক এবং অবশেষে রাইটিং স্কিল এর উপর সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক সাজেশন তোমরা পেয়ে যাবে তার সঙ্গে কিভাবে সেগুলোর উত্তর লিখতে হবে তার ট্রিকস এবং টিপস তোমরা পেয়ে যাবে।

   

HS English Suggestion 2025: উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন PDF ডাউনলোড!

HS English PROSE: উচ্চমাধ্যমিক ইংরেজি গল্প বা গদ্য

তোমাদের গদ্য থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি করতে হবে। তার মানে তোমরা যে কোন দুটি গদ্য যেগুলি আগের বছর পড়েনি, ভালো করে করে গেলে উত্তর ঠিক লেখা আসতে পারবে। তবে রিক্স না নিতে চাইলে দেওয়া তিনটে গদ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

1) MCQ এর বিভাগ থেকে প্রোজ, পোয়েম ও ড্রামা বিভাগে প্রত‍্যেকটি থেকে চারটি করে MCQ থাকবে। সবমিলিয়ে ১২ টি প্রশ্নতে ১২ নম্বর আছে।

2) SAQ – এই বিভাগে প্রতিটি প্রোজ ও পোয়েম থেকে চারটি করে মোট আটটি প্রশ্ন থাকবে ও নির্ধারিত প্রশ্নে থাকবে আট নম্বর।

3) ডেসক্রিপটিভ প্রশ্ন – প্রোজ, পোয়েম ও ড্রামা থেকে বর্ননামূলক প্রশ্নে মোট পাচটাতে ৩০ নম্বর থাকবে।

4) ডু এজ ডাইরেক্টেড – এটি গ্রামার বিভাগে মোট ছটি ট্রান্সফরমেশন অফ সেনটেন্সে ছটি গ্রামার থাকবে নির্ধারিত নম্বর ছয়।

5) আর্টকেল বা প্রিপোজিশন – এই বিভাগে মোট ছটি প্রশ্ন থাকবে আর থাকবে মোট তিন নম্বর।

6) কম্প্রিহেনশন – এই বিভাগে সত‍্য ও মিথ‍্যা যাচাইয়ের জন‍্য মোট চার নম্বর থাকবে।

7) এরর কারেকশন – এই বিভাগে একটি বাক‍্য ও এর মোট সম্ভাব‍্য সঠিক শব্দের তালিকা থাকবে। এই তালিকা থেকে সঠিক শব্দটি নির্বাচন করে বাক‍্যতে বসাবেন।

8) রচনাধর্মী প্রশ্ন – তিনটি বর্ননামূলক প্রশ্নে ৩০ টি শব্দের মধ‍্যে সম্ভাব‍্য উত্তর লিখতে হবে।

9) রাইটিং – এক্ষেত্রে রিপোর্ট, এডিটোরিয়াল লেটার ও প্রেসি রাইটিং এ মোট ১০ নম্বর থাকবে।

1.”I would say mine was very secure childhood “Whose childhood is referred to here? How was his life secure? What role did the speaker’s parents to secure his life?

2. Despite these disadvantage he possessed “Who is he? What are his disadvantages? Describe the man /write short character sketch of the man.

3. “Why do not say – help and advice “who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to?

4.”Our locality was predominantly Muslim Who is the speaker? How does the speaker described his locality?What picture of communal harmony do you find in this description?

1.”And he did not want to be mistrusted now”——- Who is referred to as ‘he’? Whose trust did he want to win? Why did he want to be trusted and how?

2.”I were young once and I wanted things and could not get”—– Who said this to whom and when?What did the speaker say about her past life?

1.”Here comes someone running “—- Who said this to 11 whom? Why did he come running? How was he wounded? Describe his condition.

2. “You have already been answered “- who said this and whom? How had been the person spoken to been answered?

3.” Forgive me”—Who said this to whom? Why did he ask forgiveness of the Tsar? How was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to?

POEM: উচ্চ মাধ্যমিক ইংরেজি কবিতা

কবিতা থেকেও তোমাদের দুটো প্রশ্ন করতে হবে চারটে দেওয়া থাকবে। কম বেশি 100 শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। মানে ধরতে পারো একপাতা মতো উত্তর তোমাদের মোটামুটি লিখতে হবে। কবিতার ক্ষেত্রে তোমরা সারাংশ বা সামারিটা খুব ভালো করে করে যাবে তাহলেই তোমরা লাইন তুলে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলোর উত্তর নিজের মতো ভাষায় গুছিয়ে লিখে আসতে পারবে

1.”And seems–grassy hills”-Who is one? What vision is referred to here? Why does the one have such a vision?

2.”He takes—–with his delight “-Who is he? When does he take the lead? Explain the phrase ‘he takes the lead’? What does he finally do?

3. How is the poetry of Earth never dead?

1.” A soldier very young lies open mouthed”What is the source of the line? Who is the soldier? How is he sleeping? How is the place where he sleeps? Describe the valley. ***

2.” They fill the hollow full of light”What is hollow referred to there? Who is lying in the hollow? How is he lying there? How does the hollow look? Describe the place where he is lying?

Express the anti-war attitude of the poem? OR How is the futility of war is presented is the poem, ‘Asleep In The Valley’?

4.” In his side there are two red holes” Who has two red holes in his side? What does the expression in his side mean? What caused two red holes? What do they signify?

OR “In his side there are two red holes” Who is the person referred to here? What do they signify? What attitude of the poet to war is reflected in the line?

1.”So long as men can breathe or eyes can see ;so long lives this, and this gives life to thee. ” – what does ‘this’ refer to? Whom does ‘this’ give life? How long is ‘this’ expected to live? How does ‘this’ give life?

2.”When in eternal lines –grows”– Whom does the poet address in the line? What are eternal lines? What will grow in ‘eternal lines’? What will be unable to hidden the growth?

3. “Every fair from fair sometimes declines”- এই লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে

The proposal নাটক (HS English PLAY)

ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো এই নাটক “দ্য প্রপোজাল”-টা (The proposal ) এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করতেই হবে। এটার কোন অল্টারনেটিভ নেই, তবে এখানে তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের যে কোন একটি উত্তর করতে হবে। অনেক সময় লাইন তুলে প্রশ্ন করে, কে বলেছে কার উক্তি এরকম জিজ্ঞাসা করা হয় সে ক্ষেত্রে পার্ট নম্বর থাকে অথবা সরাসরি ডাইরেক্ট পাঁচ নম্বরের উত্তর লিখতে দেওয়া হয়।

1.”Oh! What a burden to be the father of a grown up daughter “– Who said this? Who is consider as a burden? Why does the speaker say so?

2.”She is a love sick cat”—– Who said this to whom? About whom was it said? Who is referred to as a love sick cat? Why does the speaker say so?

3. Sketch the character of Chubukov. OR Describe Chubukov as a sensible father.

OR, How does Chubukov act as a bridge between two unstable characters?

4. Describe the character of Lomov.

GRAMMAR & VOCABULARY

গ্রামার এবং ভোকাবুলারি-এর ক্ষেত্রে একমাত্র উপায় হল Textual Grammer এবং লাইন ধরে ধরে প্র্যাকটিস করা। কি ধরনের ন্যারেশন চেঞ্জ? কি ধরনের ভয়েস চেঞ্জ রয়েছে – আর্টিকেল প্রিপজিশন এই গুলো খুব ভালো করে সতর্ক রাখা, এগুলোর তো কোনো সাজেশন হয় না তাই তোমরা নিজেদের মতো টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করলে এটা ভালো আয়ত্তে আনতে পারবে।

There are no suggestion from this section. You have to practice it from Your Text Book, Test
Paper and Current Newspapers. Grammar section may contain Narration change, Article and
Preposition, Error finding etc.

WRITING SKILLS

উচ্চ মাধ্যমিকের রাইটিং স্কিল কিন্তু মাধ্যমিকের থেকে অনেকটাই সহজ এখানে মাত্র তোমাদের একটাই রাইটিং লিখতে হবে তাও আবার শুধুমাত্র লেটার রাইটিং বা রিপোর্ট রাইটিং। তার সঙ্গে সামারি রাইটিং একটা রয়েছে যদিও সেটা অতটা ভালো নাম্বার ওঠে না।

তোমরা এডিটোরিয়াল চিঠি বা লেটার রাইটিং এর একটা ফরমেট ঠিকঠাক করে গেলে যে কোন অফিশিয়াল চিঠি পড়লে তোমরা লিখে দিতে পারবে। আর প্রতিটা স্টেপ এর উপর নম্বর রয়েছে, তাই সঠিক নিয়মকানুন মানলে চিঠি লেখাতে ভালো নম্বর ওঠে।

1) Write a letter to the Editor of an English daily expressing your view on increasing violence
against women in our society.
2) Write a letter to the Editor of an English daily expressing your concern about price rise of daily uses.
3) Write a letter to the Editor of an English daily about Sound pollution in your locality.
4) Write a letter to a store manager complaining about the goods which you bought from that store.
5) Write a letter to the post master for enquiry about a missing parcel.

রিপোর্ট রাইটিং যেকোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা যেকোনো ঘটনা থেকে দেওয়া হয়, তাই এক্ষেত্রে লেখার ধরণের এবং নিয়ম-কানুন এর উপর বেশি নজর দিতে হবে নিচের যেগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে তোমরা যদি প্র্যাকটিস করে যাও, যাই পড়ুক তোমরা লিখে দিতে পারবে।

1) Annual function of your school.
2) Blood donation camp.
3) ICC Cricket WC Final.
4) Chandrayaan 3: India on Moon.

Chandrayaan 3 Report Writing (10 Marks) Madhyamik & HS (PDF ডাউনলোড করে নিন)

এই বছরের জন্য চন্দ্রযান তিন এর উপর রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মনে রাখবে যেটারই হাইপ বেশি থাকে সেটা কিন্তু কোনদিনও আসে না আজ পর্যন্ত। হয়তো চন্দ্রযান-তিন আসবেও না, কিন্তু তবুও তোমরা রিপোর্টটা করে রেখো।

HS English Suggestions 2024: উচ্চমাধ্যমিক ইংরেজি PDF ডাউনলোড

উচ্চমাধ্যমিক ইংরেজি (PROSE, POEM, PLAY) সাজেশন with Writing Skills পিডিএফ ডাউনলোড527
KB
PDF Download ↓

ইংরেজি পরীক্ষার সময় যে সকল বিষয়গুলি মাথায় রাখবে!

  1. MCQ এর সঠিক প্রশ্ন নম্বর দিয়ে উত্তর লিখতে হবে। তবে ভুলবশত কোন প্রশ্নের নম্বর দিয়ে সঠিক উত্তর লিখলেও নম্বর দিয়ে দেওয়া হবে।
  2. গ্রামার বিভাগে উত্তর করার সময় ন‍্যারেশন চেঞ্জে ডাইরেক্ট স্পিচে থাকলে উত্তর দেওয়ার সময়ে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে।
  3. জয়েনিং সেনটেন্সের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স পার্টিসিপল, ইনফিনিটিভ বা ফ্রেজ এর ব‍্যবহার করা যেতে পারে। এর পাশাপাশি রিলেটিভ প্রোনাউন ( হু, হুইচ, হুম) এবং রিলেটিভ অ‍্যাডভার্ব ( হোয়েন, হোয়্যার, হোয়াই) এর যথাযথ ব‍্যবহার করতে হবে।
  4. রাইটিং লেখার ক্ষেত্রে পাস্ট বা পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট টেন্স এবং টাইটেল ও রিপোর্টারের নাম যথাযথ ভাবে লিখতে হবে। লেখার সময় টাইটেল ও সেন্ডার, রিসিভারের নাম যথাযথ ভাবে উল্লেখ করতে হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram