WBBSE Madhyamik Pariksha Exam Center 2024 Latest Update: মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এক্সাম সেন্টার নিয়ে আপডেট দিল পর্ষদ: আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৪। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে ছাত্রছাত্রীরা, চলছে জোরকদমে পড়াশোনা।
এর মধ্যে নতুন একটি আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিকে মোট ২০০ টি পরীক্ষা কেন্দ্র বাতিল করল পর্ষদ। কম পরীক্ষা কেন্দ্রেই আয়োজিত হবে চলতি বছরের মাধ্যমিক! – তাহলে কি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কেন্দ্র (Exam Center) বদল হবে? দিতে হবে আমি তবে কিছু করতে পারব। জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন!
পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পরীক্ষা কেন্দ্র কম!
পর্ষদ সূত্রে খবর, চলতি বছরের মাধ্যমিকে বসতে চলেছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলেই খবর। ২০২৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের কাছাকাছি। চলতি বছর আরও তিন লক্ষ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে বলে জানায় পর্ষদ।
অন্য দিকে, গত বছরের তুলনায় এবছর ভেন্যুর সংখ্যা কমেছে। গত বছর প্রধান ভেন্যু ও সাব ভেন্যু মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২,৮৬৭ টি। এবছর ২০০ টি কেন্দ্র কমে সর্বমোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা হয়েছে ২,৬৭৫ টি। সূত্রের খবর, এবছর ২৪০ টি প্রধান ভেন্যু কমিয়ে ৪৮ টি সাব ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে।
আরো আপডেট » Madhyamik Exam CCTV: মাধ্যমিক পরীক্ষা হলে থাকবে সিসিটিভি! কড়া নজরদারি পর্ষদের, অবশ্যই দেখুন!
কেন বাতিল বা পরিবর্তন হলো পরীক্ষা কেন্দ্র?
Madhyamik Pariksha Exam Center List 2024: পরীক্ষা সংগঠকরা জানিয়েছেন, বাতিল হওয়া ভেন্যুগুলিতে ছিল উপযুক্ত পরিকাঠামোর অভাব। অধিকাংশ স্কুলেই নেই সিসিটিভির জন্য পরিকাঠামো। বেশ কিছু স্কুলে পাঁচিল বা বাউন্ডারি দেওয়াল নেই। অনেক স্কুলেই প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করার জন্য প্রশস্ত পথ নেই। এছাড়া, ভালনারেবেল স্কুলগুলিকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়নি। তিনটি আবশ্যিক শর্ত যে সমস্ত স্কুলগুলি পূরণ করতে ব্যর্থ ছিল, তাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্র কমে যাওয়ায় পরীক্ষার্থীদের কিছু সমস্যা হতে পারে। তবে আশা করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষা কেন্দ্রে থাকবে, কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তবে, পরীক্ষা পরিচালনায় নেওয়া পদক্ষেপগুলির ফলে এই সমস্যাগুলি কমানো সম্ভব বলে আশা করা যায়।
আরো দেখুন » Madhyamik Admit Card 2024: ২২শে জানুয়ারি এডমিট কার্ড দেবে পর্ষদ, ছাত্রছাত্রীরা কবে হাতে পাবে? জেনে নিন
এখন ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের উচিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং এবং নিজেকে শেষ সময়ে ভালো করে তৈরি করে নেওয়া। মাধ্যমিকের এডমিট কার্ডে ফাইনাল পরীক্ষা কেন্দ্র (WBBSE Exam Center) বিবরণ দেওয়া থাকবে। পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »