SVMCM Scholarship Money Disbursing Process 2023-24 Bikash Bhaban: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল অলরেডি, সেই সকল ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। সবেমাত্র শুরু হয়েছে টাকা দেওয়া প্রক্রিয়া। কিন্তু কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে – (i) নামের অক্ষর অনুযায়ী a to z, (ii) পরীক্ষার নাম্বার অনুযায়ী, (iii) স্কুল কলেজ অনুযায়ী, (iv) পারিবারিক ইনকাম অনুযায়ী সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
রাজ্য সরকার মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছেন তার মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বিগত পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকলে ছাত্রছাত্রীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবে। যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের সকালের মনে একটাই প্রশ্ন যে কিসের ভিত্তিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হয়।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেয়ার বিভিন্ন নিয়ম
যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করেছে তাদের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় এ বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে।
- নামের অক্ষর অনুযায়ী: এটি সম্পূর্ণ ভুল ধারণা। নামের অক্ষর অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হয় না।
- স্কুল ও কলেজ অনুযায়ী: অনেকেই মনে করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা স্কুল ও কলেজ অনুযায়ী দেওয়া হয় কিন্তু তোমরা লক্ষ করলে দেখতে পাবে যে হয়তো একটি স্কুলের কিছু ছাত্রছাত্রী প্রথমে টাকা পেয়েছে এবং বাকি যাত্রার ছাত্রীরা অনেক পরে পরে টাকা পাচ্ছে। তাই এটা বলা ভুল হবে যে স্কুল ও কলেজ অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া হয়।
- পরীক্ষার নাম্বার অনুযায়ী: অনেক ছাত্র ছাত্রীরা মনে করে যে যাদের নাম্বার বেশি আছে তাদের স্কলারশিপের টাকা আগে দেওয়া হয় এবং যাদের কম আছে তাদের পরে দেওয়া হয়। কিন্তু নাম্বারের ভিত্তিতেও টাকা দেওয়া হয় না তোমরা যদি লক্ষ করো তাহলে দেখতে পাবে যে তোমার থেকে যদি কেউ কম নাম্বার পেয়ে থাকে সেও আগে টাকা পেতে পারে।
আরো জেনে রাখো » SVMCM Scholarship Rejected: বাতিল আবেদন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আপডেট! অবশ্যই দেখো
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয়
আসলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া হয়। অর্থাৎ কোন পড়ুয়ার যদি সমস্ত লেভেলের ভেরিফিকেশন আগে কমপ্লিট হয় তাহলে সেই পড়ুয়াকে আগে টাকা দেওয়া হয়। অর্থাৎ কোন পড়ুয়া যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে তাহলে তার আবেদন পত্রটি বিভিন্ন লেভেল দ্বারা ভেরিফিকেশন করা হয়।
চেক করে নাও » SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকা শুরু! কারা টাকা পেল? কি করতে হবে, পরবর্তী কবে পাবে?
আবেদন করার পর প্রথমে আবেদনপত্রটি স্কুল বা কলেজ এ ভেরিফিকেশন করা হয়। এরপর সেটি ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করা হয়। এবং সবশেষে শিক্ষা দপ্তরের তরফ থেকে আবেদন পত্রটি এপ্রুভ করা হয়। আবেদন পত্রটি এপ্রুভ এর পর টাকা Sanctioned হলে ছাত্র ছাত্রীদের একাউন্টে টাকা দেওয়া হয়।
স্কলারশিপের স্ট্যাটাস চেক সহ সমস্ত অফিশিয়াল নোটিফিকেশনের জন্য পোর্টাল SVMCM(V4.0)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »