গরিব মেধাবী পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রাইভেট সংস্থা দিয়ে পড়াশোনায় সাহায্য করে। আজকের পোস্টে আমরা একটি নতুন প্রাইভেট স্কলারশিপ “জ্যোতি প্রকাশ স্কলারশিপ” (Jyoti Prakash Scholarship) এর ব্যাপারে আপডেট দিতে চলেছি। এই স্কলারশিপ কারা পাবে? কীভাবে আবেদন করতে হবে? কি কি ডকুমেন্টস লাগবে? -সবকিছু বিস্তারিত জানতে পারবেন।
জ্যোতি প্রকাশ স্কলারশিপ কী? (Jyoti Prakash Scholarship)
সারা ভারতবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণী (Class – 9 to 12), স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে পঠনরত সমস্ত ছাত্রছাত্রী এবং ক্রীড়াবিদদের তাদের পড়াশুনা বা খেলাধুলার খরচের ক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য Buddy4Study India Foundation এর উদ্যোগে এই “জ্যোতি প্রকাশ স্কলারশিপ” চালু করা হয়েছে।
কারা পাবে এই জ্যোতি প্রকাশ স্কলারশিপ? (Who are Eligible)
এই জ্যোতি প্রকাশ স্কলারশিপ এ আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীর কতগুলি প্রাথমিক যোগ্যতার প্রয়োজন, যেমন
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- তার শেষ ফাইনাল পরীক্ষায় ৫৫% নম্বর পেতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
এছাড়াও আবেদনকারীকে নিম্নলিখিত ক্যাটাগরি গুলির যেকোনো একটি মধ্যে হতে হবে।
- উভলিঙ্গ বা ট্রান্সজেন্ডার
- প্রতিবন্ধী শিক্ষার্থী
- প্রথম প্রজন্মের শিক্ষার্থী
- অনাথ শিশু
- পিতা বা মাতা নেই এমন শিশু
- ক্রীড়াবিদ
কোন কোর্সে কত টাকা পাবে? (Jyoti Prakash Scholarship Amount)
- নবম থেকে দশম শ্রেণী: — ₹১৫,০০০ টাকা
- স্নাতক স্তরের শিক্ষার্থী (কলেজ পড়ুয়া): — ₹১৮,০০০ টাকা
- স্নাতকোত্তর শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী): — ₹২৪,০০০ টাকা
কী কী ডকুমেন্ট লাগবে? (Required Documents)
এই জ্যোতি প্রকাশ স্কলারশিপে আবেদন করার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথিগুলি অতি অবশ্যই লাগবে সেগুলি হল-
- আবেদনকারীর আধার কার্ড
- শেষ ফাইনাল পরীক্ষার মার্কশীট
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
- বর্তমানে যে শিক্ষাবর্ষে পড়াশোনা করছে তার নথি
- বর্তমান শিক্ষা বর্ষের স্কুল বা কলেজের একাডেমিক ফি (Fees Payment) এর রশিদ
এছাড়াও, আবেদনকারীর পিতামাতাকে স্ব-ঘোষণা করতে হবে যে তাদের সন্তান তাদের পরিবারের মধ্যে প্রথম উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং তারা কেউই ডিগ্রী অর্জন বা স্নাতক অর্জন করেননি।
কীভাবে করতে হবে আবেদন ? (Online Application Process)
এই জ্যোতি প্রকাশ করার আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে তাদের ওয়েবসাইটে বা পোর্টালে হবে। কীভাবে আবেদন করবেন Jyoti Prakash Scholarship Buddy4Study – তা ধাপে ধাপে দেওয়া রইল। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আবেদন করার লিঙ্ক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন।।
- প্রথমে, Buddy4Study স্টাডি পোর্টালে “জ্যোতি প্রকাশ স্কলারশিপ” পেজে যেতে হবে।
- সেখানে “Apply Now” বাটনে ক্লিক করলেই আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজ চলে আসবে।
- ওই পেজের নিচের দিকে রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলে নিতে হবে।
- তারপরে ওই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- লগইন করা হয়ে গেলে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে আপনাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং Start Application বাটান এ ক্লিক করতে হবে, তারপরেই আপনার সামনে জ্যোতি প্রকাশ স্কলারশিপের ফর্ম চলে আসবে।
- নির্দেশ অনুযায়ী আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে।
- আর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
এরপরে আপনার সামনে ওই ফর্মে সমস্ত তথ্য ঠিক আছে কিনা দেখার জন্য পেজ খুলবে। সেখান থেকে সবকিছু তথ্য ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে “সাবমিট” বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
আবেদন সম্পূর্ণ হলে আপনি আপনার রেজিস্টার মেইল আইডিতে অ্যাপ্লিকেশন আইডি সহ অন্যান্য তথ্য পেয়ে যাবেন পরবর্তীকালে স্কলারশিপ নির্বাচনের সময় আপনাকে যোগাযোগ করে নেওয়া হবে।
আরও পড়ুন » Letter Box Scholarship: আবেদন করলেই পাবেন ১৫০০০ টাকা
তো প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমরাও যদি দরিদ্র পরিবারের থেকে প্রথম প্রজন্মের শিক্ষার্থী হও অবশ্যই এই জ্যোতি প্রকাশ স্কলারশিপে তোমরা আবেদন করো এবং এই স্কলারশিপ এর সুবিধা নিতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »