ANM GNM Nursing Exam 2024: নার্সিং পরীক্ষার তারিখ জানালো বোর্ড! কবে থেকে ফর্ম ফিলাপ? দেখে নিন

ANM GNM Nursing Exam 2024 Westbengal Nursing Exam WBJEE

সকল নার্সিং পরীক্ষার্থীদের জন‍্য দুর্দান্ত আপডেট! ফের রাজ‍্যজুড়ে প্রকাশিত হল এএনএম ও জিএনএম নার্সিংয়ের আবেদন প্রক্রিয়া। বিগত বছরগুলির মত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনে ANN ও GNM নার্সিংয়ের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। কবে আবেদন শুরু হচ্ছে ও কীভাবে আবেদন করবেন জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে

   

ANM ও GNM নার্সিং পরীক্ষার তারিখ ঘোষণা

ANM নার্সিং এর পুরো নাম Auxiliary nursing midwifery এবং GNM নার্সিং এর পুরো নাম General nursing midwifery। নার্সিং এর এই দুটি ভাগে আপনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ‍্যমে প্রবেশ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ‍্য, গ্রামাঞ্চলে বসবাসকারী প্রার্থীরা ANM ও GNM উভয়েরই ফর্ম ফিলাপ করতে পারবেন। পাশাপাশি শহরাঞ্চলের বাসিন্দারা কেবল GNM এরই ফর্ম ফিলাপ করতে পারেন।

WBJEE ANM GNM নার্সিং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ‍্য

পরীক্ষার নামANM ও GNM নার্সিং প্রবেশিকা পরীক্ষা
উদ‍্যোক্তাJoint entrance board
আবেদনপত্র শুরুর তারিখফেব্রুয়ারি ২০২৪ – মার্চ ২০২৪
সম্ভাব‍্য পরীক্ষার তারিখ ১৪ ই জুলাই ২০২৪ | 14.07.2024 (Sunday)
ফলাফল প্রকাশের তারিখআগস্টের শেষ সপ্তাহ
অফিসিয়াল সাইটwww.wbjeeb.nic.in

ANM ও GNM Nursing Exam Date 2024

আমরা এখানে কবে নার্সিং এর ফর্ম বেরোবে ও কবে পরীক্ষা তা বিস্তারিত জানাবো। তবে বলে রাখি এখানে জানানো প্রত‍্যেকটি তারিখই সম্ভাব‍্য, পরিস্থিতি ভেদে তারিখ পরিবর্তন হতে পারে।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাম্প্রতিক আপডেট অনুসারে আগামী ফেব্রুয়ারি ২০২৪ থেকে মার্চের ২০২৪ এর মধ‍্যে আবেদন পদ্ধতি শুরু হবে। পরীক্ষার সম্ভাব‍্য তারিখ হল ১৪ ই জুলাই, ২০২৪। অ‍্যাডমিট কার্ডও জুলাইতে পাওয়া যাবে ও পরীক্ষার ফলাফল আগস্টের শেষ সপ্তাহে ঘোষনা করা হবে।

আরো দেখুন » WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

ANM ও GNM নার্সিংয়ের সিলেবাস

মোট ছটি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং পাঠ‍্যক্রম নবম ও দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে করা হবে। কোন বিষয়ের উপর মোট কত নম্বর রয়েছে তা নিচে বর্ননা করা হল।

জীবন বিজ্ঞান৫০ নম্বর
ভৌত বিজ্ঞান৫০ নম্বর
সাধারন ইংলিশ৩০ নম্বর
অঙ্ক১০নম্বর
সাধারন জ্ঞান ১০ নম্বর
লজিক‍্যাল নলেজ৫ নম্বর

আবেদনকারীর যোগ‍্যতা (ANM GNM Eligibility)

ANM ও GNM নার্সিংয়ে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ‍্যতাগুলি রাখতে হবে।

১. ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. উচ্চমাধ‍্যমিকে মোট বিষয়ে ৪০% নম্বর রাখতে হবে।

৩. আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ এর মধ্যে হতে হবে।

৪. ANM শুধু মেয়েরা আবেদন করতে পারবেন, GNM ও পুরুষ ও মহিলারা উভয়েই আবেদন করতে পারেন।

ANM/GNM অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক » https://wbjeeb.nic.in/anm-gnm/

আরো জানুন » WBJEE 2024 Form Fill Up: রাজ্য জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু! কারা যোগ্য, কি ডকুমেন্টস লাগছে? অবশ্যই দেখুন

এখনও আবেদন পত্র প্রকাশিত হয়নি। সম্ভবত আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ‍্যেই প্রকাশিত হবে। এর পরেই আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এরকম আরো আপডেটেড তথ‍্য পেতে এডুটিপসের সঙ্গে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram