OASIS Scholarship Payment File Generated: ওয়েসিস স্কলারশিপে নতুন আপডেট দিল দপ্তর! এই পড়ুয়ারা টাকা পেয়ে যাবে

Nitya Gorai

Updated on:

OASIS SC/ST/OBC Scholarship Fund Disbursement Payment File Generated from State and Central Govt Department

OASIS SC/ST/OBC Annual Scholarship Fund Disbursement Payment File Generated from State and Central Govt Department: অবশেষে রাজ্যের স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত পড়ুয়াদের জন্যই রয়েছে দারুন সুখবর! ওয়েসিস স্কলারশিপ অর্থাৎ SC/ST/OBC স্কলারশিপের পেমেন্ট ফাইল জেনারেট শুরু হয়ে গিয়েছে।

   

ছাত্র-ছাত্রীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের থেকে আবেদনের বর্তমান আপডেট জানানো শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীরা চাইলে তাদের মোবাইল নম্বর এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন দেখে নিতে পারে।

তবে এই পেমেন্ট ফাইল জেনারেশনের প্রক্রিয়াটা কিরকম এবং এর কত দিন পর টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তা জানতে আজকের পোস্টটা সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে যাদের এই স্ট্যাটাস আপডেট হয়েছে তারা কবে টাকা পাবে সেটাও বলা হবে।

ওয়েসিস স্কলারশিপ পেমেন্ট ফাইল জেনারেটেড (OASIS 2024)

আসলেই স্কলারশিপ টার ওপর নির্ভর করেই অনেক কলেজ পড়ুয়া তাদের পড়াশোনা করার স্বপ্ন দেখে স্কুলের অনেক ছাত্রছাত্রী স্কলারশিপের টাকার জন্য অপেক্ষা করে থাকে। তবে আবেদন করলেই যে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে এটা তো কোনদিনও হয় না।

যে কোন একটা সরকারি প্রক্রিয়া সময় লাগে কয়েকটি ধাপের মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া এবং পরবর্তীকালে অনুমোদন প্রক্রিয়া হয়। সব শেষে ঠিক থাকলে তবেই ছাত্রছাত্রীকে স্কলারশিপের টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হয়।

Institute Verification StatusVerified / Approved
Application Under BDO/ULB VerificationVerified / Approved
District Verification StatusVerified / Approved
Status of Disbursement Payment file generated For Central Share.
Payment file generated For State Share

ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়েসিস স্কলারশিপ এর টাকা ঢোকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন এর তরফ থেকে। তাই এক্ষেত্রে আরও দুটি ধাপের মধ্য দিয়ে টাকা দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

Payment file generated For Central Share

প্রথম ধাপে পড়ুয়াদের নামে ফান্ড অ্যালট হয় কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে তখন তাদের নামে পেমেন্ট ফাইল জেনারেট এর অপশন দেখায়, তাদের এই স্ট্যাটাস টি দেখায়। এটার মানে হলো ছাত্রছাত্রীরা পরবর্তী যখনই টাকা ছাড়া হবে তাদের নামে টাকা অ্যালট করা হবে।

Payment file generated For State Share

কিন্তু সরকারের মতো একইভাবে রাজ্য সরকারের স্কলারশিপের যে শেয়ার রয়েছে সে টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তখনই ঢুকবে, যখন তাদের এই ধরনের পেমেন্ট ফাইল স্টেট থেকে বা রাজ্যের দপ্তর থেকে জেনারেট হয়

অবশ্যই জেনে রাখো » Oasis Scholarship Payment Update: ওয়েসিস স্কলারশিপে টাকা কবে থেকে দেওয়া হবে? এই কারণে হচ্ছে দেরি!

অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি চেক করার লিংক: https://new.oasis.gov.in/

যে সকল ছাত্র-ছাত্রীদের ইতিমধ্যেই https://oasis.gov.in/ অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস অনুমোদিত হয়ে গিয়েছে, পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যে সকল ছাত্র-ছাত্রীদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে তাদের নামে পরবর্তী খুব তাড়াতাড়ি ব্যাংক একাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তারা সুখবর পাবে। পরবর্তী যখনই কোন অফিশিয়াল আপডেট আসবে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছে দিই তাই আমাদের সঙ্গে যুক্ত হতেই পারো

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram