Madhyamik HS Tips: খাতা সাজিয়ে নাম্বার বাড়ানোর কৌশল, মাত্র ১% ছেলে মেয়েরাই জানে! অবশ্যই দেখে নাও

Anjan Mahata

Published on:

Westbengal Madhyamik Higher secondary Exam Last Minute Tips 2024

হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন। আগামী ২রা ফেব্রুয়ারী থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ও আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই দুটো পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষা ২টি নিয়ে সকল পরীক্ষার্থীই বেশ চিন্তিত থাকে। অনেক সময় পরীক্ষার্থীরা ভালো লিখলেও, শুধুমাত্র ভুল প্রেজেন্টেশনের কারণে নম্বর অনেকটাই কম আসে। আজ তোমাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করবো, যেগুলি মেনে পরীক্ষার খাতা সাজালে খুব ভালো নম্বর পোয়া যাবে। কীভাবে সুন্দর ভাবে খাতা প্রেজেন্টেশনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায় জেনে নিন।

   

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতা সাজিয়ে নাম্বার বাড়ানোর উপায়

টিপস ১: পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ১৫ মিনিটে আগে খাতা হাতে দেওয়া হয়। এই সময়ের মধ্যে পরীক্ষার খাতায় সুন্দর ভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলতে হবে। এরপর খাতায় সুন্দর ভাবে মার্জিন টেনে নিতে হবে। মার্জিন দেওয়া খাতা দেখতে সুন্দর হয় এবং যিনি খাতা দেখবেন তাঁর দৃষ্টি আকর্ষণ করবে। তবে সময় হাতে কম থাকলে পেন দিয়ে মার্জিন টানার পরিবর্তে খাতা মুড়ে নেওয়াও যাবে।

টিপস ২: এরপর উত্তর লেখার কিছু নিয়ম মেনে চলছে। যেমন উত্তর লেখার ক্ষেত্রে ক্রমানুসারে উত্তর লেখা বেশি ভালো। প্রত্যেকটি প্রশ্নের দাগ নম্বর সঠিক ভাবে উল্লেখ করতে হবে। দাগ নম্বর ও উত্তর লেখার ক্ষেত্রে কালো বা নীল কালির পেন ব্যবহার করবেন।

টিপস ৩: প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর ২ ইঞ্চি মতো ছাড় রেখে, তারপর পরবর্তী উত্তর লিখবে। এভাবে লিখতে যিনি খাতা দেখবেন তিনি সহজেই কোন প্রশ্নের উত্তর কোনটা এবং কতটা তা বুঝতে পারবেন। কোনো একটি পৃষ্ঠায় অর্ধেকের বেশি গিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর যদি শেষে হয়ে যায়, তাহলে পরের পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করবে।

টিপস ৪: লেখার সময় বানান বা লেখার লাইন ভুল হওয়াটা স্বাভাবিক। তবে ভুল বানান বা লাইন কখনোই হিজিবিজি করে কাটবেন না। শুধুমাত্র ভুল বানান বা লাইনের উপর একটা লাইন টেনে দেবে।

টিপস ৫: পরীক্ষার জন্য শুধুমাত্র নীল ও কালো কালির পেনই ব্যবহার করবেন, সে কথা আগেও উল্লেখ করেছি। আরো একটি বিষয় মনে রাখবেন, যখন পরীক্ষা দেবেন তখন একই একই ব্রান্ডের একই কালির পেন দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন।

টিপস ৬: এক পৃষ্ঠাটা উত্তর লিখে শেষে না হলে যদি পরের পৃষ্ঠায় উত্তর লিখতে হয়। সেক্ষেত্রে পেজের ডান দিকে P.T.O লিখবে। আরো একটি বিষয়, যদি লিখতে লিখতে ভুল করে মাঝের দুটো পৃষ্ঠা ফাঁকা থেকে যায় তাহলেই ওই ফাঁকা পৃষ্ঠার মাঝে বড় বড় করে P.T.O লিখবেন।

টিপস ৭: ছোট প্রশ্ন লেখার ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে। শুধু দাগ নম্বর দিয়ে উত্তর টা না লিখে, পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে।

টিপস ৮: সব শেষে আসি হাতের লেখা প্রসঙ্গে। অনেকের হাতের লেখা ভালো হয় আবার অনেকের খারাপ। তবে খারাপ হাতের লেখা হলে চিন্তা করার কোনো কারণ নেই। শুধু স্পষ্ট ও বোঝা যাবে এমন ভাবে লিখলেই হবে।

আরো দরকারি পোস্ট » Madhyamik & HS: মাধ্যমিক উচ্চমাধ্যমিক MCQ ও বড় প্রশ্ন এই নিয়মে বেশি নম্বর পাবে! মিস করলেই লস

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram