মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ মুহূর্তের টিপস! কিভাবে নিজেকে প্রস্তুত করবে, অবশ্যই দেখে নাও

Anjan Mahata

Updated on:

Madhyamik Hs Last Minute Suggestions Exam Preparation 2024

আর মাত্র কয়েকদিন পরেই রয়েছে রাজ্যের দুটি বোর্ডের গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এই দুটি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের স্কুল জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর বেশিদিন নেই এই অল্প সময়ে ছাত্রছাত্রীরা কোন স্ট্রেটেজি মেনে পড়াশোনা করলে ভালো নাম্বার পাবে নিয়ে আজকের এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি এই কদিন কিভাবে ভালো করে ব্যবহার করবে তাও জানতে পারবে।

   

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সেরা প্রস্তুতি

হাতেগোনা আর মাত্র কয়েক দিন সময় আছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার। এই অল্প সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীরা কিভাবে প্রস্তুতি নিলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাবে এই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সময়ের সঠিক ব্যবহার

হাতে খুব কম সময় তাই কোনভাবেই সময়ের অপব্যবহার করা চলবে না। যতটা সম্ভব চেষ্টা করবে দিনের বেশিরভাগ সময় পড়াশোনার উপর খরচ করতে। এই কদিন বন্ধুদের সাথে আড্ডা, ভিডিও গেম, সিনেমা দেখে নিজের অমূল্য সময় ব্যয় করবে না। ফ্রী সময়ে বিনোদনের ভিডিও না দেখে এডুকেশনাল ভিডিও দেখলে পড়া revision করে নিতে পারবে এবং আরো বেশি প্র্যাকটিস করতে পারবে।

অনুশীলনের রুটিন তৈরি (Revision)

শেষ মুহূর্তে পরীক্ষার আগে নতুন টপিক না পড়াই ভালো যেগুলো সারা বছর ধরে পড়ে এসেছো বা শেষ একদম পরীক্ষার পরে পড়েছ সেগুলোই রিভিশন বা অনুশীলনে বেশি সময় দিতে হবে।প্রত্যেকদিন পড়ার একটি রুটিন মেনে পড়তে হবে। যে বিষয়গুলো একটু দুর্বল সেই বিষয়গুলি যেন রুটিনে বেশি থাকে।

প্র্যাকটিস সেট ও টেস্ট পেপার সমাধান করা

পরীক্ষার সামনে ছাত্র ছাত্রীরা যত বেশি টেস্ট পেপার এবং প্র্যাকটিস সেট সমাধান করবে ততোই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জ্ঞান বাড়বে এবং টেস্ট পেপার ও প্র্যাকটিস সেট সমাধান করলে বুঝতে পারবে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসার প্রবণতা প্রবল।

দেখতে পারো » Madhyamik Mathematics Formula: হাতের মুঠোয় অংকের সূত্র! ছাত্রছাত্রীরা এক্ষুনি PDF সংগ্রহ করে নাও

মক টেস্ট দেওয়া

পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ মক টেস্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষায় উত্তর লেখার টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে রপ্ত হয়। অনেক সময় দেখা গিয়েছে উত্তর জানা সত্বেও সময়ের অভাবে সেটি কমপ্লিট করতে পারে না পরীক্ষার্থীরা

কিন্তু আগে থেকে যদি মক টেস্ট এর মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে সেট করে নাও তাহলে এই সমস্যা পরীক্ষার হলে দেখা যাবে না। তোমরা তোমাদের টিউশন টিচারের কাছে মক টেস্ট দিতে পারবা নিজের বাড়িতেও ঘড়ির টাইমার চালিয়ে মক টেস্ট দিতে পারো।

নিজেকে মোটিভেট রাখা

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষার আগে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে, শীতের এই ঠান্ডায় রাত জেগে পড়াশোনা করতে হবে, আবার সকালে তাড়াতাড়ি উঠে একটু ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করতে হবে। পড়াশোনায় মন বসানোর জন্য সর্বদা নিজেকে মোটিভেট রাখতে হবে। নিজেকে মোটিভেট করার প্রত্যেকের আলাদা আলাদা উপায় রয়েছে কিন্তু এর সঙ্গে তোমরা ফ্রী সময়ে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখতে পারো।

অবশ্যই দেখবে » ছাত্রজীবনের সফল হওয়ার পাঁচটি টিপস! স্কলারশিপ, টাকা থেকে চাকরি, সব পাবে! (Successful Students Life Tips)

এ বছর যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য EduTips Bangla এর পক্ষ থেকে অভিনন্দন। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো নাম্বার নিয়ে উচ্চ পদে প্রতিষ্ঠিত হও, নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণ কর, এটাই আমাদের কাম্য – Best Of Luck!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram